Category: সারাদেশ

  • রংপুরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

    রংপুরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

    মোঃ সুজা উদ্দিনঃ

    মাঝে মধ্যে দু-একদিন বৃষ্টি হলে পরেও, গত দুই  সপ্তাহ ধরে রংপুরে প্রচণ্ড গরম অনুভুত হচ্ছে। একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে ক্রমাগত বিদ্যুতের লোডশেডিং। পল্লী বিদ্যুতের এই ভেলকিবাজিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রতি ঘণ্টায় কমপক্ষে একবার করে লোডশেডিং হচ্ছে। রাতে অসহনীয় লোডশেডিংয়ে ঘুমতে পারছে না জেলাবাসী।
    জেলা বা পৌর শহরে বিদ্যুৎ কিছুটা সময় থাকলেও  গ্রামগঞ্জের অবস্থা চরম পর্যায়ের দিকে। চলতি আমন মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও থেমে নেই লোডশেডিং। গেলো মাসে লোডশেডিংয়ের পরিমাণ কম হলেও গত কয়েকদিন ধরে তা মাত্রাতিরিক্ত বেড়েছে।
    কর্তৃপক্ষ বলছে, জাতীয় পর্যায়ে উৎপাদন সংকটের কারণে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করায় লোডশেডিংয়ের পরিমাণও বেড়েছে।
    এদিকে ঘন ঘন বিদ্যুত আসা যাওয়ার কারণে ফ্রিজ, টেলিভিশন, ফ্যানসহ বিভিন্ন মূল্যবান ইলেক্ট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। যা রংপুর বাসীর জন্য মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া অসহ্য গরমে বিদ্যুৎ না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা।  শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ব্যহত হচ্ছে ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবনযাত্রা।
    তীব্র এই গরমে লোডশেডিংয়ের ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সারাদিন পরিশ্রমের পর রাতে পরিপূর্ণ বিশ্রাম করতে না পারায় অতিষ্ঠ হয়ে উঠেছে তাদের জীবন। অনেকেই তীব্র তাপদাহ এবং লোডশেডিংয়ের কারণে খোলা জায়গায় হাতপাখা দিয়ে নিজেকে বাতাস করছেন। আবার কেউ খালি গায়ে গামছা গলায় বিদ্যুতের অপেক্ষায়। গরম আর লোডশেডিংয়ের মাঝে একটু স্বস্তির খোঁজে মধ্যরাতেও ঘরের বাইরে দেখা যায় অনেককে।

  • গণ-অভ্যুত্থান আর গত ১৬ বছরের নিপীড়নের চিত্র থাকবে গণভবনের জাদুঘরে : উপদেষ্টা নাহিদ

    গণ-অভ্যুত্থান আর গত ১৬ বছরের নিপীড়নের চিত্র থাকবে গণভবনের জাদুঘরে : উপদেষ্টা নাহিদ

    নাগরিক কথা ডেস্কঃ

    জাদুঘরে রুপ দেবার পর গণভবনে ছাত্র-জনতার অভ্যুত্থানের বিভিন্ন  ঘটনার পাশাপাশি  বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের নির্যাতন-নিপীড়নের চিত্রও থাকবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

    উপদেষ্টা বলেন, এখানে প্রথমত ৩৪ দিনের পুরো সময়ের স্মৃতির দিনলিপি থাকবে। যাঁরা শহীদ  হয়েছেন, তাঁদের তালিকা থাকবে, স্মৃতি থাকবে। এই আন্দোলন ছাড়াও গত ১৬ বছরের লড়াইয়ের একটি মুহূর্ত আমরা ৫ আগস্ট পেয়েছিলাম। এই ১৬ বছরে যে অমানবিক নির্যাতন- নিপীড়ন হয়েছে, যাঁরা গুম হয়েছেন, তাঁদের তালিকা থাকবে। যাঁরা বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন, এসব বিষয়ের একটি উপস্থাপনা থাকবে। এমনকি এখানে যে স্থাপনা এখন ভাঙা অবস্থায় রয়েছে, সেটিকে সেই অবস্থায় রেখে এখানে জাদুঘর করা হবে।

    মোঃ নাহিদ ইসলাম বলেন, গণভবনে আমরা দেখেছি, অনেক অনেক দেয়াল লিখনী রয়েছে, গ্রাফিতি রয়েছে। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ পুরো ভবনের চারিদিকে।  এখানে যেসব আসবাব লুট হয়েছে, পরে যেগুলো মানুষ ফেরত দিয়েছেন, সব কটি সংরক্ষণ করা হয়েছে। আমরা চেষ্টা করব সেগুলোকে রেখেই কার্যক্রম শুরু করতে।

    শনিবার, (৭ সেপ্টেম্বর,২০২৪), সকালে গণভবন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেছেন মোঃ নাহিদ ইসলাম। এ সময় আরও ছিলেন শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিদর্শন শেষে তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
    প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন হিসেবে ব্যবহৃত গণভবনকে জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় ঘটনা ধরে রাখতে জাদুঘর করার পরিকল্পনার অংশ হিসেবে তিন উপদেষ্টা সেখানে পরিদর্শন করেছেন।

  • মিঠাপুকুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম কে সাময়িক বরখাস্থ

    মিঠাপুকুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম কে সাময়িক বরখাস্থ

    মোঃ সুজা উদ্দিনঃ

    রংপুরের মিঠাপুকুর উপজেলার “মিঠাপুকুর মডেল মসজিদের পেশ ইমাম মো:আখেরুজ্জামান আজাদীর বিরুদ্ধে  ব‍্যাপক দুর্নীতি  ও অর্থ আত্মসাৎের অভিযোগ এসেছে।
    উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে মিঠাপুকুর মডেল মসজিদ পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার,(০৫ সেপ্টেম্বর ২০২৪), মোঃ আখিরুজ্জামান, পেশ ইমাম, মিঠাপুকুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিঠাপুকুরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

    এ প্রেক্ষিতে তার বিরুদ্ধে আনীত সূত্রস্থ অভিযোগে তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হবে না, আগামী ৭ (সাত) কার্য দিবসের মধ্যে এ মর্মে কারন দর্শানোর জন্য বলা হয়েছে।
    উল্লেখ্য তার অনুপস্থিতিতে মুয়াজ্জিন, মিঠাপুকুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমামের রুটিন দায়িত্ব পালন করবেন।

    উল্লেখ্য, এর আগে  মিঠাপুকুর উপজেলা মডেল মসজিদের এই ইমামের নামে ভূয়া এতিমখানা ও মাদ্রাসা দেখিয়ে (ছয়-টন) এতিমদের জন্য বরাদ্দ দেয়া চাল আত্মসাৎ করার অভিযোগ উঠেছিলো।
    তবে, ইমাম আখিরুজ্জামানের সঙ্গে গণমাধ্যমের কথা হলে তিনি জানিয়েছিলেন, আমি পরিস্থিতির স্বীকার। আমাকে ব্যবহার করা হয়েছে। কে ব্যবহার করেছে, জানতে চাইলে তিনি জানান, মানুষ ভুলের উর্ধ্বে নয়! সময় হলে সব জানতে পারবেন। এই বলে তিনি সংবাদ প্রকাশে বিরত থাকার অনুরোধ জানান সে সময়।

  • রংপুরের পীরগঞ্জে বিদ্যুৎ স্পর্শে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

    রংপুরের পীরগঞ্জে বিদ্যুৎ স্পর্শে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

    মোঃ সুজা উদ্দিনঃ

    রংপুরের পীরগঞ্জে মোতাল্লেব হোসেন (১৫) নামের এক শিশু শ্রমিক বিদ্যুৎ স্পর্শে প্রাণ হারানোর ঘটনা ঘটেছে । নিহত মোতাল্লেব হোসেন  উপজেলার কাবিলপুর ইউনিয়নের নিচ কাবিলপুর গ্রামের মৃত- মোঃ হাসান আলীর পুত্র।

    বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পূর্বে পীরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন (ওসমানপুর) একটি বহুতল ভবনের ৩য় তলায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
    প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের পাশে পীরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন শঠিবাড়ি মহাবিদ্যালয়ের সাবেক প্রভাষক আব্দুল গফুর মিয়ার একটি বহুতল ভবনের কাজ চলছিল। ভবনের পাশ দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন পল্লী বিদ্যুৎ এর প্রধান তার। ভবনের ৩য় তলায় কাজ করার সময় অসাবধানতাবসত শিশু শ্রমিক মোতাল্লেব ওই তারে জড়িয়ে পড়লে গোটা শরীর কালো হয়ে ৩য় তলা থেকে মাটিতে লুটিয়ে পড়ে।
    ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে দুই সহোদর ভাইয়ের সলিল সমাধি

    ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে দুই সহোদর ভাইয়ের সলিল সমাধি

    মাসুদ হোসেন খানঃ

    মাদারীপুরে জেলার গোপালপুর ইউনিয়ন পূয়ালি এলাকার মিলন মুন্সী ও আল আমিন মুন্সী চার মাস আগে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্য লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে দুই ভাই মিলন মুন্সী ও আল আমিন মুন্সীর মৃত্যু হয়েছে। চার মাস পর বুধবার (৪ সেপ্টেম্বর) পরিবারে মৃত্যুর খবর আসলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এবং এলাকায় নেমে আসে শোকের ছায়া।

    দুই ভাইয়ের মৃত্যুর খবরে তাদের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের মাতম। এই ঘটনায় অবৈধ পথে বিদেশে মানবপাচারকারী দালালের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এ বিষয়ে আইনগত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

    একসঙ্গে দুই সন্তানের মৃত্যুতে, এ শোক কিছুতেই মেনে নিতে পারছেন না মা মায়া বেগম। আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। দুই ভাইয়ের মৃত্যুর খবরে বাড়িতে ছুটে আসছেন এলাকার প্রতিবেশীরা। কোন ভাবেই থামছেনা স্বজনদের আহাজারি।

    জানা যায়, ৭ মাস আগে ভাগ্যের চাকা ঘুরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালির উদ্দেশ্যে রওয়ানা দেন মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ারী গ্রামের সিরাজ মুন্সীর ছেলে মিলন মুন্সী (৩৫) ও আল আমিন মুন্সী (৩২)। মাঝপথে লিবিয়া গিয়ে তারা অবস্থান করেন।

    পরে গত ২৭ এপ্রিল লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় অর্ধশত মানুষের সঙ্গে ইতালির উদ্দেশ্যে যাত্রা করে দুই ভাই। ভূমধ্যসাগরে পৌঁছালে বহনকারী নৌকাডুবিতে দুই সহোদরের মৃত্যু হয়। বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও চারমাস পর বুধবার সকালে মিলন ও আল আমিনের মৃত্যু খবর আসলে পরিবারে শুরু হয় শোকের মাতম।

    স্বজনরা জানায়, মানবপাচারকারী চক্রের অন্যতম সদস্য গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর সহজভাবে ইতালি নেয়ার প্রলোভন দেয়। এতে ধারদেনা করে ৩০ লাখ টাকা দালালের হাতে তুলে দেয় স্বজনরা। একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে ঋণের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় দুই ভাইয়ের পরিবার। এই ঘটনায় জড়িত দালালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

    ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ফরহাদ মাতুব্বর। গোপালপুর ইউনিয়ন পরিষদে গিয়েও তাকে পাওয়া যায়নি। বিস্তারিত জানতে ইউপি চেয়ারম্যানের ব্যবহৃত মোবাইল ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এদিকে নিহত মিলনের পরিবারে মা-বাবা স্ত্রী ও তিন বছরের এক ছেলে রয়েছে। আর আল আমিনের সংসারে স্ত্রী ও এক বছরের এক ছেলে রয়েছে।

    ছেলেহারা মা মায়া বেগম বলেন, ফরহাদ চেয়ারম্যান প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে ৩০ লাখ টাকা নেয়। তখন বলেছিল, সুন্দরভাবে আমার দুই ছেলেকে ইতালি পাঠাবে। কিন্তু এভাবে আমার দুই ছেলের মৃত্যু হবে, এটা মেনে নিতে পারছি না। এই ঘটনার বিচার চাই। আর ধারদেনা পরিশোধে সরকারের সহযোগিতা চাই।

    মিলন ও আল আমিনের খালা আনোয়ারা বেগম বলেন, একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু, এটা কিছুতেই মেনে নিতে পারছি না। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিল ওই দুই ভাই। দালাল ফরহাদ মাতুব্বর এই ঘটনার জন্য দায়ী, এর বিচার চাই।

    এবিষয়ে সুজন তালুকদার নামে একজন বলেন, দালাল ইউপি চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর দীর্ঘদিন ধরে এলাকার যুবকদের প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এই ফরহাদ মাতুব্বর মানবপাচার চক্রের শীর্ষ সক্রিয় সদস্য, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে সে। তার কঠিন বিচার দাবি করছি।

    ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ইতালি যাবার পথে দুই ভাইয়ের মৃত্যুর খবরটি বিভিন্ন অনলাইনের মাধ্যমে জানতে পেরেছি। নিহতের পরিবার থেকে এখনও কোন অভিযোগ করেনি। অভিযোগ আসলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ডাসার উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, মিলন ও আল আমিনের পরিবার থেকে এখনও এবিষয়টি প্রশাসনকে জানানো হয় নাই। তবে, খোঁজখবর নিয়ে দ্রুত আইনগত পদক্ষেপ নেয়া হবে। এছাড়া মানবপাচারের ঘটনায় ইউপি চেয়ারম্যান জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

     

  • জামালপুরে মুক্তিযোদ্ধাদের সাধারন সভা অনুষ্ঠিত

    জামালপুরে মুক্তিযোদ্ধাদের সাধারন সভা অনুষ্ঠিত

     

    খোরশেদ আলম

    স্বাধীনতার অতন্দ্র প্রহরী জামালপুরে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা আড়ায়টার দিকে শহরের মাতৃ সদন রোডস্থ মুক্তিযোদ্ধা সংসদের  জেলা কার্যালয়ে এক সাধারণ  সভার আয়োজন করা হয়।

    সভায় সাবেক সাস্থ্য উপমন্ত্রী ও বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হকের সভাপতিত্ব বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি মোখলেসুর রহমান হিরু, বীর মুক্তিযোদ্ধা মো: জালাল উদ্দিন, আবুল হোসেন,হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম,আলাল উদ্দিন, নাজিম উদ্দিন ও বীরমুক্তিযোদ্ধা সন্তান ওয়ারেছ আহম্মেদসহ অনেকে।

    সভায় বীর মুক্তিযোদ্ধারা ও সাবেক উপমন্ত্রী সিরাজুল হক বলেন,দেশে ৮০ হাজার প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছে। এর বাইরে যারা মুক্তিযোদ্ধের খাতায় নাম লিখে, বছরের পর বছর ভাতার অন্তর্ভুক্ত হয়ে বিভিন্ন সুবিধা নিয়ে আসছেন, তাদের বাছাই করার এখনই সময়। সাবেক উপমন্ত্রী আরো বলেন, এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্য আজ প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান হানি হয়েছে,তাই ভুয়া মুক্তিযেদ্ধাদের বাছাই করে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি ও দীর্ঘদিনের জামালপুরের একাংশের প্রকৃত মুক্তিযোদ্ধারা ঝিমিয়ে পড়া থেকে চাঙ্গা করতেই আজকের সাধারণ সভার আয়োজন করা হয়।

  • ভেঙে ফেলা হচ্ছে শঠিবাড়ীতে অবস্থিত সোহাগ সিনেমা হল।

    ভেঙে ফেলা হচ্ছে শঠিবাড়ীতে অবস্থিত সোহাগ সিনেমা হল।

    মোঃ সুজা উদ্দিনঃ

    রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বাজার রংপুর- ঢাকা মহাসড়কের পাশেই অবস্থিত একসময়ের জনপ্রিয় সিনেমা হল সোহাগ। কালের পরিক্রমায় হলটির জৌলুশ হারিয়েছে।শঠিবাড়ী ও মিঠাপুকুর মিলে তিনটি সিনেমা হল ছিলো। এর আগেই দুটো সিনেমা হল ভেঙে ফেলেছেন মালিক পক্ষ।

    জানা যায়,নব্বইয়ের দশকে দেশে প্রায় ১ হাজার ২৫০ সিনেমা হল ছিল। সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে একশত এর নিচে।

    স্থানীয়রা জানান, সিনেমা হলের পরিবেশ, রুচিসম্মত ছবির অভাব,আর ঘরে ঘরে টেলিভিশন চলে আসায় এ ব্যবসায় ধস নেমে গেছে অনেক আগেই। অথচ এক সময় এ সিনেমা হলটিই ছিলো এ এলাকার কিছু মানুষের আনন্দ-বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র।

    কর্তৃপক্ষ সিনেমা হলটি ভেঙে কি তৈরি করবে সেটা স্পষ্ট এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ভেঙ্গে ফেলা সিনেমা হলের এই জায়গাটিতে বহুতল মার্কেট নির্মাণ করা হতে পারে ।

     

  • মিঠাপুকুরে জামায়াত সমর্থিত ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগ

    মিঠাপুকুরে জামায়াত সমর্থিত ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগ

    নাগরিক কথা ডেস্কঃ

    রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বন্যার্তদের সহযোগিতার নামে নগদ টাকা সংগ্রহ করে আত্মসাতের চেষ্টাকালে চেয়ারম্যান বাঁধা দেওয়ায় এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

    শনিবার (৩১ আগস্ট) রাতে এ হামলার ঘটনা ঘটে।রোববার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ।

    এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ভাংনী ইউপি চেয়ারম্যানের ভাতিজা ফাহিম মুনতাসীর ওয়াহেদী।
    অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার ভাংনী ইউনিয়নে বন্যার্তদের সাহায্যের নামে ‘আল মা আরিজ যুব সংগঠন’র ব্যানারে নগদ প্রায় ২ লাখ টাকা কালেকশন করে কাগজীপাড়া গ্রামের মোতাকাব্বের হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্রুপ। কালেকশনের টাকা বন্যার্তদের সহযোগিতায় না পাঠিয়ে টালবাহানার কারণে দ্বন্দ্ব বিবাদ লাগে সংগঠনের সদস্যদের মধ্যে। এই বিষয়টি জানাজানি হলে ইউপি চেয়ারম্যান উত্তোলিত টাকা বন্যার্তদের সহযোগিতায় সরকারি ফান্ডে পাঠাতে বলে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ভাংনী ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের বাসিন্দা স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব ও সাবেক ছাত্রলীগ নেতা দোলনের ইন্ধনে মোতাকাব্বের হোসেন, রিয়াল মিয়া, নাঈম মিয়া, মোরছালিন মিয়া, এনামুল হক হলুদ, তাজমুল হোসেন, রুকু মিয়াসহ অজ্ঞাত ২০/২৫ জনসহ লাঠি, লোহার রড ও দা নিয়ে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলার পূর্বে চেয়ারম্যানের বসতবাড়িতে অবস্থিত হোমিওপ্যাথিক ফার্মেসিতে প্রবেশ করে দরজা, টেলিভিশন, চেয়ার, টেবিল ভাঙচুর করে আনুমানিক ৩৯ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে ও ক্যাশ টেবিলের ড্রয়ার থেকে ৮৬ হাজার টাকা নিয়ে যায় এবং চলে যাওয়ার সময় দেশীয় অস্ত্র উঁচিয়ে চেয়ারম্যানকে প্রকাশ্য হত্যা করার হুমকি প্রদান করে।

    ভাংনী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন জানান, মোতাকাব্বের ছেলেটি নিজের শারীরিক প্রতিবন্ধীটাকে পুঁজি করে মাঝে মধ্যেই বিধবা ভাতাসহ সমাজকল্যাণ বিভাগের বিভিন্ন কাজ নিয়ে আমার কাছে তদবির করতে আসে। আমি কোনো তদবিরকারীকে প্রশ্রয় না দেওয়ায় আগে থেকেই ক্ষিপ্ত ছিলেন আমার ওপর। সর্বশেষ শনিবার রেজিস্ট্রেশনবিহীন সংগঠনের নামে বন্যার্তদের সহযোগিতার অজুহাতে কালেকশনকৃত নগদ অর্থ নিয়ে দ্বন্দ্বের বিষয়ে জানতে পেরে জনপ্রতিনিধি হিসেবে সরকারি ফান্ডে জমা দিতে বলি। এতেই ক্ষিপ্ত হয়ে সাবেক স্বৈরাচারের দোসরদের উস্কানিতে আমার অনুপস্থিতিতে বসতবাড়িতে হামলা চালিয়েছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

    এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুজ্জামান শিমুল জানান, এক বছর হয়নি আমাদের জামায়াত সমর্থিত পায়রাবন্দ ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে হত্যার রহস্য আজও উদঘাটন হয়নি। আবারও আমাদের উপজেলার আরেক ইউপি চেয়ারম্যানকে হত্যার উদ্দেশে বসতবাড়িতে হামলা চালানো হলো। আমরা বড় কোনো দুর্ঘটনার পূর্বে এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
    মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
    (তথ্য সূত্র- সংগ্রহীত)

  • জামালপুরে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

    জামালপুরে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

    খোরশেদ আলমঃ

    জামালপুরে বন্যার্তদের জন্য সাহায্য চেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (০১ সেপ্টেম্বর) বিকেলে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী ফজলুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: ওয়ারেছ আলী মামুন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো: লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান হারুন, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

    আলোচনা সভা শেষে সকল নেতাকর্মীদের মধ্যে থেকে বন্যার্তদের সহায়তার জন্য ত্রাণের অর্থ সংগ্রহ করা হয়।
    আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • মিঠাপুকুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভূমি অফিসে ছাত্র-জনতার অবস্থান

    মিঠাপুকুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভূমি অফিসে ছাত্র-জনতার অবস্থান

    নিজস্ব প্রতিনিধিঃ

    রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৩নং গোপালপুর  ইউনিয়নের চিলাখাল ইউনিয়ন ভূমি অফিসে খাজনা খারিজ ও খতিয়ান সরবরাহ বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি সেবা প্রত্যাশী জনসাধারণকে নানাভাবে হয়রানি করা সহ নানাবিধ দূর্ব্যবহারের অভিযোগ উঠেছে ভূমি সহকারী কর্মকর্তা সাদেকুল ইসলামের বিরুদ্ধে।

    এ ঘটনায় রবিবার, (০১সেটেম্বর) সকাল ১১ টা থেকে টানা দুই ঘন্টা ভূমি অফিস চত্বরে অবস্থান নেয় এলাকার ভূক্তভোগী জনগণ সহ ছাত্র-জনতা। এ সময় তারা ঐক্যবদ্ধ হয়ে অফিস চত্ত্বরে এসে ওই ভূমি কর্মকর্তা আর তার নিয়োগকৃত দালালদের বিরুদ্ধে  ক্ষোভে ফেটে পড়েন।

    সরেজমিনে, চিলাখাল ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে জানা যায় ,সাদেকুল ইসলাম গোপালপুর ইউনিয়নের চিলাখাল ভূমি অফিস সহ  চেংমারী ইউনিয়ন ও বড়বালা ইউনিয়নের ছড়ান ভূমি অফিস সহ মোট ৩টি ইউনিয়নের  দ্বায়িত্ব বিগত ২ বছর ধরে পালন করছেন। এরই মধ্য তিনি অফিস কর্মচারী, স্থানীয় দালাল, ভূমিদস্যু ও উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিসের মুহুরীদের নিয়ে ঘুষ বাণিজ্যের একটি সিন্ডিকেট গড়ে তুলে মাসে কয়েক লক্ষ্যধিক টাকার ঘুষের কারবার করেন বলে জানা গেছে । কোনো দালাল ছাড়া সাধারণ সেবা প্রত্যাশীদের কেউ তার কাছে গেলে খারাপ আচরণ করে অফিস থেকে বের করে দেওয়া সহ নানাবিধ হয়রানি করতে থাকেন।

    এসব অনিয়ম আর ঘুষ নৈরাজ্যের প্রতিবাদে গোপালপুর ইউনিয়নের তিন শতাধিক ছাত্র জনতা আজ রবিবার অফিস চত্বরে এসে উক্ত কর্মকর্তা ও কর্মচারীদের উপর  ক্ষোভে ফেটে পড়েন। তারা বলেন, অফিসের পিয়ন পরিচয়ধারী ইব্রাহীমের হাতেই মাসে লক্ষ লক্ষ টাকার ঘুষ বাণিজ্য শুধু চিলাখাল  অফিসেই হয়। অথচ এই ইব্রাহীম এই অফিসের কোনো স্টাফই নন। তার কোনো হাজিরা খাতাও নেই। শুধু তাই নয়,কোনো সেবা প্রত্যাশীরা এলে অফিসে ঢুকার আগেই স্থানীয় দালালেরা তাদের বিভিন্ন ভাবে ভয় ভীতিজনক কথাবার্তা বলে কাগজ পত্র টাকা পয়সা হাতিয়ে নেন। সেখানে আরও আছে সাব-রেজিষ্ট্রি অফিসের মুহুরি ও ফড়িয়া নেতারাও, এদের জ্বালায় কেউ সহজেই কোনো সেবা পায়না। এদের ডিঙ্গিয়ে কেউ অফিসে গেলে তাদের দিনের পর দিন হয়রানীর শিকার হতে হয়।

    চিলাখাল গ্রামের আব্দুল মতিন মন্ডল বলেন, চেংমারী ইউনিয়নের তিলকপাড়া মৌজায় আমার শালার একটি জমি খারিজ করতে দিছিলাম। প্রথম আবেদনটি এই তহশীলদার প্রতিবেদন দিয়ে বাতিল করেছে। বলেছে উক্ত খতিয়ানে তার অংশের কোনো জমি নেই। খারিজ দেওয়া সম্ভব নয়। অথচ সবই ঠিক ছিলো। পরের বার আবার আবেদন করেছি।  টাকা নিয়ে খারিজ পার করে দিছে। স্থানীয় বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম বলেন, আমার আদালতে ভূমির মামলায় তহশীল প্রতিবেদনের জন্য ১০ হাজার টাকা নিয়েছে তহশীলদার সাদেকুল ইসলাম।  আমার জায়গা জমি রেকর্ড সহ দলিল পত্রাদি সবেই ঠিক আছে। তদন্তে গিয়ে বিবাদীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছে। এখন আমারই বিরুদ্ধে আদালতে প্রতিবেদন প্রস্তাব পাঠিয়েছে। ঘুরিয়াখাল গ্রামের সাবেক মেম্বার আমিনুর রহমান রনজু ব্যাবসায়ী গোলাম মোস্তফা, দূর্গামতি গ্রামের শেরেকুল ইসলাম, মাঠের হাটের আঃ রশিদ ফকির, কৃষ্ণ পুরের টিসিবি ডিলার মোস্তাফিজার রহমান বাবুল ও এজরা পাড়ার বুলু মিয়া, বাবুরহাটের মনোয়ার হোসেন, শাহিন আলম সহ স্থানীয়  শতাধিক জন ব্যাক্তি বলেন, খাজনা- খারিজে ভীতি দেখিয়ে তারা সবারই কাছে অতিরিক্ত অর্থ আদায় করে নিয়েছেন। ২টি খাজনার চেকে ৮ শত টাকা উঠিয়ে দিয়ে ৯ হাজার টাকা আত্নসাত করেছে।অতিরিক্ত টাকা না দিলে বিভিন্ন ভাবে সব কাজেই হয়রানীর শিকার হতে হয়।

    এছাড়াও ছড়ান ভূমি অফিসের আওতাধীন তরফবাদী মৌজার ২৯৮ হোল্ডিং-এর কেশবপুরের মনোয়ার হোসেন বলেন,আমার বাবার ১৮৩ শতক জমির পূর্বের কোনো খাজনা পরিশোধ করা ছিলনা। ভয়ভীতি দেখিয়ে তহশীলদার সাদেকুল ১০ হাজার টাকা নিয়ে ৪২৪ টাকার খাজনার রশিদ প্রদান করেছে।  ছড়ান আরাজি শিবপুর গ্রামের হুমায়ুন কবির বলেন, হেবা দলিল মূলে আমরা ৪ ভাই পিতার সম্পতির মালিক। সম্প্রতি বড়বালা মৌজার ৪০৫৪৪০৫৫ নং দাগ সহ অন্যান্য দাগের সব দামী জমি গুলো তহশীলদার সাদেকুল ইসলাম আমার প্রতিপক্ষ দুইভাই হারুন ও মর্তুজার কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়ে খারিজ করে দিয়েছেন। অথচ আমরা ৪ ভাইয়েই ওই সব সম্পতির সমান মালিক। এখন আমরা চরম বিপাকে পড়েছি। ভূমি অফিসে যাচ্ছি এসিল্যান্ড অফিসে যাচ্ছি।  কোনো সুরাহাই পাচ্ছিনা। উল্টো তার অফিসের পিয়ন আশরাফুল এটা ঠিক করে দেওয়ার জন্য আমাদের কাছ থেকে উল্টো টাকা দাবী করছে।

    এ রকম শত শত অভিযোগ নিয়ে আজ রবিবার ভূক্তভোগী সেবাপ্রত্যাশীরা চিলাখাল ভূমি অফিস চত্বরে অবস্থান নেয়।ভূমি সহকারী কর্মকর্তা সাদেকুল ইসলামের এ সমস্ত অনিয়ম ঘুষ বাণিজ্যের  প্রতিকার চান এবং যাদের অতিরিক্ত অর্থ গ্রহণ করা হয়েছে সেগুলো সবেই ফেরত চান।এ সময় উপায়ন্তর না পেয়ে ভূমি কর্মকর্তা সাদেকুল ইসলাম প্রকাশ্যে জনসম্মুখে সবারই উদ্দেশ্য ক্ষমা চেয়ে নেন এবং এমন ভূল দূর্ণীতি দালাল বাণিজ্য আর হবেনা বলে অঙ্গীকার করেন।

    ছাত্র জনতার সমন্বয়ক ডাঃ মো রাশেদুল ইসলাম, শাওন মিয়া, হৃদয় ও নাজির হোসেন বাবু সহ একাধিকজন বলেন, এখানে এতোদিন ধরে যা ঘটেছে সবটাই দূর্ণীতি শোষণ আর জুলুম। কোনো সেবাপ্রত্যাশী ব্যাক্তিরা দালালের হাত না ধরে এখানে এসে কাঙ্ক্ষিত সেবা পাননি। অফিস স্টাফরাও যা যা করেছে সেটাও অনেক খারাপ। অনেক বড় জালিয়াতি আর জুলুম করেছে। এমনটা আর কোথাও হয় বলে আমাদের জানা নেই। এই অনিয়ম আর জুলুম থেকেই এই তহশীলদারের প্রতি আজ এতো জনরোষ।

    এ সময় ছাত্র জনতার সমন্বয়ক ডাঃ মো রাশেদুল ইসলাম
    একটি লিখিত অভিযোগ পত্র পাঠ করেন।
    ১। দুর্নীতিমুক্ত চিলাখাল (বাবুর হাট) কাচারী অফিস চাই।
    ২। দালালমুক্ত কাচারী অফিস চাই।
    ৩। কর্মকর্তা-কর্মচারীদের প্রকাশ্য তালিকা চাই।
    ৪। অতিরিক্ত খাজনা আদায় প্রমান সাপেক্ষে ফেরত দিতে হবে।
    ৫। তফসিলদার কর্তৃক খাজনা বাবদ অতিরিক্ত টাকা আদায় প্রসঙ্গে সেই সঙ্গে সমস্ত ভুক্তভোগীকে খাজনার চেক ছাড়া অতিরিক্ত অর্থ ফেরত দিতে হবে।
    ৬। খাজনা বাবদ প্রতি শতক জমির প্রতিবছর অনুযায়ী সরকারী নির্ধারিত মূল্য অফিসের নোটিশ বোর্ডে নিদিষ্ট ভাবে উল্লেখ করতে হবে।
    ৭। অফিসের  কর্মকর্তার কর্মচারীর উপস্থিতি যথা সময়ে এসে হারানী মুক্ত পরিবেশ তৈরি করা এবং দালালমুক্ত বহিরাগত অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে৷
    ৮। যদি সম্ভব হয়, খাদনা বাবদ চেক প্রদান ও অনলাইনে কোন লেন-দেন এর প্রিন্ট কপি অফিসেই ব্যবস্থা করতে হবে।
    উক্ত অভিযোগ পত্রটিতে ভূমি সহকারী কর্মকতা সীল স্বাক্ষর করেন।

    এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মুলতামিস বিল্লাহ বলেন, ওই ইউনিয়ন ভূমি কর্মকর্তা (সাদেকুল ইসলাম) এর ওখানে যেটা অনিয়ম ঘুষ বাণিজ্য হয়েছে, তার সবটারই অভিযোগ তদন্ত করা হবে। কেউ দূর্ণীতি করে পার পেয়ে যাবেন, এমন ভাবনা ভাবার সময় আর নেই। আমি নিজেই এগুলোর তদন্ত করবো। বিভাগীয় পর্যায়েও তাকে নিয়ে কথা বলবো। সেখান থেকেও তদন্ত করা হবে।  তাকে ডেকে নিয়ে এ ঘটনার জন্য কারণ দর্শানো হবে।  ভিডিও ফুটেজ দেখে ও অভিযোগকারী গণের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হবে।

    ভিডিও লিংক – https://youtu.be/QCsfMHaKKQo?si=I3p4ecCLWFS-_O95