Blog

  • শিশু ও যৌন পাচার প্রতিরোধে সাংবাদিকদের সাথে অপরাজেয় বাংলাদেশের সভা

    শিশু ও যৌন পাচার প্রতিরোধে সাংবাদিকদের সাথে অপরাজেয় বাংলাদেশের সভা

    খোরশেদ আলমঃ

    শিশু ও যৌন পাচার প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে সভা করেছে অপরাজেয় বাংলাদেশ জামালপুর শাখা। এ উপলক্ষে শহরের শাহপুরস্থ গোরস্থান মোড় এলাকায় অপরাজেয় বাংলাদেশ জামালপুর শাখা কার্যালয়ে শনিবার বেলা চারটার দিকে সভার আয়োজন করা হয়। সভায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মোস্তফা মনজু, মো: জাহাঙ্গীর সেলিম, সুলতান আলম, মঞ্জুরুল হক, মো: খোরশেদ আলম ও মাহমুদুল হাসান মুক্তা, মো: শাকিল আহমেদ প্রমুখ।

    এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন,অপরাজেয় বাংলাদেশ জামালপুর সেন্টারের ম্যানেজার মো: আশরাফুল ইসলাম,সমাজ কর্মী আব্দুল মোতালেব বাদল, সমাজ কর্মী আফিয়া আফসানা, কাউন্সিলর অব ম্যানেজমেন্টের মোসলিমা জান্নাত মিলি ও শিক্ষক মনিজা খাতুন। চাইল্ড সেক্স ট্রাফিকিং শিশু যৌন পাচার প্রতিরোধ প্রকল্প ইউএসের ফ্রিডম ফান্ডের অর্থায়নে আয়োজিত সভার বক্তব্য উপস্থাপনে সেন্টার ম্যানেজার আশরাফুল ইসলাম এ প্রকল্পের আওতায় ১৮ বছরের নিচে বয়সী শিশুদের কেউ যদি নির্যাতনের শিকার হয়, তাহলে সঙ্গে সঙ্গে এই অপরাজেয় বাংলাদেশে সেন্টারের দায়িত্ব প্রাপ্তদের অবহিত করার কথা বলেন। এ ছাড়া তিনি রানীগঞ্জ পতিতা পল্লীর যে সকল পতিতা ৫০ বছরের উর্ধ্ব রয়েছে তাদেরকে এ প্রকল্পের মাধ্যমে কর্ম সংস্থান সৃষ্টি করে দেয়ার কথা বলেন। পরে সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা জামালপুর কার্যালয়ের পক্ষ থেকে ২৪০ পিস স্যানোরা প্যাড দেওয়া হয় অপরাজেয় বাংলাদেশ জামালপুরকে।

  • মহানবী (সা:)কে অবমাননার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    মহানবী (সা:)কে অবমাননার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধিঃ

    ভারতের মহারাষ্ট্রে হিন্দু পণ্ডিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে অবমাননা কর বক্তব্য প্রদান ও বিজেপি বিধায়ক নিতেশ রানা সেই অবমাননাকে সমর্থন করায় তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
    (শুক্রবার)বাদ জুমা ফুলবাড়ী নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ফুলবাড়ী তৌহিদি জনতার ব্যানারে,
    ফুলবাড়ীর আপামর তৌহিদী জনতার একটি বিশাল মিছিল বের হয়।মিছিলটি ফুলবাড়ী শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মসজিদের সামনে এসে জমায়েত হয়।
    মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সাংবাদিক আলামিন বিন আমজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহাদাত উল্লাহ, কানাহার মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু মুসা মোহাম্মদ, শিক্ষা সচিব মুফতি নাজিবুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন, বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা আবু বক্কর সিদ্দিক।বক্তারা জানান,পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ(সাঃ) কে যারা অবমাননা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।অন্যথায় যেভাবে ভারতের মুসলিমরা বোম্বাই অভিমুখে লংমার্চ করেছে ঠিক অনুরূপভাবে পুরো বিশ্বের মুসলমানরা ভারত অভিমুখী লংমার্চ করবে ইনশাআল্লাহ।

  • ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) মহোদয় কর্তৃক শেরপুর সদর কোর্ট বার্ষিক পরিদর্শন সম্পন্ন

    ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) মহোদয় কর্তৃক শেরপুর সদর কোর্ট বার্ষিক পরিদর্শন সম্পন্ন

     

     খোরশেদ আলমঃ

    শেরপুর সদর কোর্ট বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরিফুর রহমান বিপিএম।

    বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১৩ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরে উপস্থিত হলে অতিরিক্ত ডিআইজি মহোদয়কে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

    এরপর অতিরিক্ত ডিআইজি মহোদয় ক্রমান্বয়ে কোর্টের অফিস কক্ষ, মালখানায় জব্দকৃত আলামত সরজমিনে পরিদর্শন করে আলামত যথাযথ ভাবে সংরক্ষণ করার নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে সদর কোর্টের বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন ও করণীয় সংক্রান্তে পরামর্শ প্রদান করেন।

    পরিদর্শনকালে কোর্টে কর্মরত সকল অফিসার-ফোর্সের কর্মপরিবেশ ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তিনি বিচারিক আদালতের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা ও দৈনন্দিন কার্যক্রমে সকলকে পেশাদারিত্বের সহিত কাজ করার আহ্বান জানান।

    এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, কোর্ট ইন্সপেক্টর মোঃ জিয়াউর রহমান, পুলিশ পরিদর্শক খন্দকার মোঃ শহীদুল হক-সহ কোর্টে কর্মরত বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলার প্রতিনিধিদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলার প্রতিনিধিদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

    খোরশেদ আলম

    বুধবার (২৫ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলার সদস্যদের সাথে নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মতবিনিময় সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণ করেন এবং তাদের স্বপ্নের বৈষম্যবিরোধী দেশ গঠনে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান জানান এবং জেলা পুলিশ জামালপুর পেশাদারিত্বের সাথে সকল স্তরের জনগনের সহযোগিতা নিয়ে জামালপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সকল অপরাধ দমনসহ জনবান্ধব পুলিশিং এর আশাবাদ ব্যক্ত করেন।

    সভায় আগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা সমন্বয়ক ও সদস্যগণ পুলিশ সুপার মহোদয়কে সমসাময়িক বিভিন্ন আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড, অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট, মাদকসহ অন্যান্য বিষয়ে অবগত করেন।

    এসময় পুলিশ সুপার মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তিনি বলেন- ‘জামালপুর জেলা পুলিশ যে কোন পরিস্থিতিতে জনগণের পাশে আছে। কোথাও কোন অনিয়ম বা অপকর্ম হতে দেখলে তাৎক্ষণিক জেলা পুলিশকে তথ্য দিয়ে দিয়ে সহায়তা করুন। আমাদের কোন ভুল হলে সেটা আমাদের ধরিয়ে দিন। পুলিশ কর্তৃক কোথায় কেউ হয়রানির স্বীকার হলে আমাদের জানান। ’

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সোহেল মাহমুদ পিপিএম সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্যগণ।

  • স্বপদে বহাল ১২নং মিলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান সরকার

    স্বপদে বহাল ১২নং মিলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান সরকার

    মোঃ সুজা উদ্দিন

    স্বপদে বহাল হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার ১২নং মিলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ  আতিয়ার রহমান সরকার।
    বুধবার, (২৫ সেপ্টেম্বর, ২০২৪) বিষয়টি নিশ্চিত করেন ১২নং মিলনপুর ইউনিয়ন পরিষদের সচিব ও স্থানীয় লোকজন।
    এ বিষয়ে চেয়ারম্যান বলেন, গত (২২/০৯/২০২৪ইং) তারিখে চাল বিতরণে অভিযোগ এনে আমাকে জোর পূর্বক পদত্যাগ করানো হয়েছে।
    এবিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একটি অভিযোগ পত্র দেই।
    আমার বিষয়ে চাল বিতরণে আনীত অভিযোগ অসত্য প্রমাণিত হওয়ায় আমি আজ বুধবার, (২৫ সেপ্টেম্বর, ২০২৪), আমার অফিসে এসে আসন গ্রহন করি এবং কর্মকর্তা-কর্মচারী, জামাত-বিএনপির ইউনিয়ন প্রতিনিধি  নিয়ে চাল বিতরণের কার্যক্রম শুরু করি।

  • জামালপুর জেলা পুলিশ কর্তৃক শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সহিত নিরাপত্তা সংক্রান্ত পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    জামালপুর জেলা পুলিশ কর্তৃক শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সহিত নিরাপত্তা সংক্রান্ত পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

     

    খোরশেদ আলম

    মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ৩.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসব মুখর পরিবেশ ও নির্বিঘ্নে উদযাপনের নিমিত্তে জামালপুর জেলার পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সহিত আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত পূর্ব প্রস্তুতিমূলক সভা করেন জামালপুর জেলার নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।

    সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব সোহেল মাহমুদ পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জামালপুর জেলার প্রত্যেক থানার পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ ও জেলা পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরায় সাড়ে ৮ বছর আগে কবর দেওয়া ব্যক্তির মরদেহ আজও অক্ষত!

    সাতক্ষীরায় সাড়ে ৮ বছর আগে কবর দেওয়া ব্যক্তির মরদেহ আজও অক্ষত!

    নাগরিক কথা ডেস্কঃ

    সাতক্ষীরার শ্যামনগরে মসজিদ সংস্কারের জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে এলো সাড়ে ৮ বছর আগে কবর দেওয়া এক ব্যক্তির অক্ষত মরদেহ। সোমবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ ছোটকুপট মসজিদ প্রাঙ্গণে এই খনন কাজ চলছিল।
    ওই ব্যক্তির নাম আব্দুল গণি মিয়া। তিনি ওই গ্রামের মরহুম শামসুদ্দিন গাজীর ছেলে।
    আব্দুল গনির ছেলে আবু সুফিয়ান বলেন, ২০১৬ সালের ৭ মার্চ আমার বাবা মারা যান। সেসময় মসজিদের পাশেই বাবাকে দাফন করা হয়। কিছুদিন আগে মসজিদটি সংস্কার করার জন্য মসজিদের পাশে থাকা বাবার কবরসহ আরও একটি কবর স্থানান্তরের প্রস্তাব দেয় মসজিদ কমিটি। তাতে আমরা রাজি হয়ে সোমবার সকালে কবর স্থানান্তরের জন্য খোড়া শুরু হয়। এসময় বাবার কবরের ভেতরে তার মরদেহটি অক্ষত পাওয়া যায়। পরে স্থানীয় আলেমদের সঙ্গে পরামর্শ করে নতুন করে কবর খুঁড়ে জানাজা ছাড়াই দাফন করা হয়েছে।তাঁর পিতা আব্দুল গনি ইসলামী অনুশাসন মেনে চলতেন বলে জানান তিনি।
    হাম্মাদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাউসুফ সিদ্দিকী বলেন, অক্ষত মরদেহ পাওয়ার বিষয়ে অনেক খবর আমরা পাই। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, ‘যারা আল্লাহর রাস্তায় মারা যায়, তাদেরকে তোমরা মৃত বলো না। বরং তারা জীবিত এবং কবরে আল্লাহ তাদের রিজিক দেন।’ তাই এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয়।

  • জামালপুরে নবাগত জেলা পুলিশ সুপার এর সাথে ফুলেল শুভেচছা মতবিনিময় করেন ই-প্রেস ক্লাব এর নেতৃবৃন্দ

    জামালপুরে নবাগত জেলা পুলিশ সুপার এর সাথে ফুলেল শুভেচছা মতবিনিময় করেন ই-প্রেস ক্লাব এর নেতৃবৃন্দ

    খোরশেদ আলম 

    সোমবার (২৩ সেপ্টেম্বর-২৪) বিকেলে জামালপুর জেলা পুলিশ সুপার এর হল রুমে নবাগত জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম -সেবা) এর সাথে ফুলেল শুভেচছা ও মতবিনিময় করেন আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব- এর নেতৃবৃন্দ।

    আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন “ই-প্রেস ক্লাব” জামালপুর জেলা শাখার সভাপতি, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত পর্যটন ভিত্তিক একমাত্র গণমাধ্যম “বাংলাদেশ ট্যুরিস্ট নিউজ এজেন্সি (বাংলাদেশ পর্যটন সংবাদ সংস্থা) ‘র নির্বাহী সম্পাদক ডা. মো: শফিকুল ইসলাম আজাদ খান।

    জামালপুর জেলার নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

    তিনি পাবনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান। বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করে কাজের স্বীকৃতি স্বরূপ পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন। জামালপুর জেলায় যোগদানের পূর্বে তিনি পুলিশ সুপার বিশেষ শাখা (এসবি) ঢাকায় কর্মরত ছিলেন।

    আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব এর নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশ সুপার এর মত বিনিময়ে জামালপুর জেলার সার্বিক বিষয়ে আলোচনা হয়। নবাগত জামালপুর জেলা পুলিশ সুপার এর সাথে ফুলেল শুভেচছা মতবিনিময় করেন ই-প্রেস ক্লাব এর নেতৃবৃন্দ- সোমবার (২৩ সেপ্টেম্বর-২৪) বিকেলে জামালপুর জেলা পুলিশ সুপার এর হল রুমে নবাগত জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম -সেবা) এর সাথে ফুলেল শুভেচছা ও মতবিনিময় করেন আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব- এর নেতৃবৃন্দ।

    এসময় আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন  ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, কোষাধ্যক্ষ শারমিন আক্তার,
    তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও মানবাধিকার কর্মী মোঃ মনোয়ার হোসেন মুক্তা, দপ্তর সম্পাদক মো: আহসান হাবীব(সুমন), যুগ্ম সম্পাদক মোঃ মোসতোজা বিল্লাহ্ শিবলু প্রমুখ।

    আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব এর নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশ সুপার এর মত বিনিময়ে জামালপুর জেলার সার্বিক বিষয়ে আলোচনা হয়।

  • জামালপুরের জেলা প্রশাসক এর সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

    জামালপুরের জেলা প্রশাসক এর সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

     

    নিজস্ব প্রতিবেদকঃ

    রবিবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে জামালপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম মহোদয় এঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জামালপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার সৈয়দ রফিফুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।

    সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক মহোদয় জামালপুর জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

    এসময় নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।

    এসময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • শ্রদ্ধা ও ভালোবাসায় জামালপুর জেলার এসপি মোঃ কামরুজ্জামান বিপিএম ও পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

    শ্রদ্ধা ও ভালোবাসায় জামালপুর জেলার এসপি মোঃ কামরুজ্জামান বিপিএম ও পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

    খোরশেদ আলমঃ

    ‘দীপ চলে যায়, শিখা রয়ে যায়’
    সততা, নিষ্ঠা ও কর্মতৎপরতার কারণে জামালপুর জেলার সব মহলে সমাদৃত জনবান্ধব পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের কর্মজীবনের বিভিন্ন কর্মকাণ্ড ও  ব্যক্তিগত জীবনের ভূয়সী প্রশংসা করে স্মৃতিচারণ করেন।

    স্মৃতিচারণ বক্তব্যে জামালপুর জেলায় কর্মকালীন সময়ে পুলিশ সুপার মহোদয়ের বিভিন্ন জনকল্যাণমূলক কাজ পুলিশি সেবার মান উন্নয়ন ও পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেন এবং পুলিশ সুপার মহোদয় একজন দক্ষ সৎ, কর্মোদ্যমী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে সকলের বক্তব্যে আলোচিত হন। উপস্থিত সকলে বিদায়ী অতিথি ও তার পরিবারের সদস্যদের উত্তরোত্তর সার্বিক সাফল্য কামনা করেন।

    পরে জামালপুর জেলা পুলিশের পক্ষে বিদায়ী সম্মানিত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম ও পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক, উপহার সামগ্রী প্রদান করা হয়।

    পুলিশ সুপার মহোদয় জামালপুর জেলায় তাঁর কর্মকালীন সময়ের স্মৃতি চারণ ও সুশৃঙ্খল পুলিশ বাহিনীর সদস্য হিসেবে জনগণের সেবায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান-সহ বিভিন্ন বিষয়ে উপস্থিত অফিসার ও ফোর্সদের দিকনির্দেশনা প্রদান করে কর্মজীবনে সকলের সুখ-সমৃদ্ধি কামনা করেন।

    এর আগে বিদায় উপলক্ষে জামালপুর জেলা পুলিশের চৌকস পুলিশ দল বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে পুলিশ লাইন্সে গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় সকল সহকর্মীর সাথে কুশল বিনিময় করেন।

    এসময় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহরাব হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সুমন কান্তি চৌধুরী; সহকারি পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) অভিজিৎ দাস সহ সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।