Blog

  • নাবালক ফুটবলারকে নিয়ে বিধিনিষেধের বেড়াজালে স্পেন

    নাবালক ফুটবলারকে নিয়ে বিধিনিষেধের বেড়াজালে স্পেন

    চলমান ইউরোতে স্পেনের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে সবাইকে মুগ্ধ করেছেন লামিনে ইয়ামাল। মাত্র ১৬ বছর বয়সে ইউরোর এক আসরে চতুর্থ স্প্যানিশ ফুটবলার হিসেবে সর্বোচ্চ তিনটি অ্যাসিস্টের কীর্তি গড়ে নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। এর আগে ২০২১ সালে দানি ওলমো, ২০১২ সালে ডেভিড সিলভা ও ২০০৮ সালে সেস ফাব্রেগাস গড়েছিলেন এই কীর্তি।

    ১৯৯৬ সালের পর ইউরো বা বিশ্বকাপের এক আসরে তিন বা তার বেশি গোলে সহায়তা করা প্রথম টিনএজার ইয়ামাল। ২০০৪ সালের ইউরোতে টিনএজার হিসেবে দুই গোলে সহায়তাকারী রোনালদোকেও ছাড়িয়ে গেছেন স্প্যানিশ এই স্ট্রাইকার।

    রেকর্ড ভাঙা–গড়ায় ব্যস্ত স্পেনের এই ক্ষুদে ফুটবল জাদুকর এবারের ইউরোতে অভিষেকের পর থেকেই কোনো ম্যাচে পুরো সময় মাঠে খেলতে পারেননি। তার এই না খেলতে পারার পেছনের কারণটা একটু অদ্ভুতই বটে। জার্মানির শিশুশ্রম আইনে পুরো সময় দলকে সার্ভিস দিতে পারছেন না এই তরুণতুর্কী।

    জার্মানির শিশুশ্রম আইন অনুযায়ী, নাবালকদের স্থানীয় সময় রাত ৮টার পরে কাজ করানো বেআইনি। তবে খেলোয়াড়দের ক্ষেত্রে সময়সীমা রাত ১১টা পর্যন্ত।

    জার্মানিতে ইউরোর খেলা শুরু হচ্ছে স্থানীয় সময় রাত ৯টায়। যা শেষ হতে ১১টা পেরিয়ে যাচ্ছে। আইন অনুযায়ী, তাই ইয়ামালকে প্রতিটি ম্যাচেই তুলে নিতে বাধ্য হয়েছেন স্প্যানিশ কোচ ফুয়েন্তে। কেননা, শিশুশ্রম আইন অমান্য করলে এক ম্যাচের জন্য ৩০ হাজার পাউন্ড ফাইন দিতে হবে স্পেনের ফুটবল সংস্থাকে।

    তবে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ে আইনের কথা না ভেবে ইয়ামালকে পুরোটা সময় মাঠে রাখতে চান স্প্যানিশ কোচ লা ফুয়েন্তে।

     

  • এবার দুই চ্যাম্পিয়নের ফাইনালে ওঠার লড়াই!

    এবার দুই চ্যাম্পিয়নের ফাইনালে ওঠার লড়াই!

    ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (৯ জুলাই) ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। মিউনিখের ফুটবল অ্যারেনায় সাবেক দুই চ্যাম্পিয়নের খেলা শুরু হবে রাত একটায়।

    ইউরোর ইতিহাসে টানা ছয় জয়ের কীর্তি নেই কোনো দলের। টানা পাঁচ ম্যাচ জিতে, সে রেকর্ডে নজর দিয়েছে স্পেন। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে হারিয়ে, সে যোগ্যতার প্রমাণও দিয়েছে লা রোজারা।

    ফিনিশিং দক্ষতা বাড়াতে বল দখলের ঐতিহ্যকে কুরবানি করেছে, দে লা ফুয়েন্তের স্পেন। টুর্নামেন্টে ১১ গোল তার সফলতার সাক্ষীও দিচ্ছে। রক্ষণভাগেও দৃঢ়তা বেড়েছে লা রোজাদের। ইয়ামাল ও নিকো উইংয়ে যোগ করেছে নতুন ধার। মোরাতার নিষ্প্রভতাকে ঢেকে দিয়েছে, দানি ওলমো ও ফাবিয়ান রুইজের গোল দক্ষতা।

    ইনজুরির কারণে এ ম্যাচে মিডফিল্ডার পেদ্রি ও নিষেধাজ্ঞার জন্য ডিফেন্ডার কারভাহালকে পাচ্ছেন না, স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। একাদশে তাই দেখা যাবে বেশ কয়েকটি পরিবর্তন।

    ইউরোর ইতিহাসে টানা ছয় জয়ের কীর্তি নেই কোনো দলের। টানা পাঁচ ম্যাচ জিতে, সে রেকর্ডে নজর দিয়েছে স্পেন। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে হারিয়ে, সে যোগ্যতার প্রমাণও দিয়েছে লা রোজারা।

    ফিনিশিং দক্ষতা বাড়াতে বল দখলের ঐতিহ্যকে কুরবানি করেছে, দে লা ফুয়েন্তের স্পেন। টুর্নামেন্টে ১১ গোল তার সফলতার সাক্ষীও দিচ্ছে। রক্ষণভাগেও দৃঢ়তা বেড়েছে লা রোজাদের। ইয়ামাল ও নিকো উইংয়ে যোগ করেছে নতুন ধার। মোরাতার নিষ্প্রভতাকে ঢেকে দিয়েছে, দানি ওলমো ও ফাবিয়ান রুইজের গোল দক্ষতা।

    ইনজুরির কারণে এ ম্যাচে মিডফিল্ডার পেদ্রি ও নিষেধাজ্ঞার জন্য ডিফেন্ডার কারভাহালকে পাচ্ছেন না, স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। একাদশে তাই দেখা যাবে বেশ কয়েকটি পরিবর্তন।

  • রংপুরে দেশের প্রথম চালু হতে যাচ্ছে রোবটিক সার্জারি

    রংপুরে দেশের প্রথম চালু হতে যাচ্ছে রোবটিক সার্জারি

    নিউজ ডেস্কঃ

    রংপুরে দেশের প্রথম চালু হতে যাচ্ছে রোবটিক সার্জারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এ অপারেশন করা হবে। সার্বিক প্রস্তুতি নিতে আগামী ৫ জুলাই নগরের আরডিআরএস ভবনে এ-সংক্রান্ত প্রথম সেমিনার হবে, যেখানে রোবটিক সার্জন ডা. সুধীর শ্রীবাস্তব উপস্থিত থাকবেন।

    গতকাল রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ও সার্জন ডা. জাবেদ আক্তার।তিনি জানান, রোবোটিক সার্জারি বিশ্বে শুরু হয়েছিল ২০০০ সালে।

    বাংলাদেশের একমাত্র রোবোটিক সার্জারিতে ইউনিভার্সিটি ফেলোশিপ করা সার্জন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপানে প্রায় ৯৩ শতাংশ রোবটিক সার্জারি হয়। ভারতেও এ পদ্ধতিতে সার্জারি হয় মাত্র ১ শতাংশ, নেপালেও শুরু হয়েছে। তবে বাংলাদেশে এখনো শুরু হয়নি। সাধারণ অপারেশন ছাড়া আরেকটি পদ্ধতি হলো ছিদ্র বা ফুটা করা। যাকে বলা হয় ল্যাপারোস্কোপি, যা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হয়েছে। এর মাধ্যমে বেশিরভাগ অপারেশন করা হলেও বড় বড় সার্জারির ক্ষেত্রে এটিতে সম্ভব হয় না।

    এর মাধ্যমে সার্জনদের নানা সমস্যা হয়। তবে রোবটিক সার্জারিতে সেই সীমাবদ্ধতা আর থাকে না। কারণ এর মাধ্যমে হাতের মতো ইনস্ট্রুমেন্ট ৭ ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়। পাশাপাশি অপারেশনের স্থান ভালো ও স্পষ্ট করে দেখার জন্য উচ্চক্ষমতা সম্পন্ন থ্রিডি ক্যামেরা ব্যবহার করা হয়।তিনি বলেন, জটিল ও সংকীর্ণ স্থানে ওপেন এবং ল্যাপারোস্কোপি সার্জারি করা সমস্যাজনক হলেও সেখানে রোবটিক অপারেশন সুবিধাজনক। এতে জটিলতা ও সংক্রমণের হার কম। দেশে এই অপারেশন শুরু হলে অনেকটা স্বস্তি পাবে রোগীরা।

    এতে কম রক্তপাত হয়। যাতে সার্জন দূরে বসে অপারেশনও করতে পারে। আগামী ছয় মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম চালু হবে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে।ডা. জাবেদ আক্তার বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতে অনেক উন্নতি হয়েছে। তবে দেশে এখন পর্যন্ত মেডিকেল রোবট নেই। এ ক্ষেত্রে সরকারের বিশেষভাবে সহযোগিতা প্রয়োজন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক হৃদয় রঞ্জন রায়, আয়েশা নাসরিন সুরভী, ডা. আহসানুর রহমান, মিজানুর রহমান প্রমুখ।

     

  • কোটা প্রথা সম্পূর্ণ সংবিধানবিরোধী: জি এম কাদের

    কোটা প্রথা সম্পূর্ণ সংবিধানবিরোধী: জি এম কাদের

    সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে চলমান কোটা প্রথা সম্পূর্ণ সংবিধানবিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের।

    শনিবার (৬ জুলাই) বিকেলে গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় সাগর-সৈকত কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন তিনি।

    জি এম কাদের বলেন, ‘আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করি। কিন্তু তাদের ছেলেপেলে, তাদের পরের প্রজন্ম কোটা প্রথার বিষয়ে খুব একটা নীতির মধ্যে আসে না। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এটা বাধা হতে পারে। কোটা প্রথা সম্পূর্ণ সংবিধানবিরোধী। সংবিধান অনুযায়ী, এ কোটা প্রথা বৈধ করার কোনো উপায় নেই।’

    নেতাকর্মীদের জি এম কাদের বলেন, ‘দেশের বর্তমান অবস্থা ভালো নয়, সাধারণ মানুষ অনেক কষ্টে জীবন যাপন করছেন। জিনিসপত্রের দাম বাড়ছে, অথচ মানুষের আয় বাড়ছে না। জিনিসপত্রের দাম বাড়ছে, মজুরির দাম কমছে। ডলারের সঙ্গে আমাদেরও টাকার মানের অবমূল্যায়ন হচ্ছে। খালি কর্মিবাহিনী জোগালেই সংগঠন শক্তিশালী হবে না। সংগঠনকে শক্তিশালী করতে হলে আমাদের রাজনীতি দিতে হবে। জনগণ যে রাজনীতি চায়, তাদের সেই রাজনীতি দিতে হবে। রাজনীতি করতে হলে কষ্ট করতে হয়, কষ্টের জন্য প্রস্তুত থাকতে হয়। যেকোনো সময় যেকোনো বিপদে দাঁড়াতে হবে। তাহলেই সংগঠন এগিয়ে যাবে।’

    জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক।

    সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সিনিয়র যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ, ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম, গাজীপুর মহানগর কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমুখ। সভাটি পরিচালনা করেন গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্যসচিব কামরুজ্জামান মণ্ডল।

    সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়াকে জেলা জাপার সভাপতি এবং মো. কামরুজ্জামান মণ্ডলকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তাদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রতিবেদন জমা দিতে বলেন দলের চেয়ারম্যান কাদের।

     

  • চার মহানগরে বিএনপির নতুন কমিটি

    চার মহানগরে বিএনপির নতুন কমিটি

    ঢাকা উত্তর ও দক্ষিণসহ চারটি মহানগরে নতুন কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অন্য দুটি কমিটি হলো চট্টগ্রাম ও বরিশাল মহানগর।

    রোববার (৭ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    ঢাকা মহানগর উত্তরে জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্যসচিব করে দুই সদস্যের আংশিক কমিটি গঠিত হয়েছে।

    ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহ্বায়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করে দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

    চট্টগ্রাম মহানগরে বিএনপি নেতা এরশাদুল্লাহকে আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা নাজিমুর রহমানকে সদস্য সচিব করে দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

    বরিশাল মহানগরে বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে সদস্যসচিব ও সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিনকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করে তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

    এর আগে গত ‌১৪ জুন ঢাকা মহানগর উত্তর, দক্ষিণসহ, চট্টগ্রাম ও বরিশাল মহানগরের কমিটি বিলুপ্ত করা হয়। একইদিন বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়।

    ২০২১ সালের ২ আগস্ট বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে আহ্বায়ক এবং রফিকুল আলম মজনুকে সদস্যসচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছিল।

    ২০২১ সালের ৩ নভেম্বর মনিরুজ্জামান ফারুককে আহ্বায়ক এবং আলী হায়দার বাবুলকে সদস্যসচিব করে বরিশাল মহানগর বিএনপি এবং ২০২০ সালের ২৩ ডিসেম্বর ডা. শাহাদাৎ হোসেনকে আহ্বায়ক এবং আবুল হাশেম বকরকে সদস্যসচিব করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়েছিল।

     

  • কোটা ও শিক্ষকদের আন্দোলন পর্যবেক্ষণ করছে সরকার: কাদের

    কোটা ও শিক্ষকদের আন্দোলন পর্যবেক্ষণ করছে সরকার: কাদের

    কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন এবং পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    রোববার (৭ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    কাদের আরও বলেন, কোটা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত দেয়নি, আদালত রায় দিয়েছে। এটা আদালতের এখতিয়ার। তারপরও আমারা বিষয়টি পর্যবেক্ষণ করছি। দুটি আন্দোলনই সময়মতো সমাধান হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

    এ সময় রাজনৈতিক তদবিরে কাউকে বদলি করা যাবে না জানিয়ে তিনি বলেন, আগে বিআরটিএতে প্রচুর লেনদেন হতো। তার বিনিময়ে কর্মকর্তাদের বদলির কাজ চলতো। সেটি অনেকাংশে বন্ধ হয়েছে।

    আওয়ামী লীগের এই নেতা বলেন, মন্ত্রী, সচিব ও কর্মকর্তারা সৎ থাকলে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ থাকবে না। দুর্নীতি এখন বেপরোয়া গতিতে বিস্তার লাভ করছে। কিন্তু অনেক পরে ধরা পড়ে।

    কাদের বলেন, দেশের অর্থনৈতিক সম্পদ মাথায় রেখে সমস্ত প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিতে হবে। আমরা কোনো অবস্থাতেই শ্রীলঙ্কার দৃষ্টান্তের পুনরাবৃত্তি চাই না।

    তিনি বলেন, ভালো কাজের যেমন পুরস্কার, তেমনি খারাপ কাজের জন্যও নিন্দা শাস্তির ব্যবস্থা থাকা দরকার।

    পদ্মা সেতু প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পদ্মা সেতুতে এক হাজার ৮৩৫ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। মেঘনা গোমতীসহ তিন সেতুতে এক হাজার ১০০ কোটি টাকা সেভ করা হয়েছে। সরকার মেগা দুর্নীতি করে না, মেগা সেভ করে।

     

     

  • ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক হিসেবে কাজ করছে: রিজভী

    ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক হিসেবে কাজ করছে: রিজভী

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের জন্যই ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক হিসেবে কাজ করছে।

    রোববার (৭ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্টের ঢাকা মহানগরীর সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    রিজভী বলেন, লুটপাট আর টাকা পাচারের সংস্কৃতি শুরু করেছে আওয়ামী লীগ। শুধু বেনজীর আর আজিজ নয় আরও শত শত রাঘব বোয়াল হয়েছে। শুধু মাত্র সরকারের আশ্রয়ে এসব করেছেন তারা।

    তিনি বলেন, গোটা জাতিকে আজ বিভক্ত করা হয়েছে। লুটপাট, কালোটাকা, জমি দখলের মানসিকতার দল আওয়ামী লীগ।

    তিনি আরও বলেন, ভারত আওয়ামী সরকারের অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি সমর্থন করে। দেশের জমিদারতন্ত্র চালু করেছে সরকার। ক্ষমতাসীনদের হাতে দেশের কেউই নিরাপদ নয়।

     

  • বিনিয়োগকারিরা আস্থা রাখতে না পারায় ৭ ব্যাংকের শেয়ার দর ১০ টাকারও কম

    বিনিয়োগকারিরা আস্থা রাখতে না পারায় ৭ ব্যাংকের শেয়ার দর ১০ টাকারও কম

    পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, আস্থার সংকটের কারণে ব্যাংকগুলো কাক্সিক্ষত ডিপোজিট না পাওয়ায় এ সঙ্কট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার তীব্র সঙ্কট, কম ঋণ আদায়, তারল্য সঙ্কট, মাত্রাতিরিক্ত খেলাপি ঋণ, মূলধন ও প্রভিশন ঘাটতিসহ নানা সমস্যায় জর্জরিত এই ব্যাংকগুলো। (আমার সংবাদ ০৩-০৭-২০২৪)

    এই সাতটি ব্যাংক হলো আইসিবি ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ওয়ান ব্যাংক, এনআরবিসি ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক।

    ঢাকা স্টক একচেঞ্জের সর্বশেষ লেনদেনের হিসেবে, মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার দর এখন ৯ টাকা ৮০ পয়সা, এনআরবিসি’র ৯ টাকা ৯০ পয়সা, এবি ব্যাংক ৬ টাকা ৬০ পয়সা, গ্লোবাল ইসলামী ব্যাংক ৬টাকা ৫০ পয়সা, আইসিবি ইসলামী ব্যাংক মাত্র ৩ টাকা ৩০ পয়সা, ওয়ান ব্যাংক ৬ টাকা ৪০ পয়সা ও ইউনিয়ন ব্যাংক ৭ টাকা।

    এদিকে চরম দুরাবস্থায় থাকা কিছু ব্যাংক নানাভাবে তাদেন ক্রেডিট রেটিং ‘এ প্লাস’ দাবি করে প্রচারণা চালায়। এতে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়। ক্রেডিট রেটিং হলো কোনো ব্যাংকের আর্থিক সক্ষমতা বা ঋণ নিলে ঠিক সময়ে পরিশোধ করার ক্ষমতা কতটা আছে সেটার মানদণ্ড। (সময়ের আলো ০২-০৭-২০২৪)

    শেয়ার বাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, কিছু লোকাল কোম্পানি এই ক্রেডিট রেটিং করে থাকে। অনেক সময় এসব রেটিংয়ের মান নিয়ে প্রশ্ন ওঠে। ব্যাংকের প্রকৃত চিত্র পেতে হলে ডিপোজিট বেড়েছে কিনা সেটা দেখতে হবে। (রাইজিং বিডি ০৩-০৭-২০২৪)

    এ ব্যাপারে ডিএসই’র পরিচালক শরীফ আনোয়ার বলেন, শুধুমাত্র সাত ব্যাংক নয়, বেশ কিছু কোম্পানির শেয়ারদরই এখন ১০ টাকার নিচে। শেয়ারবাজারের অবস্থা ভালো হলে এগুলোর দর বাড়বে। এক্ষেত্রে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হবে। আর বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দিলে শেয়ারদরও বাড়বে।

  • সবজির বাজারে আগুন কী কিনবো বুঝতে পারছি না

    সবজির বাজারে আগুন কী কিনবো বুঝতে পারছি না

     বাজারে সবজির দাম যেন কমছেই না। সবজির পাশাপাশি চাল, ডাল, ডিম, মাছ, মাংসের দামও বেশি। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্তও সবজির দাম বেড়েছে। ৮০ টাকার নিচে কোন ধরণের সবজি নেই বললেই চলে।

    রোববার (৭ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর টাউনহল, কাটাসুর, হাতিরপুল, রামপুরা, সেগুনবাগিচাসহ বেশ কয়েকটি বাজার ঘুরে, সেখানকার ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারের এ চিত্র পাওয়া গেছে।

    এসময় সবজির দাম বেশি হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতা মতিউর হোসেন। তিনি বলেন, সবজির বাজারে আগুন কী কিনবো বুঝতে পারছি না। সব সবজির দামই বেশি। কী রেখে কী কিনবো, সেটা বুঝতে পারছি না। সব সবজির দামই মোটামুটি ৮০ থেকে ১০০ টাকা।

    কিছুদিন ঝাঁজ ছড়িয়ে সম্প্রতি কমতির পথে থাকলেও ফের বেড়েছে কাঁচা মরিচের দাম। বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। দাম কমেছে লেবুর, মাঝারি আকারের লেবুর হালি ২০ টাকা, বড় আকারের লেবু বিক্রি হচ্ছে ৩০ টাকা হালি দরে।

    কিছুদিন আগেও পেঁপে ১০০ টাকা বিক্রি হলেও ৫০ টাকায় নেমে এসেছে।

    বাজারে ক্রেতা-বিক্রেতাদের থেকে জানা গেছে, কাঁচা কলার হালি ৫০ টাকা, গাজর ১৮০, টমেটো ১৪০ টাকা, শশার কেজি ৬০ টাকা, কচুর লতির কেজি ৬০-৭০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, কাকরোল ৮০ টাকা, পটল ৫০ টাকা, বেগুন ১০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, করলা ১০০ টাকা, কচুরমুখী ৯০ টাকা কেজি। সপ্তাহখানেক আগেও এসব সবজির দাম ছিলো ১০ থেকে ২০ টাকা কম ছিলো।

    বাজারে নতুন আসা শাপলা পাতা বিক্রি হচ্ছে ১৫-৩০ টাকা আটি। পাট শাক ১৫ টাকা, কুমড়ো-লাউ-পুঁই শাক ৩০ টাকা, লাল শাক ১৫ টাকা এবং কচুশাক ২০ টাকা আটি দরে বিক্রি হচ্ছে।

    মাছের বাজারে ঘুরে দেখা গেছে, নিম্নবিত্ত ও মধ্যবিত্তের আমিষের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখা পাঙাশ ২০০ থেকে ২২০ টাকায়, তেলাপিয়া ২৯০ থেকে ৩২০ টাকা, চাষের কই ২৮০ থেকে ৩০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে।

    এছাড়া, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, শিং ৪২০ থেকে ৪৫০ টাকা, কাচকি ৪০০ থেকে ৪২০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, ট্যাংরা ৫৫০ থেকে ৮০০ টাকা, রুই ৩৫০ থেকে ৫০০ টাকা, সিলভার কার্প ২৮০ থেকে ৩২০ টাকা, কাতল ৩৮০ থেকে ৫০০ টাকা, চিংড়ি ৬৮০ থেকে ১০০০ টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে।
    মাংসের বাজারে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকা। খাসির মাংস প্রতি কেজি ১০০০ থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার ১৯০ থেকে ২০০ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে।

  • জুনে মূল্যস্ফীতি কমলেও এখনো ৯.৫ শতাংশের বেশি

    জুনে মূল্যস্ফীতি কমলেও এখনো ৯.৫ শতাংশের বেশি

    বছরের জুনে মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনো দশমিক শতাংশের ওপরে আছে

    আজ রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

    বিবিএসের তথ্য অনুযায়ী, জুনে খাদ্যপণ্যের দাম কমায় মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭২ শতাংশে দাঁড়িয়েছে। মে মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ।

    জুনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশে, যা চলতি অর্থবছরের জন্য সরকারের ৭ দশমিক ৫ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি।

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গত বছর কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েকবার সুদের হার বাড়ালেও এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে ভোক্তা মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে আছে।

    অর্থনীতিবিদরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতিতে আরও কড়াকড়ি আরোপের পরামর্শ দিয়েছেন।

    ২০২২-২৩ অর্থবছরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক শূন্য ২ শতাংশ।

    বিবিএসের তথ্য অনুযায়ী, জুনে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৪২ শতাংশে, যা মে মাসে ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ।

    একই সমেয় খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৫ শতাংশে নেমে এসেছে, যা এক মাস আগে ছিল ৯ দশমিক ১৯ শতাংশ।

    বিবিএসের তথ্য অনুযায়ী, মে মাসের তুলনায় জুনে গ্রামীণ ও শহর উভয় এলাকায় মূল্যস্ফীতি কমেছে।