Category: সারাদেশ

  • কমছে জ্বালানি তেলের দাম, নতুন দাম কার্যকর আজ থেকে

    কমছে জ্বালানি তেলের দাম, নতুন দাম কার্যকর আজ থেকে

    নিউজ ডেস্কঃ

    আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত মার্চ থেকে শুরু করেছে সরকার। সেই হিসাব অনুযায়ী প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। এবার ষষ্ঠ দফায় আগামী সেপ্টেম্বর মাসের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম কমেছে ১ টাকা ২৫ পয়সা। পেট্রল ও অকটেনের দাম কমেছে ৬ টাকা।
    জ্বালানি তেলের এই নতুন দাম আজ ০১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এর আগে আগস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল।

    জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে গত কাল শনিবার প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে কমে হয়েছে ১০৫ টাকা ৫০ পয়সা।

    পেট্রলের নতুন দাম প্রতি লিটার ১২৭ টাকা থেকে কমে হয়েছে ১২১ টাকা ও অকটেনের দাম ১৩১ টাকা থেকে কমে হয়েছে ১২৫ টাকা।
    জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে গত ২৯ ফেব্রুয়ারি। এতে বলা হয়েছে, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহৃত হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য (লাক্সারি আইটেম) হিসেবে সব সময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রলের দাম বেশি রাখা হয়।

    অকটেন ও পেট্রল বিক্রি করে সব সময় মুনাফা করে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মূলত ডিজেলের ওপর বিপিসির লাভ-লোকসান নির্ভর করে। দেশে ব্যবহৃত জ্বালানি তেলের ৭৫ শতাংশই ডিজেল।
    জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
    (তথ্য সূত্র – সংগ্রহীত)

  • আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন রংপুরের হাফেজ হুজাইফা।

    আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন রংপুরের হাফেজ হুজাইফা।

    মোঃ সুজা উদ্দিনঃ

    আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেছেন রংপুরের গংগাচড়া উপজেলার “হাফেজ মুহাম্মাদ হুজাইফা। বিশ্বজয়ী এই হাফেজ ক্বারী “নাজমুল হাসান পরিচালিত তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার ছাত্র।

    জানা গেছে গত ২০ আগস্ট থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি শেষ হয় ৩০ আগস্টে। এতে অংশ নেয় বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের হাফেজ প্রতিযোগীরা।
    প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন নাইজেরিয়ার সুমাইয়া মুদ্দাসসির, তৃতীয় হয়েছেন সেনেগালের বিদারা ও চতুর্থস্থান অধিকার করেছেন পাকিস্তানের মুহাম্মাদ বাশার।

    আলজেরিয়ার আশ-শারুক্ব টিভিতে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি প্রচারিত হবে।

    হাফেজ মুহাম্মাদ হুজাইফার বয়স ১০ বছর। সে রংপুরের গংগাচড়া উপজেলার মনিরুজ্জামানের ছেলে।
    এর আগে এ বছরেই অনুষ্ঠিত তানজানিয়ায় অনুষ্ঠিত আরেকটি আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলো হুজাইফা। কয়েক মাসের ব্যবধানে আবারও বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার গৌরব অর্জন করলো।

    হুজাইফা এবং তার ওস্তাদের জন্য শুভ কামনা রইলো। আল্লাহ তাআলা যেন হুজাইফা কে বিশ্ববরেণ্য আলেম হিসেবে কবুল করেন। আমিন।

  • রংপুরে অটোভ্যান চালকের রক্তাক্ত লাশ উদ্ধার

    রংপুরে অটোভ্যান চালকের রক্তাক্ত লাশ উদ্ধার

    নিউজ ডেস্কঃ

    রংপুরের পীরগঞ্জে মমতাজ আলী (৬২) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের একডালা গ্রামের মৃত মিয়াজ উদ্দিনের ছেলে।

    শনিবার সকালে পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নের দানিশ নগর গ্রাম সংলগ্ন আখ ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
    পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শুক্রবার দুপুরে মমতাজ আলী অটোভ্যান নিয়ে বাড়ি সংলগ্ন ছড়ান হাটে গিয়ে আর ফিরে আসেননি।

    শনিবার সকালে হাত বাধা, মাথা ও মুখ রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে রাজা মিয়ার আখ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে অন্যত্র হত্যা করে লাশ ওই স্থানে ফেলে যাওয়া হয়েছে।

    নিহতের ছেলে ফারুক মিয়া ও মেয়ে খুকিমাই এ হত্যাকাণ্ডকে পরিকল্পিত হত্যা জানিয়ে বলেন, বাবার সঙ্গে দীর্ঘদিন ধরে তার সহোদর ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এরই জেরে তাকে খুন করা হয়েছে।
    এনিয়ে উভয় পক্ষের মামলা পাল্টা মামলাও রয়েছে।
    ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রমেক মর্গে প্রেরণ করা হয়েছে।

    তথ্য সূত্র – বাংলাদেশ প্রতিদিন

  • কেমন চলছে বর্তমান বাংলাদেশ?

    কেমন চলছে বর্তমান বাংলাদেশ?

    মোঃ সুজা উদ্দিনঃ

    ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    এর পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হলো অন্তর্বর্তী সরকার। শপথ নিলেন সকল উপদেষ্টারা।

    গণঅভ্যুত্থানের পর এ যেন এক নতুন বাংলাদেশ। দেশের জনগণ সবাই তাকিয়ে আছে উপদেষ্টামণ্ডলীর দিকে, অনেক অনেক জনপ্রত্যাশা।অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশের পুরো সিস্টেমের প্রাতিষ্ঠানিক সংস্কার হচ্ছে। সেটা চলমান রয়েছে বটে।

    এর’ই মাঝে দেশের তিন দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা চলমান রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ জনগণ বন্যার্তদের জন্য আর্থিকভাবে এগিয়ে এসেছেন।

    নির্বাচন ও সংস্কার প্রশ্নে রোডম্যাপ বা রূপরেখা তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করছে অন্তর্বর্তী সরকার।

    এদিকে দেশের জাতীয় নির্বাচন এবং বিভিন্ন খাতে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যত দ্রুত সম্ভব ব্যাপক ভিত্তিক সংলাপ চেয়েছে বিএনপি। এই সংলাপ শুরুর ব্যাপারে যাতে ঘোষণা দেওয়া হয় সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছে দলটি।

    অন্য দিকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে বিএনপি নির্বাচনের জন্য আলটিমেটাম দিয়েছিল আবার এখন রোডম্যাপ দেওয়ার জন্য দাবি জানিয়েছে। পরিপ্রেক্ষিতে আমি মনে করি, বিএনপির জায়গা থেকে যেটি উত্তম মনে করেছে, সেটিই তারা করেছে।
    সাড়ে ১৫ বছরে দেশে অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে। সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে চরমভাবে দলীয়করণ করা হয়েছে। যার কুফল ১৫ বছরে জাতি ভোগ করেছে। এতগুলো জঞ্জাল ঠিক করা ৩ মাসে সম্ভব হবে না বলে মনে করেন না ডা. শফিকুর রহমান।
    বিএনপি নির্বাচনের জন্য তোড়জোড় করছে আমরা এই মুহুর্তে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছি না। এসময় জাতির ক্রাইসিস রক্তের দাগ, ক্ষতবিক্ষত হওয়া শহিদ পরিবারগুলো, বিভিন্ন জেলায় বন্যার কবলে পড়ে পড়েছে। এটাকে আমরা এই মুহূর্তের রাজনীতি হিসেবে নিয়েছি।  এটাকে কেউ যদি রাজনীতি বলে রাজনীতি, আবার কেউ যদি বলে মানবিক দায়িত্ব তাহলে মানবিক দায়িত্ব।
    আমরা মনে করি, এ বিষয়গুলো সমাধান না করে নির্বাচনের কথা তোলা, যৌক্তিক মনে করি না।  তাই আমরা নির্বাচন নিয়ে কথা বলছি না। মানুষের এ বিষয়গুলো সমাধান করার জন্য আল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য দিয়েছেন সেটুকু চেষ্টা করে যাব।

    নির্বাচনের দাবি করায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আসা কটাক্ষ ও সমালোচনার জবাব দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ‘বিরাজনীতিকরণের’ চেষ্টার কথা তুলে ধরেছেন।
    এখন নির্বাচনের দাবি জনগণ মেনে নেবে না বলে জামায়াতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে তিনি বলেছেন, যারা ভোটে জিততে পারবে না, সরকার চালাতে পারবে না, তারা এসব কথা বলে।

    তবে অন্তর্বর্তী সরকার কবে নির্বাচন দেবে – এই প্রশ্নে এখন বিএনপি ও জামায়াত বিপরীতমুখী অবস্থানে।

    আর এদিকে সাধারণ জনগণের মধ্যে দেখা মিলেছে মিশ্র প্রতিক্রিয়ার।
    অনেকই বলছেন, নির্বাচন সুষ্ঠু হোক নিরপেক্ষ হোক এতে যে কোন দল ক্ষমতায় আসুক জনগন গ্রহণ করে নিবে।
    আবার কেউ বলেছেন, ডঃ ইউনুস হলেন বাংলাদেশের মানুষের সুখ পাখি সরকার। পাঁচ বছর এই সুখ পাখি সরকার থাকবেন।

    ফেসবুকে একজন বলেছেন, ১৫ বছরে ভোট দিতে পারিনি। প্রয়োজন হলে আরো ১০ বছর ভোট দিবো না। আমাদের এই মুহূর্তে ভোট অধিকারের প্রয়োজন না। আমাদের প্রয়োজন একটা জবাবদিহি মূলক সুশাসন। একটা আত্মনির্ভরশীল সমৃদ্ধ সোনার বাংলাদেশ।

     

     

  • সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রংপুরে হত্যা মামলা

    সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রংপুরে হত্যা মামলা

    নিউজ ডেস্কঃ

    জাতীয় সংসদের সাবেক স্পিকার ও রংপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিরীন শারমিন চৌধুরীসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

    মঙ্গলবার (২৭ আগস্ট) রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে স্বর্ণ ব্যবসায়ী মুসলিম উদ্দিন মিলনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২) এই মামলাটি করেন।

    মামলায় রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, রংপুর জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার আবু আশরাফ সিদ্দিকী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য নাছিমা জামান ববি, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিক, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, সাবেক সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদাত হোসেন বকুল, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিয়ার রহমান সাফি ও সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। এছাড়া আরও অনেককে অজ্ঞাত আসামি করা হয়েছে।

    এই মামলাটিতে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এসময় ৮ থেকে ১৭ নম্বর পর্যন্ত  আসামিদের প্ররোচনা ও উস্কানিতে ১ থেকে ৭ নম্বর আসামিদের নির্দেশে ২, ৩, ৪, ৬ ও ৭ নম্বর আসামিসহ হেলমেট পরিহিত পুলিশ সদস্যরা এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। এতে মিলন গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আসামিদের চাপে মরদেহের ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি করে দাফন করা হয়েছে।

  • সাবেক এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় আরও একটি হত্যা মামলা

    সাবেক এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় আরও একটি হত্যা মামলা

    নিউজ ডেস্কঃ

    দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিবলী সাদিকের নামে আরও একটি হত্যা মামলা করা হয়েছে।

    সোমবার (২৬ আগস্ট) দুপুরে  শিবলি সাদিকসহ আওয়ামী লীগের মোট ৬৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে দিনাজপুরের নবাবগঞ্জ থানায় মামলাটি করেন মোঃ রবিউল ইসলাম নামের একজন লোক। ওনার ছেলে ও ছেলের দুই বন্ধুকে হত্যার অভিযোগে মামলাটি করেন তিনি।

    এর আগে, গত ৫ আগস্ট হাকিমপুর পৌর শহরে সাবেক পৌর মেয়র জামিল হোসেনের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া দুই যুবককে তুলে নিয়ে নির্যাতন করে হত্যা, লাশ গুম ও হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে মোঃ সুজন নামে এক, লোক বাদী হয়ে গত ১৯ আগস্ট সকালে হাকিমপুর থানায় মামলা করেছেন।

    সোমবার হওয়া হত্যা মামলার বাদী মোঃ রবিউল ইসলাম নবাবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক। এই মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজওয়ার মোহাম্মদ ফাহিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান (মানিক), যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম সবুজ, দপ্তর সম্পাদক মো. শামসুজ্জামান, আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিনুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন ও ছাত্রলীগ নেতা জামাল বাদশা। এই মামলায় আরও অনেককে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

  • জামালপুরে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় এনজিও প্রতিনিধিদের সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    জামালপুরে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় এনজিও প্রতিনিধিদের সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    মোঃ  খোরশেদ আলমঃ

    অদ্য ২৭.০৮.২০২৪ ইং তারিখ রোজ   মঙ্গলবার বেলা ১১.০০ ঘটিকায় সময় জামালপুর সদর উপজেলা কনফারেন্স রুমে জামালপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি’র সভাপতিত্বে
    সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় এনজিও প্রতিনিধিদের সাথে প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনার শুরুতেই বলেন যে সারাদেশের বন্যা পরিস্থিতির পর্যবেক্ষণ সাপেক্ষে জামালপুর সদর উপজেলার সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় এনজিওদের সহযোগিতার সুযোগ বিষয়ক আলোচনা করেন।
    উক্ত সভায় উপস্থিতি এনজিওসমূহের সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করা এক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার যেকোনো দুর্যোগ মোকাবেলায় বিগত দিনে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং সামনের দিনে সকলকেই সাথে কাজ করার আহবান জানান।

    উক্ত সভায় উপস্থিত ছিলেন  উপজেলা সমাজ সেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফুর রহমান, ব্র্যাক এর জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক, টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মো: আরিফ হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুর এর এরিয়া প্রোগ্রাম ব্যবস্থাপক, সাগর ডি কস্তা, সুশান্ত কুমার সাহা, প্রোগ্রাম ম্যানেজার, পারি এম ফোর এল প্রকল্প জামালপুর। তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক শামীমা খান, অপরাজেয় বাংলাদেশ এর ম্যানেজার মো: আশরাফুল ইসলাম, সিডিডি অফিসের প্রকল্প সমন্বয়কারী, কৃষ্ণকান্ত রায়, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, ইসলামিক রিলিফ বাংলাদেশ, জামালপুর এর সহকারী প্রকল্প কর্মকর্তা,পরিমল চন্দ্র সরকার প্রমুখ।

  • জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টারের মালিক সমিতির নতুন কমিটি

    জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টারের মালিক সমিতির নতুন কমিটি

    মোঃ খোরশেদ আলমঃ

    জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টারের মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। জামালপুর শহরের এশিয়ান ফুড ভিলেজ নামের একটি প্রতিষ্ঠানে ২৬ আগষ্ট রাতে উপস্থিত ডেলিগেট সকলের সর্বসম্মতি ক্রমে এ কমিটি গঠন করা হয়।

    কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় ডা: আহম্মদ আলী আকন্দকে ও সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে, হযরত শাহজামাল (রঃ) জেনারেল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এম ডি) বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলবুলকে।

    নতুন কমিটি গঠন করার সময় জেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা উপস্থিত ছিলেন। পরে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

    এসময় নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বুলবুল বলেন, এখন থেকে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির কমিটি সঠিক নিয়মে পরিচালিত হবে। সঠিক সময় সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকলকে সাথে নিয়ে সংগঠনটিকে আরো সামনের দিকে এগিয়ে নেয়ার আশ্বাস প্রদান করেন তিনি।

  • বদরগন্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

    বদরগন্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

    নিজস্ব প্রতিনিধিঃ

    নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে রংপুরের বদরগন্জ উপজেলার ১৫নং লোহানিপাড়া ইউনিয়নের “পানারহাট ঘিরনই উচ্চ বিদ্যালয়” এর প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ এর পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২৫আগস্ট, ২০২৪),বেলা ১১টার দিকে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা।

    এ সময় কমপক্ষে ৩ শতাধিক শিক্ষার্থীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রধান শিক্ষক ব্যতীত সকল শিক্ষক বিক্ষোভে অংশ নেন। প্রধান শিক্ষক মোস্তাক আহমেদের বিরুদ্ধে অনেক গুলো অভিযোগ এনেছেন শিক্ষার্থী ও কর্মরত শিক্ষকরা।

    শিক্ষার্থীদের মধ্য থেকে বলা হয়েছে, প্রধান শিক্ষক আমাদের রেজিস্ট্রেশন, ভর্তি ও পরীক্ষার ফি নেওয়ার সময় বাড়তি টাকা নিয়েছেন। এমন প্রধান শিক্ষক আমরা চাই না।
    বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। তাই তার পদত্যাগ ও তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

    শিক্ষার্থীরা ইতিমধ্যে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। প্রধান শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন।
    এ বিষয়ে প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ বক্তব্য পাওয়া যায়নি।

  • বদরগঞ্জে “ছাত্র,যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশ” নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

    বদরগঞ্জে “ছাত্র,যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশ” নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

    নিজস্ব প্রতিনিধিঃ

    রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৫নং লোহানিপাড়া ইউনিয়নে ছাত্র, যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামের  একটি অ-রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ করেছেন। শনিবার  (২৪ আগস্ট, ২০২৪) ছাত্র, যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে  শান্তি সুরক্ষা মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত শান্তি সুরক্ষা মিছিলে, সংগঠনটির নেতৃবৃন্দ সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন ।
    সংগঠনটির লক্ষ্যঃ
    ◾মাদক, গাঁজা, জুয়ার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ।
    ◾সামাজিক বনায়নের গাছ চুরির সিন্ডিকেট এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ।
    ◾অন্যায়, দূর্নীতি, জুলুম এর বিরুদ্ধে সোচ্চার।
    ◾ হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।
    ◾সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ
    ◾বৃক্ষ রোপন কর্মসূচী।
    ◾এলাকার শিক্ষার মান উন্নয়নে কাজ করা।
    ◾স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। ইত্যাদি।