Blog

  • নবাবগঞ্জে মুফতি আমির হামজার কুরআন মাহফিলে ১০ সনাতনী হিন্দু সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ!

    নবাবগঞ্জে মুফতি আমির হামজার কুরআন মাহফিলে ১০ সনাতনী হিন্দু সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ!

    নাগরিক কথা ডেস্কঃ

    দিনাজপুরের  নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে গত বৃহস্পতিবার, (১২সেপ্টেম্বর,২০২৪), রাতে ভাদুরিয়া আল জামিয়াতুল ইসলামিয়া মাজিদিয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা ৯ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল এতিম খানা হাফিজিয়া মাদ্রাসায় বিএডিসি উপ প্রধান প্রকৌশলী ডাবলু এর সভাপতিত্বে কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
    এতে প্রধান বক্তা হিসেবে আল আল কুরআন তাফসির বায়ান করেন প্রখ্যাত আলেমেদ্বীন মুফতি আমির হামজা কুরআন মাহফিলে পার্শ্ববর্তী গ্রামের এক পরিবারের ১০ জন সনাতন ধর্ম অবলম্বী( হিন্দু) সদস্যরা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারা হলেন শ্রীমতি অজিতন (৭৫) বর্তমান মুসলিম আমিছা শ্রী: কন্দল(৫০) বর্তমানে মুসলিম হযরত আলী, শ্রী ফেলানী (৪৫) বর্তমানে মুসলিম ফাতেমা খাতুন, রূপম কুমার(৩২) বর্তমানে মুসলিম হাসান মাহমুদ,শ্রী আগুন দাস(২০) বর্তমানে মুসলিম মো: আবীর হোসেন, শ্রীমতি বৃষ্টি (১৫ ) বর্তমানে মুসলিম ফারিয়া জান্নাত, টুপি রানী (২৭) বর্তমানে মুসলিম জামিলা খাতুন, শ্রী জয় (১০) বর্তমানে মুসলিম মো: জুনায়েদ, শ্রীমতি জয়া (৭) বর্তমানে মুসলিম নাম মোছা: হাসনাহেনা শ্রী মতি জ্যোতি(৬) বর্তমানে মুসলিম নাম মোছা: হুমায়রা।

    ✅ ভিডিও লিংক – https://youtu.be/pycRQ4WrKLM?si=koka2EmPn5FDl6kq

  • মিঠাপুকুরে বিয়ের পাত্রী দেখতে এসে বর কর্তৃক স্বর্ণালংকার চুরি: আটক বর

    মিঠাপুকুরে বিয়ের পাত্রী দেখতে এসে বর কর্তৃক স্বর্ণালংকার চুরি: আটক বর

    মোঃ সুজা উদ্দিনঃ

    রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুর (মরিচবাড়ি) এলাকায় বিয়ের জন্য পাত্রী দেখতে এসে অভিনব কায়দায় ঘটকসহ বিয়ের কনেকে চেতনানাশক মেডিসিন স্প্রেরের সাহায্যে অজ্ঞান করে স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।
    আজ (মঙ্গলবার) বিকেলে সেই বর উপজেলার মুসলিম বাজার এলাকায় স্থানীয়দের হাতে আটক হয়।

    বিস্তারিত আসতেছে…

  • বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মাদারীপুর জেলা প্রতিনিধিদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মাদারীপুর জেলা প্রতিনিধিদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

    মাসুদ হোসেন খানঃ

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মাদারীপুর জেলা শাখার প্রতিনিধিদের  সঙ্গে  জেলার নবাগত পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান, বিপিএম এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১১.০০ ঘটিকায় জেলা পুলিশের সম্মেলন কক্ষে মাদারীপুর জেলা পুলিশ সুপার এর সভাপতিত্বে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    মত বিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর  প্রতিনিধিগন জেলা পুলিশকে কোন রূপে দেখতে চান তার একটি রূপরেখা পুলিশ সুপার এর নিকট প্রদান করেন। প্রতিনিধিগন পুলিশকে সকল প্রকার রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে পেশাদারিত্ব বজায় রেখে জনগণের পুলিশ হিসেবে কাজ করার আহ্বান জানান সেই সাথে তারা দেশ ও জাতীর বৃহৎ কল্যাণে পুলিশের সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    মাদারীপুর জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান,বিপিএম বৈষম্য বিরোধী আন্দোলন মাদারীপুর জেলা প্রতিনিধিদের সাথে একমত পোষণ করে মাদারীপুর জেলা পুলিশ নতুন রূপে জনগণের সেবায় নিয়োজিত থেকে জনকল্যাণে কাজ করবে মর্মে আশ্বাস প্রদান করেন। পুলিশি কার্যক্রমে তিনি ছাত্র জনতাসহ জেলার আপামার জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পুলিশের সকল অফিসার বৃন্দ।

  • মাদারীপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    মাদারীপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    মাসুদ হোসেন খানঃ

    মাদারীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার ( ৯ সেপ্টেম্বর  ২০২৪) বিকালে জাতীয়তাবাদী মহিলা দল মাদারীপুর জেলা শাখার আয়োজনে শহরের পাঠককান্দি এলাকায় আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন  মাদারীপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি: তানিয়া সুলতানা লাইজু,সহ-সভাপতি: ইয়াসমিন আক্তার মনি,যুগ্ম সাধারণ সম্পাদক: হাসিনা বেগম,সাংগঠনিক সম্পাদক: লাইজু আক্তার,এবং আরো উপস্থিত ছিলেন  মাদারীপুর জেলা যুবদলের আহবায়ক: ফারুক বেপারি, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক: মিজান শিকদার সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • জাতীয় নাগরিক কমিটি” নামে  নতুন রাজনৈতিক দলের ঘোষণা!

    জাতীয় নাগরিক কমিটি” নামে  নতুন রাজনৈতিক দলের ঘোষণা!

    নাগরিক কথা ডেস্কঃ

    প্রথমে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু , সেই আন্দোলন থেকে সরকার পতনের এক দফা দাবি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো গণঅভ্যুত্থানের মুখে সরকার প্রধানের দেশ ছেড়ে পলায়ন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন দেশের ছাত্র-জনতা।
    শেখ হাসিনা সরকার পতনের এক মাসের মাথায় এবার নতুন সংগঠন হিসেবে আত্নপ্রকাশ ঘটেছে আন্দোলনের নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৈরি প্লাটফর্ম জাতীয় নাগরিক কমিটি।
    রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে ৫৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।
    সংগঠনের পক্ষে কমিটি ঘোষণা করেন আহ্বায়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্য। সংগঠনের সদস্য সচিব হিসেবে গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক আখতার হোসেন ও মুখপাত্র হিসেবে রয়েছেন সামান্তা শারমিন।
    লিখিত বক্তব্যে মুখপাত্র সামান্তা বলেন, জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করছে। অচিরেই সকল মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের অংশগ্রহণকারী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে আমরা আলোচনা করবো। তৃণমূল পর্যন্ত এ কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাব।
    অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির কিছু প্রাথমিক কাজ ঘোষণা করা হয়েছে। তা হলো- ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা; ছাত্র-জনতার ওপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ;
    রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা ও জবাবদিহিতার পরিসর তৈরি; বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা, মত বিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা; দেশের সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে ফ্যাসিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা; জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের সাথে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করা; রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরি ও সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ ও গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ-আলোচনার আয়োজন করা।
    জাতীয় নাগরিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আরিফুল ইসলাম আদীব, সাইফ মোস্তাফিজ, মনিরা শারমিন, নাহিদা সারোয়ার চৌধুরি, সারোয়ার তুষার, মুতাসিম বিল্লাহ, আশরাফ উদ্দিন মাহদি, আলাউদ্দিন মোহাম্মদ, অনিক রায়, জাবেদ রাসিন, মো. নিজাম উদ্দিন, সাবহানাজ রশীদ দিয়া, প্রাঞ্জল কস্তা, মঈনুল ইসলাম তুহিন, আব্দুল্লাহ আল আমিন, হুযাইফা ইবনে ওমর, শ্রবণা শফিক দীপ্তি, সায়ক চাকমা, সানজিদা রহমান তুলি, আবু রায়হান খান, মাহমুদা আলম মিতু, অলিক মৃ, সাগুফতা বুশরা মিশমা, সৈয়দ হাসান ইমতিয়াজ, তাসনিম জারা, মোহাম্মদ মিরাজ মিয়া, মো. আজহার উদ্দিন অনিক, মো. মেসবাহ কামাল, আতাউল্লাহ, এস. এম. শাহরিয়ার, মানজুর-আল- মতিন, প্রীতম দাশ, তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, মাজহারুল ইসলাম ফকির, সালেহ উদ্দিন সিফাত, মুশফিক উস সালেহীন, তাহসীন রিয়াজ, হাসান আলী খান, মো. আব্দুল আহাদ, ফয়সাল মাহমুদ শান্ত, মশিউর রহমান, আতিক মুজাহিদ, আবদুল্ল্যাহ আল মামুন ফয়সাল, মো. ফারহাদ আলম ভূঁইয়া, তানজিল মাহমুদ, এস.এম. সুজা, মো. আরিফুর রাহমান, কানেতা ইয়া লাম লাম,  সৈয়দা আক্তার, স্বর্ণা আক্তার, সালমান মুহাম্মাদ মুক্তাদির, আকরাম হুসেইন।
    কমিটি ঘোষণা শেষে নাসীরুদ্দিন বলেন, আমরা কোনো ব্যক্তি বা দলীয় এজেন্ডাকে সামনে রাখছি না। আমরা পুরো বাংলাদেশকে সামনে রাখছি। তরুণদের একটা প্লাটফর্ম গঠন করব। যেখানে বাংলাদেশের প্রশ্নে সবাই এক থাকবে। একটা হলো রাষ্ট্র এবং রাজনৈতিক দল হলো তার একটি অংশ মাত্র। আমরা রাষ্ট্র পুনর্গঠন করব। রাষ্ট্রের অধীনে অনেক প্রতিষ্ঠান থাকে। প্রত্যেকটা খাতে তরুণদের ঐক্যবদ্ধ করব। সেখানে যদি কোনো দলের পুনর্গঠনের প্রয়োজন হয়, তা হবে।
    তিনি আরও বলেন, আমরা দেখেছি ১৯৭১ সালের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে, ১৯৯০ সালে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে, কিন্তু সেগুলো ব্যর্থ হয়েছে। তাই ২০২৪ সালে এসে আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে।
    সদস্যসচিব আখতার হোসেন বলেন, সারা দেশ থেকে আগ্রহীরা আমাদের সাথে যোগাযোগ করছেন। আমরা ইতোমধ্যে একটি গুগল ফর্ম ছেড়েছি। সামনের দিনে বিভিন্ন এলাকায় গিয়ে আমরা সরাসরি কথা বলে কমিটি গঠন করব।

  • রংপুরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

    রংপুরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

    মোঃ সুজা উদ্দিনঃ

    মাঝে মধ্যে দু-একদিন বৃষ্টি হলে পরেও, গত দুই  সপ্তাহ ধরে রংপুরে প্রচণ্ড গরম অনুভুত হচ্ছে। একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে ক্রমাগত বিদ্যুতের লোডশেডিং। পল্লী বিদ্যুতের এই ভেলকিবাজিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রতি ঘণ্টায় কমপক্ষে একবার করে লোডশেডিং হচ্ছে। রাতে অসহনীয় লোডশেডিংয়ে ঘুমতে পারছে না জেলাবাসী।
    জেলা বা পৌর শহরে বিদ্যুৎ কিছুটা সময় থাকলেও  গ্রামগঞ্জের অবস্থা চরম পর্যায়ের দিকে। চলতি আমন মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও থেমে নেই লোডশেডিং। গেলো মাসে লোডশেডিংয়ের পরিমাণ কম হলেও গত কয়েকদিন ধরে তা মাত্রাতিরিক্ত বেড়েছে।
    কর্তৃপক্ষ বলছে, জাতীয় পর্যায়ে উৎপাদন সংকটের কারণে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করায় লোডশেডিংয়ের পরিমাণও বেড়েছে।
    এদিকে ঘন ঘন বিদ্যুত আসা যাওয়ার কারণে ফ্রিজ, টেলিভিশন, ফ্যানসহ বিভিন্ন মূল্যবান ইলেক্ট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। যা রংপুর বাসীর জন্য মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া অসহ্য গরমে বিদ্যুৎ না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা।  শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ব্যহত হচ্ছে ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবনযাত্রা।
    তীব্র এই গরমে লোডশেডিংয়ের ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সারাদিন পরিশ্রমের পর রাতে পরিপূর্ণ বিশ্রাম করতে না পারায় অতিষ্ঠ হয়ে উঠেছে তাদের জীবন। অনেকেই তীব্র তাপদাহ এবং লোডশেডিংয়ের কারণে খোলা জায়গায় হাতপাখা দিয়ে নিজেকে বাতাস করছেন। আবার কেউ খালি গায়ে গামছা গলায় বিদ্যুতের অপেক্ষায়। গরম আর লোডশেডিংয়ের মাঝে একটু স্বস্তির খোঁজে মধ্যরাতেও ঘরের বাইরে দেখা যায় অনেককে।

  • পরিমার্জিত হচ্ছে সব শ্রেণির পাঠ্যবই

    পরিমার্জিত হচ্ছে সব শ্রেণির পাঠ্যবই

    নাগরিক কথা ডেস্কঃ

    শিক্ষক অভিভাবক ও শিক্ষাবিদ সবার মতামত  বাদ দিয়ে নতুন কারিকুলাম চালিয়ে দেওয়া হয়েছিলো। ইচ্ছামতো বিষয়বস্তু প্রকাশ করা হয়েছিল পাঠ্যবইয়ে। নৈতিকতা ও শিক্ষা”কে বাদ দিয়ে রাজনৈতিক বিবেচনায় তৈরি করা হয়েছিল পাঠ্য বই।
    আওয়ামী সরকার পতনের পর পাঠ্য বইয়ের বিভিন্ন অসংগতি বাদ দিয়ে বইয়ের পরিমার্জনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
    খুবই তাড়াতাড়ি চলছে এই কাজ। শিক্ষাবিদরা বলছেন, আওয়ামী সরকার প্রাথমিক ইতিহাস বিকৃত করে ছাপিয়েছে। সেগুলোকে সংশোধন ছাড়া কোনরকমে প্রকাশ করা সম্ভব নয়। এ কারণে বইপরিম অর্জন করা অতি জরুরী।
    বিকৃত ও ভুল তথ্য সংযোজিত বই আগে দেয়ার চেয়ে পরিমার্জিত বই একটু দেরি করে হলেও দেওয়া ভালো ।
    ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশের ক্লাস ইতিমধ্যে শুরু হয়েছে । তবে এখন পর্যন্ত ছাপা হয়নি উচ্চ মাধ্যমিকের পাঠ্য বই সমূহ। সেই সঙ্গে মেলেনি সিলেবাস ও। এই স্থরের পাঠ্য বইয়ের পরিমার্জনের  কাজ এ মুহূর্তে চলমান থাকায় পাঠ্য বই পেতে আরো বেশ কিছুদিন সময় অপেক্ষা করতে হবে শিক্ষার্থীদের ।

    চলমান মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই পরিমার্জনের কাজ শেষ করে পান্ডুলিপি প্রেসে পাঠানো যাবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষা ক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড  (এনটিটিবি) উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগের বিষয়গুলো বাদে বাংলা ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই তিনটি বিষয়ের চারটি বই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপট কর্তৃক প্রণীত হয়ে থাকে ।
    সবশেষে ২০১৪ সাল থেকে বাংলা সাহিত্য পাঠ এবং সহজপাঠ, ২০১৫ সাল থেকে ইংলিশ ফর টুডে এবং ২০২১ সালে প্রণীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এখনো  শিক্ষার্থীদের পাঠ্য। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর উদ্যোগ নেয় এই পরিমার্জনের। এখন পর্যন্ত বাংলা বইয়ের কাজ শেষ হলেও  বাকি রয়েছে ইংরেজি ও আইসিটি বই।

    জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান বলেন, আমাদের নতুন শিক্ষাক্রমের বইও প্রস্তুত আছে। কনটেন্টের কিছু বিষয় পরিবর্তন হবে। চলমান শিক্ষাক্রমের বইয়ের সেনসিটিভ বিষয়গুলো বাদ দেওয়ার জন্য একটি টিম কাজ করছে। বইয়ের প্রচ্ছদসহ ভেতরের ছবিসহ অনেক কিছুই পরিবর্তন করতে হবে। যারা শিক্ষাক্রম বিষয়ে কথা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক তারাও এ পরিমার্জনের কাজে জড়িত রয়েছে।

  • গণ-অভ্যুত্থান আর গত ১৬ বছরের নিপীড়নের চিত্র থাকবে গণভবনের জাদুঘরে : উপদেষ্টা নাহিদ

    গণ-অভ্যুত্থান আর গত ১৬ বছরের নিপীড়নের চিত্র থাকবে গণভবনের জাদুঘরে : উপদেষ্টা নাহিদ

    নাগরিক কথা ডেস্কঃ

    জাদুঘরে রুপ দেবার পর গণভবনে ছাত্র-জনতার অভ্যুত্থানের বিভিন্ন  ঘটনার পাশাপাশি  বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের নির্যাতন-নিপীড়নের চিত্রও থাকবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

    উপদেষ্টা বলেন, এখানে প্রথমত ৩৪ দিনের পুরো সময়ের স্মৃতির দিনলিপি থাকবে। যাঁরা শহীদ  হয়েছেন, তাঁদের তালিকা থাকবে, স্মৃতি থাকবে। এই আন্দোলন ছাড়াও গত ১৬ বছরের লড়াইয়ের একটি মুহূর্ত আমরা ৫ আগস্ট পেয়েছিলাম। এই ১৬ বছরে যে অমানবিক নির্যাতন- নিপীড়ন হয়েছে, যাঁরা গুম হয়েছেন, তাঁদের তালিকা থাকবে। যাঁরা বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন, এসব বিষয়ের একটি উপস্থাপনা থাকবে। এমনকি এখানে যে স্থাপনা এখন ভাঙা অবস্থায় রয়েছে, সেটিকে সেই অবস্থায় রেখে এখানে জাদুঘর করা হবে।

    মোঃ নাহিদ ইসলাম বলেন, গণভবনে আমরা দেখেছি, অনেক অনেক দেয়াল লিখনী রয়েছে, গ্রাফিতি রয়েছে। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ পুরো ভবনের চারিদিকে।  এখানে যেসব আসবাব লুট হয়েছে, পরে যেগুলো মানুষ ফেরত দিয়েছেন, সব কটি সংরক্ষণ করা হয়েছে। আমরা চেষ্টা করব সেগুলোকে রেখেই কার্যক্রম শুরু করতে।

    শনিবার, (৭ সেপ্টেম্বর,২০২৪), সকালে গণভবন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেছেন মোঃ নাহিদ ইসলাম। এ সময় আরও ছিলেন শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিদর্শন শেষে তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
    প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন হিসেবে ব্যবহৃত গণভবনকে জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় ঘটনা ধরে রাখতে জাদুঘর করার পরিকল্পনার অংশ হিসেবে তিন উপদেষ্টা সেখানে পরিদর্শন করেছেন।

  • মিঠাপুকুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম কে সাময়িক বরখাস্থ

    মিঠাপুকুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম কে সাময়িক বরখাস্থ

    মোঃ সুজা উদ্দিনঃ

    রংপুরের মিঠাপুকুর উপজেলার “মিঠাপুকুর মডেল মসজিদের পেশ ইমাম মো:আখেরুজ্জামান আজাদীর বিরুদ্ধে  ব‍্যাপক দুর্নীতি  ও অর্থ আত্মসাৎের অভিযোগ এসেছে।
    উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে মিঠাপুকুর মডেল মসজিদ পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার,(০৫ সেপ্টেম্বর ২০২৪), মোঃ আখিরুজ্জামান, পেশ ইমাম, মিঠাপুকুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিঠাপুকুরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

    এ প্রেক্ষিতে তার বিরুদ্ধে আনীত সূত্রস্থ অভিযোগে তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হবে না, আগামী ৭ (সাত) কার্য দিবসের মধ্যে এ মর্মে কারন দর্শানোর জন্য বলা হয়েছে।
    উল্লেখ্য তার অনুপস্থিতিতে মুয়াজ্জিন, মিঠাপুকুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমামের রুটিন দায়িত্ব পালন করবেন।

    উল্লেখ্য, এর আগে  মিঠাপুকুর উপজেলা মডেল মসজিদের এই ইমামের নামে ভূয়া এতিমখানা ও মাদ্রাসা দেখিয়ে (ছয়-টন) এতিমদের জন্য বরাদ্দ দেয়া চাল আত্মসাৎ করার অভিযোগ উঠেছিলো।
    তবে, ইমাম আখিরুজ্জামানের সঙ্গে গণমাধ্যমের কথা হলে তিনি জানিয়েছিলেন, আমি পরিস্থিতির স্বীকার। আমাকে ব্যবহার করা হয়েছে। কে ব্যবহার করেছে, জানতে চাইলে তিনি জানান, মানুষ ভুলের উর্ধ্বে নয়! সময় হলে সব জানতে পারবেন। এই বলে তিনি সংবাদ প্রকাশে বিরত থাকার অনুরোধ জানান সে সময়।

  • রংপুরের পীরগঞ্জে বিদ্যুৎ স্পর্শে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

    রংপুরের পীরগঞ্জে বিদ্যুৎ স্পর্শে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

    মোঃ সুজা উদ্দিনঃ

    রংপুরের পীরগঞ্জে মোতাল্লেব হোসেন (১৫) নামের এক শিশু শ্রমিক বিদ্যুৎ স্পর্শে প্রাণ হারানোর ঘটনা ঘটেছে । নিহত মোতাল্লেব হোসেন  উপজেলার কাবিলপুর ইউনিয়নের নিচ কাবিলপুর গ্রামের মৃত- মোঃ হাসান আলীর পুত্র।

    বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পূর্বে পীরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন (ওসমানপুর) একটি বহুতল ভবনের ৩য় তলায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
    প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের পাশে পীরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন শঠিবাড়ি মহাবিদ্যালয়ের সাবেক প্রভাষক আব্দুল গফুর মিয়ার একটি বহুতল ভবনের কাজ চলছিল। ভবনের পাশ দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন পল্লী বিদ্যুৎ এর প্রধান তার। ভবনের ৩য় তলায় কাজ করার সময় অসাবধানতাবসত শিশু শ্রমিক মোতাল্লেব ওই তারে জড়িয়ে পড়লে গোটা শরীর কালো হয়ে ৩য় তলা থেকে মাটিতে লুটিয়ে পড়ে।
    ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।