Category: সারাদেশ

  • জামালপুরে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণায় জিও,এনজিও প্রতিষ্ঠান সমূহের অগ্রগতি ও করনীয় শীর্ষক সমন্বয় সভা

    জামালপুরে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণায় জিও,এনজিও প্রতিষ্ঠান সমূহের অগ্রগতি ও করনীয় শীর্ষক সমন্বয় সভা

    মোঃ খোরশেদ আলমঃ

    এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টার দিক জামালপুর সদর উপজেলা কার্যালয় হলরুমে সভার আয়োজন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ। বাল্য বিয়ে মুক্ত বিষয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অগ্রগতি ও করনীয় শীর্ষক সমন্বয় সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন, জামালপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি। জামালপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতি.দা.) কামরুন্নাহানের সভাপতিত্বে সভায়
    বিশেষ অতিথি’র বক্তব্য দেন, জামালপুর ইসলামীক ফাউন্ডেশনের ডিডি মোহাম্মদ আলী জিন্নাহ, জেলার সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, উপজেলা সমাজ সেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে জামালপুর ক্লাস্টারের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশ, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম সঞ্চানালয়ে ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জেন্ডার স্পেশালিস্ট জেসমিন প্রোজেক্ট এর  সাদিকা বেগম, আরো উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো: রফিকুল ইসলাম, ব্র্যাক এর জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক, হাফিজা খানম, জেলা ব্যবস্থাপক ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক, শামীমা খান, অপরাজেয় বাংলাদেশ এর ম্যানেজার মো: আশরাফুল ইসলাম, স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক, গনচেতনার প্রতিনিধি ফাতেমা নার্গিস, এফপিএবির কোঅর্ডিনেটর মাহিনুর সিদ্দিকা, দৈনিক প্রতিদিনের সংবাদ  এর প্রতিনিধি মন্জুরুল হক প্রমুখ।

    উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন- জিও,এনজিও কাজী, সাংবাদিক, শিক্ষক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

    সভা পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরের এরিয়া প্রোগ্রাম ব্যবস্থাপক সাগর ডি কস্তা। পরে বাল্য বিয়ে মুক্ত উপজেলা ঘোষনায় করণীয় বিষয়ে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

  • মাইনকার চিপায় ওরা! দেশপ্রেমের বিকাশ হোক সবার অন্তরে

    মাইনকার চিপায় ওরা! দেশপ্রেমের বিকাশ হোক সবার অন্তরে

    মোঃ সুজা উদ্দিনঃ

    আমাদের দেশে ‘মাইনকার চিপা’ বলে একটা কথা প্রচলিত রয়েছে। কোথা থেকে কথাটির উৎপত্তি আমার জানা নেই। তবে কথাটির অর্থ অনেকেরই জানা।

    এটা নিয়ে একটি গানও রয়েছে –
    জনপ্রিয় বাংলাদেশি কণ্ঠশিল্পী হায়দার হোসেনের। “আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি,আমি ফাইসা গেছি, মাইনকার চিপায়।আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়।

    মুলত, ‘মাইনকার চিপা’ বলতে এমন এক অসহনীয় অবস্থার কথা বোঝায়, যখন কারও ওপর বিপরীতমুখী ভিন্ন ভিন্ন দিক থেকে সৃষ্টি হওয়া ‘অবস্থার-চাপ’ এমনই বোঝা হয়ে ওঠে যে, তার পক্ষে কোনোদিকে এদিক-সেদিক করেও শান্তি পাওয়ার পথ থাকে না। এটি একটি মারাত্মক ও অনতিক্রমযোগ্য উভয় সংকটের দুঃসহ পরিস্থিতি।

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে টিকতে না পেরে শেখ হাসিনা ৫ আগষ্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান, সেনাপ্রধান অন্তবর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। পরবর্তীতে ৮ আগস্ট ২০২৪ এ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে  অন্তবর্তীকালীন সরকার শপথ গ্ৰহণ করে।

    শেখ হাসিনা পালিয়ে গেলেও পালাতে পারিনি অনেক বড় বড় আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা! পর্যায়ক্রমে অনেকেই গ্রেফতার হচ্ছেন প্রশাসনের হাতে।
    শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরশাসনে দেশের প্রতিটি আনাচে-কানাচে তৈরি হয়েছিলো অসংখ্য আওয়ামী পাতি-নেতা। শহর-বন্দর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এদের কার্যক্রম ছিলো অতি জঘন্য। মফস্বল কেন্দ্রিক স্কুল, কলেজ, মাদ্রাসা গুলোতে নিয়োগ বানিজ্য, অধিকাংশ প্রাইমারি স্কুলগুলোতে অক্ষর জ্ঞানহীন অদক্ষ সভাপতি বানানো। সরকারি খাস জমি দখল,চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষন,  মাদকের কারবার সহ কি না করতো তারা।

    এ সমস্ত পাতি নেতারা  ৫ আগষ্টের পর হতে পড়ে গেছে মাইনকার চিপায়! শহর-বন্দর,হাটে-বাজারে, রাস্তা-ঘাটে কোথাও দেখা মিলেছেনা তাদের। চিপায় পড়ে গেছে। একদম মাইনকার চিপায়।

    এবার আসুন বাস্তব কিছু কথা-বার্তায়ঃ
    দেশকে ভালবাসা মানুষের জন্মগত প্রবৃত্তি। আমরা এ সম্পর্কে সচেতন না থাকলেও এটা আমাদের হৃদয়ের গভীরে সুপ্ত থাকে। দেশের অপমান, দেশবাসীর দুঃখ-দৈন্যে, দেশের দুর্বিষহ পরিস্থিতিতে, দেশকে নিয়ে ষড়যন্ত্র হলে, দেশকে নিয়ে কেউ উপহাস বা কটাক্ষ করলে এ অনুভূতি জেগে উঠে।

    ১৯৭১ সালের মতো ২০২৪ সালে এসেও দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে। প্রাণ বিসর্জন দিয়েছিলো অকাতরে শত শত শিক্ষার্থীরা । মাটি ও মানুষের জন্যে গভীর মমতা না থাকলে এটা কোনোদিন সম্ভব হতো না। দেশপ্রেম থাকা চাই বৈদেশিক আগ্রাসনকে প্রতিহত করার জন্যে। ইতিহাস বার বার এটাই প্রমাণ করেছে যে, দেশপ্রেমিক জাতি শত্রুর কাছে কখনও পরাজিত হয় না। সে জাতির অন্তরে জ্বলতে থাকে দেশপ্রেমের আগুন অনির্বাণ শিখার ন্যায়।

    শুধু সংগ্রামী রূপ ধারণ করেই আবির্ভূত হয় না দেশপ্রেম। সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার সাধনা করা। দেশের সচেতন নাগরিকদের কারো অজানা নয় যে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটাই কঠিন। দেশকে স্বনির্ভর করে গড়ে তোলাটাই দেশবাসীর লক্ষ্য হওয়া উচিত।

    আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, দেশপ্রেম ঈমানেরই অঙ্গ।
    আসুন সকলে মিলে দেশটা নতুন করে সাজাই। প্রতিশোধের নেশায় পড়ে কারো বাড়ী ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত  না করি। প্রতিশোধের ভিতর কোনো কল্যাণ নেই। ক্ষমা করে দেওয়াই উত্তম।

    যদি কাউকে শাস্তি পেতে হয়, তবে সেটা দেশের প্রচলিত আইন অনুযায়ী হবে। আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হই।

    লেখকঃ সাংবাদিক, মোঃ সুজা উদ্দিন

  • বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৫ তম মৃত্যুবার্ষিকী ২০ আগষ্ট

    বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৫ তম মৃত্যুবার্ষিকী ২০ আগষ্ট

    মোঃ খোরশেদ আলমঃ

    বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ভাষাসৈনিক ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট মঙ্গলবার। তিনি ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মূলবাড়ী গ্রামের সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।
    স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলনরত চারদলীয় ঐক্যজোটের রূপকার ও সফলতার সাথে চারদলীয় লিয়াজোঁ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার। তিনি দেশের রাজনীতিতে এক নতুন মাত্রা সংযোজন করেন।
    স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে খালেদা জিয়ার নেতৃত্বে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সে সময়কার সাহসী ভূমিকা জাতি ও তার দল বিএনপি আজীবন স্মরণ রাখবে।
    ১৯৯৯ সালের ২০ আগস্ট হার্টের বাইপাস সার্জারি করানোর জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হওয়ার পথে হযরত শাহজালাল (রহ.) (সাবেক জিয়া) আন্তর্জাতিক বিমানবন্দরে মারা যান তিনি।
    ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ভাতিজা জামালপুর জেলা বিএনপির সভাপতি মো: ফরিদুল কবীর তালুকদার শামীম জানান, প্রয়াত এ নেতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন বিভিন্ন কর্মসূচি দিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, পরে মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল।
    এ ছাড়া মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও ২১ আগস্ট দলীয় কার্যালয়ে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

  • মাদারীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

    মাদারীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

    মাসুদ হোসেন খানঃ

    নানান বর্ণাঢ্য শোভাযাত্রা র‍্যালী ও আনন্দ আয়োজনের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মাদারীপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
    সোমবার ( ১৯ আগস্ট ২০২৪) বিকালে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি, বি এম আরিফুল ইসলাম দুলালের নেতৃত্বে এই বর্ণাঢ্য শোভাযাত্রা, র‍্যালীটি শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক হয়ে ডিসি ব্রিজ নামক স্থানে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে দুপুর থেকেই মাদারীপুর কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে নেতা কর্মীদের ঢল নামতে শুরু করে। বিকাল পাঁচটায় শোভাযাত্রা ও আনন্দ র‍্যালীটি শুরু হয়ে ছয়টায় শেষ হয়।
    এসময় উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম লিটু,জাতীয়তাবাদী কৃষক দলের জেলা আহবায়ক, এডভোকেট অলিউর রহমান দর্জি, জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব,মনিরুজ্জামান ফুকু,সহ-সভাপতি, জামাল হাওলাদার,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, লিয়াকত হোসেন কালু,জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক,নাজমুল হোসেন মিলন,মাদারীপুর সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা নাসির তালুকদার, তামিম হাওলাদার সহ জেলা ও বিভিন্ন উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  • জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা আওয়ামী লীগের চরম সীমালঙ্ঘন

    জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা আওয়ামী লীগের চরম সীমালঙ্ঘন

    ডেস্ক নিউজঃ

    বরগুনা জেলা শাখার আমির মো. মহিবুল্লাহ হারুন বলেছেন, ১ আগস্ট জামায়াত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ চরম সীমালঙ্ঘন করেছে। আর এ কারণেই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার তোপে দীর্ঘ ১৫ বছরের ক্ষমতা ছেড়ে করুণ অবস্থায় বিদায় নিতে হয়েছে তাদের।
    রোববার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে জামায়াত ইসলামীর জেলা শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
    জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার জেলা আমির মো. মহিবুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতাকর্মীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতন হয়েছে। তাদের দীর্ঘ শাসনামলে সবথেকে বেশি কারাভোগসহ নির্যাতনের শিকার হয়েছেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা। এখন আমরা মুক্ত হয়েছি। তবে আমরা কেউ প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আমরা সব ভুলে নতুন করে বাংলাদেশ গড়ার কাজ করতে চাই।

  • মিঠাপুকুরে দীর্ঘ ১৪ বছর পর জামায়াতে ইসলামীর কার্যালয়ে নেতাকর্মীদের মিলনমেলা

    মিঠাপুকুরে দীর্ঘ ১৪ বছর পর জামায়াতে ইসলামীর কার্যালয়ে নেতাকর্মীদের মিলনমেলা

    মোঃ সুজা উদ্দিনঃ

    রংপুরের মিঠাপুকুর উপজেলায় দীর্ঘ ১৩-১৪ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে জামাত নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের উপস্থিতিতে মনমুগ্ধকর এক পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘসময় অপেক্ষার পর এ যেন  দায়িত্বশীলদের মিলনমেলা।  নেতাকর্মীদের মাঝে বাঁধ ভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
    বৃহস্পতিবার (১৫ আগষ্ট) উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর মিঠাপুকুর উপজেলা কার্যালয়ে সমবেত হয়।
    এ সময় উপস্থিত ছিলেন, রংপুর  জেলা জামায়াতে ইসলামীর সম্মানীত আমীর মোঃ গোলাম রাব্বানী।
    এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারী মাওলানা মোঃ এনামুল হক।
    মিঠাপুকুর উপজেলা জামায়াতের সম্মানিত আমীর মোঃ জয়নাল আবেদীন মাষ্টার, মিঠাপুকুর উপজেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারী মোঃ আসাদুজ্জামান শিমুল সহ উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

  • জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইট ইউনিয়ন বিএনপি’র অবস্থান কর্মসূচি

    জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইট ইউনিয়ন বিএনপি’র অবস্থান কর্মসূচি

    খোরশেদ আলমঃ

    ১৫ আগস্ট ২০২৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার ১৪ নং দিগপাইত ইউনিয়ন আদর্শ বটতলায় বিএনপির অবস্থান কর্মসূচিতে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম মাস্টার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ১৪ নং দিগপাইত ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, জেলা ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ালিউল্লাহ অলি, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোহেল রানা, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রঞ্জু মিয়া, সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন আরো উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ সাত্তার মিয়া, সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলামিন প্রমুখ।

  • শেখ হাসিনার বিচারের দাবিতে মিঠাপুকুরে বিএনপির বিক্ষোভ মিছিল

    শেখ হাসিনার বিচারের দাবিতে মিঠাপুকুরে বিএনপির বিক্ষোভ মিছিল

    মোঃ সুজা উদ্দিনঃ

    আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে রংপুরের মিঠাপুকুরে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
    বুধবার, (১৪ আগস্ট), সকালে উপজেলার সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির, আহ্বায়ক একে আজাদ শফিকুলের আয়োজনে, একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
    এ সময় বক্তব্য দিতে গিয়ে বিএনপির নেতা-কর্মীরা বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকান্ডের বিচারের দাবি জানাই।
    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপজেলার নেতা-কর্মীরা।

  • ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরিফুর রহমান বিপিএম এর জামালপুর জেলা সফর

    ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরিফুর রহমান বিপিএম এর জামালপুর জেলা সফর

    খোরশেদ আলমঃ

    জামালপুর জেলায় কর্মরত পুলিশ সদস্যদের দৃঢ় মনোবল, কর্মক্ষেত্রে কর্মস্পৃহা বৃদ্ধি’র লক্ষ্যে বিশেষ রোলকল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার ১৪ আগস্ট,২০২৪ বেলা ১২ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ শরিফুর রহমান বিপিএম জামালপুর অফিসার্স মেসে পৌঁছালে ফুলেল শুভেচছা জানান জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।
    পরবর্তীতে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এবং জামালপুর সদর থানা কম্পাউন্ডে আয়োজিত বিশেষ রোলকলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরিফুর রহমান বিপিএম।
    পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এসএএফ শাখায় কর্মরত উপস্থিত অফিসার-ফোর্সের সাথে কুশল বিনিময় করে অতিরিক্ত ডিআইজি মহোদয় জনগণের জানমালের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় নতুন উদ্যমে জেলা পুলিশের সকল সদস্য কাজ শুরু করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে সূদৃঢ় মনোবল ও কর্মস্পৃহা বৃদ্ধি’র লক্ষ্যে বিভিন্ন বিষয়ে ব্রিফিং প্রদান করে উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
    এসময় অতিরিক্ত ডিআইজি মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের সাথে কুশল বিনিময় করে রাষ্ট্রের বর্তমান অবস্থায় জনগণের জানমালের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় নতুন উদ্যমে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
    এর আগে অতিরিক্ত ডিআইজি মহোদয় জামালপুর অফিসার্স মেসে পৌঁছালে জেলা পুলিশের একটু চৌকস দল গার্ড অব অনার প্রধান করেন।
    এসময় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসেন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ১ম শাহাদাত বার্ষিকী আজ।

    আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ১ম শাহাদাত বার্ষিকী আজ।

    মোঃ সুজা উদ্দিনঃ

    বিশ্ব বরেণ্য আলেম, লক্ষ আলেমের ওস্তাদ,  জালিমের আতঙ্ক মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী (রহঃ) এর আজ ১ম শাহাদাত বার্ষিকী আজ।
    দীর্ঘদিন তাঁকে অন্যায় ভাবে কারাগারে রাখা হয়েছিলো।গত বছরের আজকের দিনে হৃদরোগে আক্রান্ত দেখিয়ে ৮৩ বছর বয়সে তাঁকে মেডিকেলে ভর্তি করান।
    মেডিকেলে তাঁকে বিনা চিকিৎসায় নির্মম ভাবে শহীদ করা হয়েছে । মহান আল্লাহপাক হুজুরের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করুন । প্রিয় রাহবর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদি আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাক্বাম দান করুক। আমিন।