Blog

  • ত্বকের উজ্জ্বলতা বাড়াবে চালের গুঁড়োর ফেসপ্যাক

    ত্বকের উজ্জ্বলতা বাড়াবে চালের গুঁড়োর ফেসপ্যাক

    সারা বছরই ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকুক তা সবাই চায়। কিন্তু ধুলোবালি, বায়ুদূষণ এবং শারীরিক নানা কারণে ত্বকের উজ্জ্বলভাব ক্রমশ যেন হারিয়ে যেতে থাকে। হারানো উজ্জ্বলতা ফেরাতে অনেকেই বাজারের বিভিন্ন পণ্য ব্যবহার করেন। এমনকি ডাক্তারদের শরণাপন্ন হন। তবে ত্বকের যত্ন নেওয়ার জন্য আজকাল অনেকেই ভরসা রাখেন কোরিয়ান স্কিনকেয়ার রুটিনে। কারণ কোরিয়ান সুন্দরীদের স্কিনকেয়ার রুটিন সাম্প্রতিক সময়ে বেশ ট্রেন্ডিং। কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে জোরকদমে চেষ্টাও চালান অনেকেই। কখনও এই সিরাম ট্রাই করেন তো আবার কখনও মুখে মাখেন অন্য কিছু। এবার এক অদ্ভুত ফেসপ্যাক বেশ ভাইরাল হয়েছে। অনেকেই চালের গুঁড়ো এবং ফ্ল্যাক্স সিডের ফেসপ্যাক বানিয়ে মুখে লাগাচ্ছেন। চলুন এ ফেসপ্যাকের কার্যকারিতা সম্পর্কে জেনে নিই।

    যেভাবে বানাবেন ফেসমাস্কটি

    ফেসপ্যাক বানানোর জন্য আপনার প্রয়োজন দুই চামচ চালের গুঁড়ো, পরিমাণ মতো পানি এবং ফ্ল্যাক্স সিড। এক্ষেত্রে ১ চামচ আস্ত ফ্ল্যাক্সসিড ও ১ চামচ ফ্ল্যাক্সসিড গুঁড়ো ব্যবহার করতে হবে। প্রতিটি উপকরণ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তাহলেই আপনার ফ্ল্যাক্সসিড ফেসমাস্ক তৈরি।

    এটি মুখে লাগানোর পরে আরও ১০ মিনিট অপেক্ষা করে ফেসওয়াশ করে নিন। শেষে টোনার এবং ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না।

    কার্যকারিতা

    ফ্ল্যাক্সসিড এবং চালের গুঁড়োর ফেসপ্যাক লাগালে উজ্জ্বলতা বাড়বে। কিন্তু সেই উজ্জ্বলতা সাময়িক। হয়তো আপনার ত্বক আরও উজ্জ্বল দেখাবে এবং চকচক করবে। কিন্তু তার ফল সুদূরপ্রসারী হবে না। কারণ কিছুক্ষণ পরেই আবার সেই জেল্লা ফিকে হয়ে যাবে। আর ত্বকের সৌন্দর্যও কমতে শুরু করবে।

    উপকার পাবেন যেভাবে

    ফ্ল্যাক্স সিডে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ফাইবার। এগুলো ত্বকের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। এমনকী ত্বকের উজ্জ্বলভাবও অটুট রাখে। কিন্তু এসব উপকার পাওয়ার জন্য নিয়মিত ফ্ল্যাক্স সিড খাওয়া প্রয়োজন। এই বীজ ফেসপ্যাকে মিশিয়ে মুখে লাগালে কোনও উপকারই মেলে না।

    সাময়িক উজ্জ্বলতা বাড়াবে এই উপাদান: চালের গুঁড়ো প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি যদি নিয়মিত চালের গুঁড়ো মুখে লাগান, তাহলে ত্বকের মৃত কোষের স্তর পরিষ্কার হয়ে যায়। ফলে ত্বকের ভিতরে রক্ত সঞ্চালন বাড়ে। অক্সিজেন সরবরাহও পর্যাপ্ত পরিমাণে হয়। তাই সাময়িকভাবে উজ্জ্বল বৃদ্ধি পায়।

    ত্বকের ধরন বোঝা জরুরি: প্রত্যেকের ত্বকের ধরন আলাদা। তাই আপনার ত্বকে কোনও উপাদান কার্যকরী হলে অন্য কারও ত্বকে সেটা নাও হতে পারে। তাই কোনওরকম ঘরোয়া ফেসপ্যাক মুখে লাগানোর আগে সব সময়ে প্যাচ টেস্ট করে নেওয়া জরুরি বলে জানালেন রূপ চিকিৎসকরা। তাহলে আপনার ত্বকও সুরক্ষিত থাকে এবং ত্বকের সৌন্দর্য নিয়ে কোনও চিন্তা ভাবনা করতে হয় না।

    এই টিপস জেনে রাখুন: ফ্ল্যাক্স সিড এবং চালের গুঁড়োর ফেসপ্যাক লাগালে সাময়িক জেল্লা পাবেনই। কিন্তু ত্বকের সামগ্রিক সুস্বাস্থ্য ধরে রাখার জন্য আপনাকে সঠিক স্কিনকেয়ার রুটিন ফলো করতে হবে। একইসঙ্গে স্বাস্থ্যকর জীবনশৈলীও মেনে চলতে হবে। তাহলে আপনার ত্বক ভালো থাকবে এবং উজ্জ্বলও হবে দেখার মতো।

     

  • পুষ্টিগুণে অতুলনীয় জামে রয়েছে যেসব উপকারিতা

    পুষ্টিগুণে অতুলনীয় জামে রয়েছে যেসব উপকারিতা

    গ্রীষ্মের অন্যান্য সুস্বাদু ফলের মতো জামও বেশ জনপ্রিয়। জাম খুব উপকারী ফল। জাম কিন্তু অনেক ধরনের পুষ্টিগুণে ভরা। পুষ্টিগুণে অতুলনীয় এ ফলটিতে আছে ভিটামিন ‘এ’ ও ‘সি’, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, স্যালিসাইলেট, গ্লুকোজ, ডেক্সট্রোজ ও ফুকটোজসহ অসংখ্য উপাদান। টক-মিষ্টি স্বাদের এই ফলের উপকারিতা সম্পর্কে আমাদের বেশিরভাগেরই জানা নেই।

    চলুন জেনে নেওয়া যাক জামের উপকারিতা

    জামে রয়েছে ডায়েটারি ফাইবার, যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে। জার্নাল অব এথনোফার্মাকোলজির একটি গবেষণায় দেখা গেছে, জামে ট্যানিন এবং ফ্ল্যাভোনয়েড রয়েছে যা প্রদাহ কমায় এবং উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।

    রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে সাহায্য করে জাম। ফলটিতে জ্যাম্বোলিন এবং জাম্বোসিনের মতো যৌগ রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা কমাতে পারে। মেডিসিনাল ফুড জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, এই যৌগগুলো স্টার্চকে চিনিতে রূপান্তরকে ধীর করতে সাহায্য করে।

    ভিটামিন ‘সি’, আয়রন এবং অ্যান্থোসায়ানিনের মতো অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস জাম, যা ফলটিকে গাঢ় বেগুনি রঙ দেয়। জার্নাল অব ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।

    গ্রীষ্মের রোদ আমাদের ত্বকে নেতিবাচক প্রভাব ফেলে। তীব্র রোদে ত্বক শুষ্ক হয়ে যায়। জামে থাকা উচ্চমাত্রার ভিটামিন সি এবং অ্যাস্ট্রিনজেন্ট বৈশিষ্ট্য আমাদের ত্বককে পুনরুজ্জীবিত করতে এবং এই সমস্যাগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। আয়ুর্বেদ অ্যান্ড ইন্টিগ্রেটিভ মেডিসিন জার্নালের একটি গবেষণায বলছে, জাম ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করতে সাহায্য করে এবং দাগ কমায়।

    জামে থাকা ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের গবেষণা অনুসারে, এই পুষ্টি উপাদানগুলো শ্বেত রক্ত ​​​​কোষের উৎপাদন বাড়ায়, যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
    যারা বাড়তি ওজন কমাতে চাইছেন তাদের জন্য দুর্দান্ত ফল জাম। ক্যালোরি কম এবং ফাইবার বেশি এতে, যা আমাদের দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে ও সামগ্রিক ক্যালোরি গ্রহণ কমায়। ইন্টারন্যাশনাল জার্নাল অব ফুড সায়েন্সেস অ্যান্ড নিউট্রিশনের একটি গবেষণায় বলা হয়েছে, জামে থাকা ফাইবার শুধু হজমেই সাহায্য করে না, ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।

    জাম আমাদের হার্টের জন্যও উপকারী। এতে রয়েছে পটাসিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। জার্নাল অব কার্ডিওভাসকুলার ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিকসে প্রকাশিত গবেষণা অনুসারে, জামের অ্যান্টিঅক্সিডেন্ট খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, যার ফলে সার্বিক কার্ডিওভাসকুলার স্বাস্থ্য ভালো থাকে।

    গ্রীষ্মের তাপের কারণে ডিহাইড্রেশন হয় এবং শরীরে টক্সিন জমা হয়। জাম প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে। এটিতে উচ্চমাত্রায় পানি রয়েছে এবং মূত্রবর্ধক বৈশিষ্ট্য রয়েছে যা বিষাক্ত পদার্থ বের করে দিতে এবং আমাদের হাইড্রেটেড রাখতে সহায়তা করে। জার্নাল অব ট্র্যাডিশনাল অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিনের একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে যে, জাম লিভার এবং কিডনি পরিষ্কার করতে সাহায্য করে।

    জাম আমাদের দাঁত ও মাড়ি সুস্থ রাখতে সাহায্য করে। জামের অ্যাস্ট্রিঞ্জেন্ট বৈশিষ্ট্য মুখের স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য উপকারী। দ্য জার্নাল অব ন্যাচারাল সায়েন্স, বায়োলজি এবং মেডিসিন বলছে, জামের ব্যাকটেরিয়ারোধী বৈশিষ্ট্য মাড়ির রোগ এবং নিঃশ্বাসের দুর্গন্ধের ঝুঁকি কমাতে সাহায্য করে।

  • পাঞ্জাবি গায়িকাকে অক্ষয়ের ২৫ লাখ রুপি অনুদান

    বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। অভিনয়ের পাশাপাশি মানবিক কাজেও সরব তিনি। তারই ধারাবাহিকতায় এবার পাঞ্জাবি লোকসংগীতশিল্পী ও পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত প্রয়াত গুরমিত বাওয়ার কন্যা গায়িকা গ্লোরির পাশে দাঁড়ালেন এই অভিনেতা। দিলেন ২৫ লাখ রুপি আর্থিক সহায়তা। তবে এটাকে সাহায্য বলতে নারাজ তিনি।

    অক্ষয় বলেন, আমি সোশ্যাল মিডিয়া থেকে বিষয়টি জানতে পেরেছি। দুঃখজনক, গুরমিত বাওয়াজি পাঞ্জাবের গর্ব। তার পরিবারকে আর্থিক সমস্যায় পড়তে দেখে হতাশ হয়েছিলাম। এটি তার মেয়ে গ্লোরি বাওয়ার পাশে দাঁড়ানো ভাই হিসেবে। এটা সাহায্য নয়, একজন পাঞ্জাবি ও শিল্পী হিসেবে আমার দায়িত্ব পালন।

    অক্ষয়ের কাছ থেকে এমন সাহায্য পেয়ে আপ্লুত গ্লোরি।

    তিনি বলেন, আমার কাছে এর অর্থ কী, তা ব্যাখ্যা করার জন্য আমার কাছে শব্দ নেই।

    প্রসঙ্গত, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় আর্থিক সাহায্য চেয়ে পোস্ট দিয়েছিলেন গ্লোরি। এরপরই তার পাশে দাঁড়ালেন অক্ষয়। এর আগেও তিনি করোনা মহামারির সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। উজাড় করে দিয়েছিলেন নিজের ব্যাংক-ব্যালেন্স।

     

  • ‘দাদাগিরি’ থেকে প্রতিদিন যত আয় করেন সৌরভ গাঙ্গুলী

    ‘দাদাগিরি’ থেকে প্রতিদিন যত আয় করেন সৌরভ গাঙ্গুলী

    এক সময়ে ক্রিকেটের মাঠ দাপিয়ে বেড়িয়েছেন সৌরভ গাঙ্গুলী। ক্রিকেটের এই কিংবদন্তি এখন বেশ সরব শোবিজ দুনিয়ায়। খুব অল্প সময়ের মধ্যেই প্রোগ্রাম উপস্থাপনায় নজর কেড়েছেন তিনি। তার সঞ্চালিত ‘দাদাগিরি’ এই সময়ের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো।

    খেলা থেকে অবসর নেওয়ার পর থেকে ‘দাদাগিরি’ সঞ্চালনা করছেন সৌরভ গাঙ্গুলী। ক্যামেরার সামনে বেশ সাবলীল তিনি। ক্রিকেট মাঠ ছেড়ে এসে সময়ের সঙ্গে সঙ্গে শোবইজের মাঠেও নিজেকে প্রমাণ করেছেন ‘দাদা’।

    ‘দাদাগিরি’-তে এক অন্য লুকে নিজেকে মেলে ধরেছেন সৌরভ গাঙ্গুলী। মনভোলানো হাসি আর দুষ্টুমিষ্টি গল্পে সবার নজর কাড়েন তিনি। তবে জানেন কী, এই শো থেকে তার আয় কত?

    ভারতীয় গণমাধ্যম টিভি নাইনের সূত্র অনুযায়ী, ‘দাদাগিরি’ সঞ্চালনা করে প্রত্যেক সপ্তাহে আকাশছোঁয়া পারিশ্রমিক নেন সৌরভ গাঙ্গুলী। প্রতি পর্বে ৫০ লাখ টাকা করে পারিশ্রমিক পান সাবেক এই ক্রিকেট তারকা। এ হিসেবে শুধু ‘দাদাগিরি’ থেকেই মাসে তার আয় দাঁড়ায় ৪ কোটি টাকা।

    প্রসঙ্গত, গত ৮ জুলাই ছিল সৌরভ গাঙ্গুলীর জন্মদিন। ৫২ বছরে পা রাখলেন তিনি। এদিন সকাল থেকেই তারকা থেকে শুরু করে নেটিজেনরা শুভেচ্ছাবার্তার বন্যায় ভাসিয়েছেন প্রিয় দাদাকে।

     

  • যে কারণে কাজের সংখ্যা কম নিহার

    দেশের দুই জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও ইমরান মাহমুদুল। দু’জনাই নিজেদের কাজ দিয়ে শ্রোতাদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন। নতুন খবর হলো, পূর্বের ন্যায় আবারও এই দুই শিল্পী একত্রিত হচ্ছেন গান নিয়ে। সম্প্রতি এমনটাই জানিয়েছেন ইমরান।

    গণমাধ্যমকে তিনি বলেন, স্কুল-কলেজ জীবনে হাবিব ভাইয়ের গান শুনেই সময় কেটেছে আমার। তার গান শুনে ভীষণ আবেগি হয়ে উঠতাম। ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পর হাবিব ভাইয়ের সঙ্গে দেখা হয়, কথা হয়। তিনি আমাকে ভীষণ স্নেহ করেন। আমিও তাকে শ্রদ্ধা করি। একসময় তিনি আমাকে সিনেমাতে প্লেব্যাক করালেন তারই সুরে।

    ইমরান আরও বলেন, হাবিব ভাইয়ের সুর, কণ্ঠ পুরো বিষয়টাই আমার কাছে ভীষণ ম্যাজিক্যাল একটি ব্যাপার বলেই মনে হয়। এর মধ্যে আমরা বেশকিছু কাজ একসঙ্গে করেছি। নতুন কিছু কাজ নিয়েও পরিকল্পনা হচ্ছে। আশা করছি শিগগিরই আমরা নতুন কাজ শুরু করতে পারব, ইনশাআল্লাহ্।

    এর আগে তন্ময় তানসেন পরিচালিত ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’ সিনেমায় ‘রোমিও জুলিয়েট’ গানের মাধ্যমে ইমরান প্রথমবার হাবিব ওয়াহিদের সুরে গান গেয়েছিলেন। এরপর তিনি আরও সাত-আটটি জিঙ্গেলে হাবিবের সুরে কণ্ঠ দেন। আবার হাবিবও কিছুদিন আগে ‘বোকা মন’ শিরোনামে একটি গানে ইমরানের সুরে গেয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার নতুন কাজের পরিকল্পনা করছেন তারা।

    হালের তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা। সাবলীল অভিনয় দিয়ে ঠাঁই করে নিয়েছেন দর্শক হৃদয়ে। সম্প্রতি এই অভিনেত্রী কাজসহ নানান বিষয় নিয়ে মুখোমুখি হন গণমাধ্যমের।

    এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন আমার শেখার সময়। তাই একটু বেছে কাজ করি, যাতে শেখার সময়টা পাই। যদি বেশি কাজ করি তাহলে তো কাজের প্রস্তুতি নিতে সময় পাব না। এ কারণেই আমার কাজের সংখ্যা কম।

    নিহা আরও বলেন, ঈদুল আজহায় আমার তিনটি নাটক আসার কথা ছিল। কোনো কারণে একটি আসেনি। ‘লাভ রেইন’ মুক্তি পেয়েছে। আরেকটা কিছুদিনের মধ্যেই আসবে।

    সাক্ষাৎকারে অভিনেত্রীর বাস্তবজীবনের প্রেম নিয়ে প্রশ্ন করা হয়।

    জবাবে তিনি বলেন, আমার জীবনে প্রেম-ভালোবাসা বলতে আমার পরিবার। বাবা মা, ছোটবোন এবং আমার কাজ।

    প্রসঙ্গত, বর্তমানে পরিবারকে সময় দিচ্ছেন নিহা। অবসর কাটিয়ে শিগগিরই ফিরবেন কাজে। নতুন কোনো গল্পে, নতুন কোনো নায়কের নায়িকা হয়ে।

     

  • আবারও একসঙ্গে হাবিব-ইমরান

    আবারও একসঙ্গে হাবিব-ইমরান

    দেশের দুই জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও ইমরান মাহমুদুল। দু’জনাই নিজেদের কাজ দিয়ে শ্রোতাদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন। নতুন খবর হলো, পূর্বের ন্যায় আবারও এই দুই শিল্পী একত্রিত হচ্ছেন গান নিয়ে। সম্প্রতি এমনটাই জানিয়েছেন ইমরান।

    গণমাধ্যমকে তিনি বলেন, স্কুল-কলেজ জীবনে হাবিব ভাইয়ের গান শুনেই সময় কেটেছে আমার। তার গান শুনে ভীষণ আবেগি হয়ে উঠতাম। ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পর হাবিব ভাইয়ের সঙ্গে দেখা হয়, কথা হয়। তিনি আমাকে ভীষণ স্নেহ করেন। আমিও তাকে শ্রদ্ধা করি। একসময় তিনি আমাকে সিনেমাতে প্লেব্যাক করালেন তারই সুরে।

    ইমরান আরও বলেন, হাবিব ভাইয়ের সুর, কণ্ঠ পুরো বিষয়টাই আমার কাছে ভীষণ ম্যাজিক্যাল একটি ব্যাপার বলেই মনে হয়। এর মধ্যে আমরা বেশকিছু কাজ একসঙ্গে করেছি। নতুন কিছু কাজ নিয়েও পরিকল্পনা হচ্ছে। আশা করছি শিগগিরই আমরা নতুন কাজ শুরু করতে পারব, ইনশাআল্লাহ্।

    এর আগে তন্ময় তানসেন পরিচালিত ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’ সিনেমায় ‘রোমিও জুলিয়েট’ গানের মাধ্যমে ইমরান প্রথমবার হাবিব ওয়াহিদের সুরে গান গেয়েছিলেন। এরপর তিনি আরও সাত-আটটি জিঙ্গেলে হাবিবের সুরে কণ্ঠ দেন। আবার হাবিবও কিছুদিন আগে ‘বোকা মন’ শিরোনামে একটি গানে ইমরানের সুরে গেয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার নতুন কাজের পরিকল্পনা করছেন তারা।

     

  • আমি কোনো রিলেশনে নেই: দীঘি

    ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিয়ের কার্ড প্রকাশ করে হৈচৈ ফেলে দেন। পরে জানা যায়, এটি তার আসন্ন ওয়েব কন্টেন্টের প্রচারণার একটি কৌশল। তবে বাস্তবজীবনে সত্যিই কবে বিয়ের পিঁড়িতে বসবেন তার আভাস দিলেন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে।

    তিনি বলেন, বিয়ে জীবনের একটা অপরিহার্য বিষয়, এটা মানি। তবে পাঁচ-সাত বছরের আগে এ নিয়ে চিন্তা করতে চাই না। আমার পরিবারেরও এতে সমর্থন আছে।

    দীঘি আরও বলেন, আপাতত শুধু ফোকাস পড়াশোনা আর অভিনয়ে। এ দুটো নিয়েই থাকতে চাই।

    সাক্ষাৎকারে প্রেমের সম্পর্ক নিয়েও অভিনেত্রীকে প্রশ্ন করা হয়।

    এসময় তিনি বলেন, আমি কোনো রিলেশনে নেই। থাকলে কবেই বলে দিতাম।

    প্রসঙ্গত, প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতের মেয়ে দীঘি। চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। ২০০৮ সালে মুক্তি পায় পিএ কাজল পরিচালিত সিনেমা ‘১ টাকার বউ’। সেই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান, শাবনূর ও রুমানা খান। সিনেমাটিতে কাজল চরিত্রে অভিনয় করা শাবনূরের মেয়ের ভূমিকায় দেখা যায় দীঘিকে। অভিনয়ের জন্য ৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে পুরস্কৃত হন দীঘি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন দীঘি।

     

  • ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণশক্তির দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

    ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণশক্তির দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

    আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ঘোষিত এই দলে নতুন মুখ ম্যাথু ব্রিটস্কি।

    ঘরোয়া সিএ টি-টোয়েন্টি লিগের কারণে গত ফেব্রুয়ারিতে মূল খেলোয়াড়দের ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল প্রোটিয়ারা। ২-০ ব্যবধানে পরাজয়ের স্বাদ পাওয়া ওই সিরিজ থেকে ডেভিড বেডিংহ্যাম, ডেন প্যাটারসন ও ডেন পিটকে স্কোয়াডে ধরে রেখেছে তারা।

    বেডিংহ্যামকে ব্যাটিংয়ের ভবিষ্যৎ তারকা হিসেবে দলে রাখা হয়েছে। অন্যদিকে দুই অভিজ্ঞ পেসার মার্কো জানসেন ও এনরিখ নরকিয়ার অনুপস্থিতিতে ৩৫ বছর বয়সী পেসার প্যাটারসনকে রেখে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোয় নরকিয়াকে বিবেচনা করা হয়নি।

    প্রথম শ্রেণির ক্রিকেটে পারফরম্যান্সে জাতীয় দলে জায়গা পেয়েছেন ২৫ বছর বয়সী ব্রিটস্কি। ৫২টি প্রথম শ্রেণির ম্যাচে ৭ সেঞ্চুরি ও ১৪ হাফসেঞ্চুরিতে ৩৭ দশমিক ১৬ গড়ে ৩ হাজার ১২২ রান করেছেন তিনি। টি-টোয়েন্টি দিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তার। কিন্তু ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ৬ ম্যাচে ৬১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার।

    বর্তমানে কাউন্টি ক্রিকেটে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলছেন ব্রিটস্কি। গত বছর ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফর করেছেন তিনি। ২০২৩ সালের মার্চে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর দল থেকে বাদ পড়েন উইকেটরক্ষক-ব্যাটার রায়ান রিকেলটন। ১৬ মাস পর আবারও দলে ফিরেছেন তিনি। একাদশে জায়গা পেতে দলে থাকা আরেক উইকেটরক্ষক কাইল ভেরেইনার সঙ্গে লড়াই করতে হবে তাকে।

    দলে একমাত্র পেস বোলিং অলরাউন্ডার ওয়াইন মুল্ডার। রিকেলটনের মতো ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। কেশব মহারাজের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে দলে আছেন পিট।

    পোর্ট অব স্পেনে আগামী ৭ তারিখ থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট এবং গায়ানায় ১৫ তারিখ থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দল দুটি। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৪টি করে ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজ ৩৬ দশমিক ৩৩ এবং দক্ষিণ আফ্রিকা ২৫ শতাংশ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের ষষ্ঠ ও সপ্তমস্থানে আছে।

    দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ওয়াইন মুল্ডার, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, ডেন পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনি।

     

  • ইউরোর সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা

    ইউরোর সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা

    ইউরোর প্রথম সেমিফাইনালে আজ (৯ জুলাই) স্পেনের মুখোমুখি ফ্রান্স। অন্যদিকে কোপার সেমিফাইনালে বুধবার কানাডার মুখোমুখি আর্জেন্টিনা। এ ছাড়াও আছে বেশ কিছু খেলা।

    লঙ্কা প্রিমিয়ার লিগ
    ক্যান্ডি-জাফনা
    বেলা ৩টা ৩০ মিনিট, টি স্পোর্টস

    ডাম্বুলা-গল
    রাত ৮টা, টি স্পোর্টস

    উইম্বলডন
    কোয়ার্টার ফাইনাল
    সন্ধ্যা ৬টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১, ২

    ইউরো : সেমিফাইনাল
    স্পেন-ফ্রান্স
    রাত ১টা, টি স্পোর্টস

    কোপা আমেরিকা : সেমিফাইনাল
    আর্জেন্টিনা-কানাডা
    আগামীকাল সকাল ৬টা, টি স্পোর্টস

     

  • আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানালেন টনি ক্রুস

    আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানালেন টনি ক্রুস

    ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টর ফাইনালে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জার্মানি। সেই সঙ্গে শেষ হয়েছে টনি ক্রুসের ফুটবল ক্যারিয়ার। আগেই জানিয়েছিলেন ইউরোর পর বুটজোড়া তুলে রাখবেন তিনি। এবার আনুষ্ঠানিকতাও সেরে ফেললেন এই তারকা ফুটবলার।

    নিজের ভেরিভায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্ট দিয়ে ফুটবলকে বিদায় জানিয়েছেন ক্রুস। পোস্টে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ ফুটবল! তুমি সুন্দর এক খেলা এবং…তোমাকে স্বাগত। বিদায়।’

    গত মাসে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব ফুটবলের ইতি টানেন ৩৪ বছর বয়সী ক্রুস। এবার শেষ হলো আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার। স্পেনের বিপক্ষে ক্যারিয়ারে শেষ ম্যাচ খেলার দুই দিন পর ইনস্টাগ্রামে সবাইকে ধন্যবাদ জানিয়ে নতুন জীবনে পা রাখলেন তিনি।

    তিনি জানান, তো, এই পর্যন্তই। তবে বিরতি নেওয়ার এবং গত ১৭ বছরে কী হয়েছে তা অনুধাবন করার আগে, আমাকে আমার মতো করে গ্রহণ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানানোর এই সুযোগ হারাতে চাই না।

    ক্যারিয়ারে অনেক ট্রফি জিতলেও, কখনও ইউরোয় শিরোপার স্বাদ পাননি তিনি। আসরের শুরুতে দারুণ পারফরম্যান্সে আশা জাগালেও শেষ পর্যন্ত সেই অপেক্ষা আর কাটেনি ক্রুসের; স্পেনের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে হেরে বিদায় নিয়েছে জার্মানি।

    ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং ইতিহাসের সেরা মিডফিল্ডারদের একজন ক্রুস ধন্যবাদ জানিয়েছেন তার সাফল্যের সঙ্গে জুড়ে থাকা সবাইকে। কৃতজ্ঞতা জানিয়েছেন সমর্থক, ক্লাব, কোচ, বন্ধু এবং পরিবারের সবাইকে।

    ক্লাব ক্যারিয়ারে অসংখ্য ট্রফি জিতেছেন ক্রুস। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছেন তিনি মোট ছয়বার- বায়ার্ন মিউনিখের হয়ে একবার, রিয়ালের জার্সিতে পাঁচবার। বায়ার্নের হয়ে ওই একটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি বুন্ডেসলিগা ছাড়াও আরও অনেক শিরোপা জিতেছেন তিনি।

    এরপর রিয়ালের হয়ে লিগ শিরোপা জিতেছেন চারবার, সঙ্গে আছে আরও অনেক ট্রফি। তার সাফল্যে ভরপুর ক্যারিয়ারের শেষটা হলো জাতীয় দলের হয়ে ১১৪ ম্যাচ খেলার মধ্য দিয়ে।