Category: সারাদেশ

  • জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য সম্ভাব্য চাকুরীদাতা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা

    জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য সম্ভাব্য চাকুরীদাতা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা

    খোরশেদ আলমঃ

    জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য সম্ভাব্য চাকরীদাতা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় জামালপুর শহরের চালাপাড়াস্থ সুইট প্রতিবন্ধী সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
    উক্ত   আলোচনা সভায় সিডিডি অফিসের প্রকল্পের একাউন্টস অফিসার এস এম এজাজুল হকের সঞ্চানালয়ে প্রকল্প সমন্বয়কারী, কৃষ্ণকান্ত রায় এর সভাপতিত্বে উম্মুক্ত আলোচনায়      উপস্থিত থেকে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের পরিচালক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, ব্র্যাক এর জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক, শামীমা খান, অপরাজেয় বাংলাদেশ এর ম্যানেজার মো: আশরাফুল ইসলাম,  স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক, সূর্য তোরন সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত অর্ক হস্তশিল্পের পরিচালক মাসুমা আক্তার, সমাজ সেবা যুব উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক ডা: মো: আমিনুল ইসলাম, গনচেতনার প্রতিনিধি ফাতেমা নার্গিস প্রমুখ।
    আলোচনা সভায় উন্নয়ন সংঘের সুযোগ্য পরিচালক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম সভায় বলেন যে সমাজ সেবা অধিদপ্তর, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আমাদের উন্নয়ন সংঘ তাদের কর্মসংস্হানের সহযোগীতা করে দিবে বলে জানান।
    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলার প্রতিবন্ধী চাকুরী প্রত্যাশীগন প্রমুখ।
    উক্ত আলোচনা সভায় ব্র্যাক এর জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক সভায় বলেন প্রতিবন্ধিদের সর্বস্তরের বিপদগামী ব্যাক্তিদের চাকুরী দেওয়ার ক্ষেত্রে সুযোগ তৈরিতে আশ্বাস প্রদান করেন।

  • জামালপুরে প্রতিবন্ধীব্যক্তিদের আইনী সহায়তা নিয়ে সভা।

    জামালপুরে প্রতিবন্ধীব্যক্তিদের আইনী সহায়তা নিয়ে সভা।

    খোরশেদ আলমঃ

    জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আইনগত সহায়তা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা দুইটার দিকে শহরের চালাপাড়াস্থ সুইট প্রতিবন্ধি সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা লিগ্যাল এইডের অফিসার সিনিয়র সহকারি জজ মোহাম্মদ আল মামুন। আলোচনা সভায় জামালপুর সদর উপজেলার সুযোগ্য সমাজ সেবা অফিসার মো: শাহাদৎ হোসেনের সভাপতিত্বে উম্মুক্ত আলোচনায় অন লাইনের মাধ্যমে অংশ নেন বাংলাদেশ বেসরকারি সংস্থা সিডিডি’র নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান। প্রকল্পের একাউন্টস অফিসার এস এম এজাজুল হকের সঞ্চানালয়ে আলোচনা সভায় উপস্থিত থেকে সিডিডি অফিসের প্রকল্প সমন্বয়কারী, কৃষ্ণকান্ত রায় উক্ত প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিষদ ভাবে আলোচনা করেন।

    আলোচনা সভায় জামালপুর সদর উপজেলার সুযোগ্য সমাজ সেবা অফিসার মো: শাহাদৎ হোসেন বলেন আমরা আমাদের সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে সুবর্ণ নাগরিকদের কার্ড, আইনী পরামর্শ ও তাদের ভাতা কার্ড এর বিষয় এ সবসময়ই সহযোগিতা করে আসতেছি এবং তাদের সহযোগিতা চলমান আছে।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: উত্তম কুমার সরকার, উপজেলা কৃষিকর্মকর্তা এমদাদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইসরাকী ফাতেমা, সূর্য তোরন সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, গণমাধ্যম কর্মী মো: মঞ্জুরুল হক, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক, শামীমা খান প্রমুখ।

    উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামালপুর জেলা লিগ্যাল এইড এর সিনিয়র সহকারি জজ মোহাম্মদ আল মামুন প্রতিবন্ধিদের পাশাপাশি সর্বস্তরের বিপদগামী ব্যাক্তিদের লিগ্যালী কাজে আইনী সহায়তা দেয়ার জন্য সবসময় তার দরজা খোলা আছে এবং থাকবে বলে তিনি জানান।
    এ ছাড়াও তিনি বিগত দুই বছরে অসহায় বিচার প্রার্থিদের লিগ্যাল এইডের মাধ্যমে চার কোটি টাকা আদায় করে দিয়েছেন বলেও জানান।

  • কোটা বাতিল আন্দোলনের যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

    কোটা বাতিল আন্দোলনের যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

    পড়াশোনা বাদ দিয়ে উচ্চ আদালতের রায় অমান্য করে কোটাবিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রোববার (৭ জুলাই) গণভবনে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা বাতিল করার আন্দোলন করছে। যারা এর আগে আন্দোলন করেছিল, তার আগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কত পাস করত, এখন কত করছে। এটা সাবজুডিস ম্যাটার, আদালতে বিচারাধীন।

    প্রধানমন্ত্রী আরও বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষার্থীরা সময় নষ্ট করছে। এ আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।

    তিনি বলেন, যুব মহিলা লীগ সবসময় আন্দোলন সংগ্রামে ছিল। যুব মহিলা লীগের নেতা-কর্মীদের অকথ্য নির্যাতন করেছে বিএনপি-জামায়াত।

    সরকারপ্রধান বলেন, ক্ষমতায় আসার পর দেশকে একটি উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ। অপরদিকে ভোট চুরির অপরাধে দুইবার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন খালেদা জিয়া।

    এ সময় যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।