Category: সারাদেশ

  • জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারের বনিক সমিতি’র কমিটি গঠন।

    জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারের বনিক সমিতি’র কমিটি গঠন।

    খোরশেদ আলমঃ

    স্থানীয় সূত্রে জানা যায় গত এক বছর  যাবত নরুন্দি বাজারের কমিটি না থাকার ফলে বিভিন্ন সময় বাজারে চুরি ছিনতাই এর ঘটনা ঘটে তার প্রেক্ষিতে বাজারের সকল বণিকদের মতামতের ভিত্তিতে নরুন্দি বাজারে সকল বণিকদের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠিত সাধারণ সভায়,পয়ত্রিশ (৩৫) সদস্য বিশিষ্ট কার্যকরী আব্বায়ক কমিটি গঠন করা হয়।
    নতুন কমিটি ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার নরুন্দি বাজার  অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। ব্রহ্মপুত্র নদের পারঘেসা নরুন্দি বাজার।  দিন দিন বৃহত্তম একটি বাজারে পরিনত হয়েছে। মানুষের আস্থার কারন হিসেবে নরুন্দি বাজারে, বিশেষ করে পাশের বিলের তরতাজা মাছ, শাকসবজি, চরাঞ্চলের খাটি গাভীর দুধসহ সকল প্রকার নির্ভেজাল পন্য এ বাজারে পাওয়া যায়। ইলেকট্রনিক, স্যানেটারি, হার্ডওয়্যার, শাড়ীকাপড় সহ যে কোন ধরনের পন্য এখন নরুন্দি বাজারেই পাওয়া যায়।
    যেতে হয়না নান্দিনা বা জামালপুরে। স্থানীয় জনসাধারনের কাছে নরুন্দি  বাজার এখন অনেকটাই গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় হয়ে উঠেছে। গত এক বছর যাবত কোন কমিটি না থাকায়  ১৭-০৯-২০২৪ ইং তারিখে নরুন্দি  বাজারে সাধারণ সভার মাধ্যমে সকল সদস্যদের উপস্থিতিতে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সকল বণিকদের সম্মতিক্রমে কার্যকরী কমিটির আহবায়ক নির্বাচিত হন বাজারের সাধারণ ব্যবসায়ী ও নরুন্দি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি এমদাদুল হক।

    সদস্য সচিব নির্বাচিত হন সাধারন ব্যবসায়ী মুক্তার হোসেন।
    কোষাধক্ষ্য নির্বাচিত হন সাধারণ  ব্যবসায়ী আমিনুল ইসলাম মামুন। উক্ত কমিটিতে পাঁচ (৫)জন যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন এবং ২৭জন বনিক সদস্য নির্বাচিত হন।
    কার্যকরী কমিটির নবনির্বাচিত আহবায়ক এমদাদুল হক জানান, সকল সদস্যরা আমাকে তাদের সমর্থনের মাধ্যমে আহবায়ক নির্বাচিত করেছে এ জন্য বনিক সমিতির সকল সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। তিনি বলেন পাশাপাশি আমি সকলের সহযোগিতা নিয়ে নরুন্দি বাজারের উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই।

  • রংপুরে আওয়ামিলীগ নেতা তুষার কান্তি মন্ডলের ০৭ দিনের রিমান্ড মন্জুর

    রংপুরে আওয়ামিলীগ নেতা তুষার কান্তি মন্ডলের ০৭ দিনের রিমান্ড মন্জুর

    মোঃ সুজা উদ্দিনঃ

    রংপুরে আওয়ামিলীগ নেতা তুষার কান্তি মন্ডলের ০৭ দিনের রিমান্ড মন্জুর আদালত।
    আজ বৃহস্পতিবার, (১৯ সেপ্টেম্বর, ২০২৪) রংপুর মহানগর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড মন্জুর করেন বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালত, রংপুর। তাকে জিআর ৩৮৬/২৪ (কোতয়ালী), ৩৮৭/২৪ (কোতয়ালী), ৪০১/২৪ (কোতয়ালী), ৪০২/২৪ (কোতয়ালী), ৪০৩/২৪ (কোতয়ালী) মূলে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে হাজির করা হয়। এ সময় জিআর ৩৮৭/২৪ (কোতয়ালী) মূলে ভিকটিম আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উক্ত আসামীর ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে শুনানী শেষে বিজ্ঞ আদালত ৭ দিনের পুলিশ রিমান্ড মন্জুর করেন। তার বিরুদ্ধে অন্যান্য মামলাগুলি তদন্তাধীন আছে।
    উল্লেখ্য যে, গত ১৭/০৯/২০২৪ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সাভার এলাকার একটি বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

  • নবাগত জামালপুর জেলা প্রশাসকের সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন ই-প্রেস ক্লাব

    নবাগত জামালপুর জেলা প্রশাসকের সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন ই-প্রেস ক্লাব

    খোরশেদ আলম:

    আজ বিকেলে জামালপুর জেলা প্রশাসকের হল রুমে  নবাগত জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম এর সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচছা জানান আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব এর নেতৃবৃন্দ।

    শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম।

    এসময় আরো উপস্থিত ছিলেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী এবং আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোঃ তৌফিকুল ইসলাম, ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সহ সভাপতি শাহ্ মোহাম্মদ আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোসতোজা বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, কোষাধ্যক্ষ শারমিন আক্তার, দফতর সম্পাদক মোঃ আহসান হাবীব সুমন, শিল্প বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম গান্ধী।

    এসময় জেলা প্রশাসকের সাথে জামালপুর জেলার সার্বিক বিষয়ে আলোচনা হয়।

  • জামালপুর জেলার ৩০ টি শিশু ও তিনটি যুব ফোরামের স্বপ্নপূরণ অনুষ্ঠান

    জামালপুর জেলার ৩০ টি শিশু ও তিনটি যুব ফোরামের স্বপ্নপূরণ অনুষ্ঠান

    খোরশেদ আলম

    জামালপুর জেলার ৩০টি শিশু সংগঠন ও তিনটি যুব সংগঠনের সাড়ে চারশো শিশু নিয়ে “আমার জীবন আমার স্বপ্ন” নামক বাৎসরিক স্বপ্নপূরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। জেলা শিশু ফোরামের সভাপতি অর্পিতার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার শহীদ জিন্নাত পিংকি ও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোরশেদ ইকবাল, প্রোগ্রাম ডাইরেক্টর উন্নয়ন সংঘ, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামিমা খান, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, মিনারা পারভীন প্রোগ্রাম ম্যানেজার উন্নয়ন সংঘ, উজ্জ্বল প্যাটিক কোরাইয়া – স্পন্সরশিপ অফিসার – ওয়ার্ল্ড ভিশন, সাগর ডি কস্তা- এপি ম্যানেজার ওয়াল্ড ভিশন। অনুষ্ঠান উদ্বোধন ও উদ্দেশ্য আলোচনা  করেন সেবাস্টিয়ান পিউরিফিকেশন  সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন  বাংলাদেশ।

    উক্ত অনুষ্ঠানে শিশুদের জীবনের স্বপ্ন পূরণে সম্মানিত অতিথিগণ বক্তব্য রাখেন।

    উক্ত অনুষ্ঠানে ৩০ টি শিশু ফোরামের সদস্যরা দুই হাজারের অধিক তালের বীজ  নিয়ে আসেন। সর্বাধিক তাল বীজ সংগ্রহকারী শিশুকে পুরস্কৃত করা হয়।

    উক্ত অনুষ্ঠানের মাধ্যমে আড়াইহাজার শিশুদের একটি করে স্কুলের ব্যাগ ব্রাশ, সাবান প্রধান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    ইউএনও মহোদয় শিশুদের বীজ  সংগ্রহ ও  দিয়ালিকা প্রদর্শন, আমার জীবন আমার স্বপ্ন বই পরিদর্শন, শিশুদের বাৎসরিক কার্যক্রমের ফটো গ্যালারী পরিদর্শন করেন। চাইল্ড ফোরামের বাৎসরিক  কার্যক্রমের ছবি গ্যালারি প্রদর্শন করেন এবং অনুষ্ঠান শেষে ইউএনও মহোদয় শিশুদের প্রতিভা বিকাশ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও তালের বীজ সংরক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন।

    এ আয়োজনের জন্য উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড  ভিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
    পরে  দেয়ালিকা তৈরীতে শ্রেষ্ঠ দলকে পুরস্কৃত করা হয়।
    অনুষ্ঠান শেষে ইউএনও মহোদয় সকল শিশুদের মধ্যে একটি করে জ্যামিতি বক্স, বই, ছাতা  ও দেয়ালিকা তৈরীতে শ্রেষ্ঠ দলকে পুরস্কৃত করা হয় বিতরণ করেন।

  • মিঠাপুকুরে বীর মুক্তিযোদ্ধা “শ্রী অনিল চন্দ্র মহন্তের মৃত্যু

    মিঠাপুকুরে বীর মুক্তিযোদ্ধা “শ্রী অনিল চন্দ্র মহন্তের মৃত্যু

    মোঃ সুজা উদ্দিনঃ

    রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা “শ্রী অনিল চন্দ্র মহন্তের মৃত্যু হয়েছে।
    জানা যায়, বীর মুক্তিযোদ্ধা “শ্রী অনিল চন্দ্র মহন্ত দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থাকা কালে আজ শনিবার, (১৪ সেপ্টেম্বর,২০২৪) সকাল ০৯ ঘটিকার সময় মৃত্যু বরন করেছেন।
    রাষ্ট্রীয় অর্থায়নে “বীর মুক্তিযোদ্ধা “শ্রী অনিল চন্দ্র মহন্তকে উপজেলার ১১নং ইউনিয়নের ছড়ান হিন্দু পাড়ায় “পাকা বিল্ডিং বাড়ি” করে দেওয়া হয়েছে । জীবনের শেষ কালে তিনি এই বাড়িতেই কাটিয়েছেন।
    তাঁর এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে।
    ওনার কিছু তথ্য নিন্মে তুলে ধরা হলো:
    নামঃ শ্রী অনিল চন্দ্র মহন্ত।
    মুক্তিযোদ্ধার নম্বরঃ ০১৮৫০০০০৯৩০
    পিতার নামঃ যতিন চন্দ্র মহন্ত।
    মাতার নামঃ কুনজ বালা।
    গ্রামঃ ছড়ান। ডাকঘরঃ ছড়ান। উপজেলাঃ মিঠাপুকুর।
    জেলাঃ রংপুর।

  • রংপুরে ভূমিদস্যু সরোয়ার গংয়ের বিরুদ্ধে মানববন্ধন

    রংপুরে ভূমিদস্যু সরোয়ার গংয়ের বিরুদ্ধে মানববন্ধন

     রবিন চৌধুরী রাসেল রংপুর জেলা প্রতিনিধিঃ

    রংপুরে ভূমিদস্যু সারোয়ার গংয়ের বিরুদ্ধে বুড়িরহাট এলাকাবাসী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

    শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টার সময় বুড়িরহাট রোড বটতলা মোড়ে এ মানববন্ধন আয়োজন করেন।

    তফশীলঃ- থানা কোতয়ালী (বর্তমান পরশুরাম), মৌজা-কোবারু, জেএল নং-৪২, হাল খতিয়ান নং- ৬৮২, বুজারত খতিয়ান নং-১৫১২ ডিপি খংনং-১৬৮, সাবেক দাগ-৩০১৯, হাল দাগ-২০১৯ জমি-৩৪ শতক ও সাবেক দাগ নং- ৩০২১, হাল দাগ ২০১৮ জমি-১.৪৫ একরের অংশ-৫২ শতক। উভয় দাগে মোট-৮ শতক।

    উক্ত মানববন্ধনে ভুক্তভোগী গোলাম আজম, তার ভাই মানিক আজমসহ স্থানীয় মিঠু মিয়া, জুয়েল মিয়া, জিবন, রুবেল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

    বক্তব্যে ভুক্তভোগী ও এলাকাবাসী বলেন, সাবেদা বেগম আমার বাবার ক্রয় সূত্রে ৮ শতক জমি অবৈধ ভাবে দখল করে আসছেন। বর্তমান কাউন্সিলর আবু হাসান চঞ্চল কাছে অভিযোগ দিলে। কাউন্সিলর অফিসে বসা হয়। কথা বলার মধ্যে দুই পক্ষের ১০জন ১০জন করে সদস্য নিয়ে সমাধান চেষ্টা করা হয়। হঠাৎ করে সাবেদা বেগমসহ তার লোকজন বৈঠক থেকে উঠে দশ দিনের সময় চায়। কাউন্সিলর সময় দিলে, দশ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন সিদ্ধান্তে আসে নাই। তালবাহানা করে সময় ক্ষেপন করে আসিতেছে এবং দখল ছেড়ে দিবে না বলে জানান।

  • নবাবগঞ্জে মুফতি আমির হামজার কুরআন মাহফিলে ১০ সনাতনী হিন্দু সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ!

    নবাবগঞ্জে মুফতি আমির হামজার কুরআন মাহফিলে ১০ সনাতনী হিন্দু সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ!

    নাগরিক কথা ডেস্কঃ

    দিনাজপুরের  নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে গত বৃহস্পতিবার, (১২সেপ্টেম্বর,২০২৪), রাতে ভাদুরিয়া আল জামিয়াতুল ইসলামিয়া মাজিদিয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা ৯ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল এতিম খানা হাফিজিয়া মাদ্রাসায় বিএডিসি উপ প্রধান প্রকৌশলী ডাবলু এর সভাপতিত্বে কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
    এতে প্রধান বক্তা হিসেবে আল আল কুরআন তাফসির বায়ান করেন প্রখ্যাত আলেমেদ্বীন মুফতি আমির হামজা কুরআন মাহফিলে পার্শ্ববর্তী গ্রামের এক পরিবারের ১০ জন সনাতন ধর্ম অবলম্বী( হিন্দু) সদস্যরা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারা হলেন শ্রীমতি অজিতন (৭৫) বর্তমান মুসলিম আমিছা শ্রী: কন্দল(৫০) বর্তমানে মুসলিম হযরত আলী, শ্রী ফেলানী (৪৫) বর্তমানে মুসলিম ফাতেমা খাতুন, রূপম কুমার(৩২) বর্তমানে মুসলিম হাসান মাহমুদ,শ্রী আগুন দাস(২০) বর্তমানে মুসলিম মো: আবীর হোসেন, শ্রীমতি বৃষ্টি (১৫ ) বর্তমানে মুসলিম ফারিয়া জান্নাত, টুপি রানী (২৭) বর্তমানে মুসলিম জামিলা খাতুন, শ্রী জয় (১০) বর্তমানে মুসলিম মো: জুনায়েদ, শ্রীমতি জয়া (৭) বর্তমানে মুসলিম নাম মোছা: হাসনাহেনা শ্রী মতি জ্যোতি(৬) বর্তমানে মুসলিম নাম মোছা: হুমায়রা।

    ✅ ভিডিও লিংক – https://youtu.be/pycRQ4WrKLM?si=koka2EmPn5FDl6kq

  • মিঠাপুকুরে বিয়ের পাত্রী দেখতে এসে বর কর্তৃক স্বর্ণালংকার চুরি: আটক বর

    মিঠাপুকুরে বিয়ের পাত্রী দেখতে এসে বর কর্তৃক স্বর্ণালংকার চুরি: আটক বর

    মোঃ সুজা উদ্দিনঃ

    রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুর (মরিচবাড়ি) এলাকায় বিয়ের জন্য পাত্রী দেখতে এসে অভিনব কায়দায় ঘটকসহ বিয়ের কনেকে চেতনানাশক মেডিসিন স্প্রেরের সাহায্যে অজ্ঞান করে স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।
    আজ (মঙ্গলবার) বিকেলে সেই বর উপজেলার মুসলিম বাজার এলাকায় স্থানীয়দের হাতে আটক হয়।

    বিস্তারিত আসতেছে…

  • বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মাদারীপুর জেলা প্রতিনিধিদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মাদারীপুর জেলা প্রতিনিধিদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

    মাসুদ হোসেন খানঃ

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মাদারীপুর জেলা শাখার প্রতিনিধিদের  সঙ্গে  জেলার নবাগত পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান, বিপিএম এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১১.০০ ঘটিকায় জেলা পুলিশের সম্মেলন কক্ষে মাদারীপুর জেলা পুলিশ সুপার এর সভাপতিত্বে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    মত বিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর  প্রতিনিধিগন জেলা পুলিশকে কোন রূপে দেখতে চান তার একটি রূপরেখা পুলিশ সুপার এর নিকট প্রদান করেন। প্রতিনিধিগন পুলিশকে সকল প্রকার রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে পেশাদারিত্ব বজায় রেখে জনগণের পুলিশ হিসেবে কাজ করার আহ্বান জানান সেই সাথে তারা দেশ ও জাতীর বৃহৎ কল্যাণে পুলিশের সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    মাদারীপুর জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান,বিপিএম বৈষম্য বিরোধী আন্দোলন মাদারীপুর জেলা প্রতিনিধিদের সাথে একমত পোষণ করে মাদারীপুর জেলা পুলিশ নতুন রূপে জনগণের সেবায় নিয়োজিত থেকে জনকল্যাণে কাজ করবে মর্মে আশ্বাস প্রদান করেন। পুলিশি কার্যক্রমে তিনি ছাত্র জনতাসহ জেলার আপামার জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পুলিশের সকল অফিসার বৃন্দ।

  • মাদারীপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    মাদারীপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    মাসুদ হোসেন খানঃ

    মাদারীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার ( ৯ সেপ্টেম্বর  ২০২৪) বিকালে জাতীয়তাবাদী মহিলা দল মাদারীপুর জেলা শাখার আয়োজনে শহরের পাঠককান্দি এলাকায় আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন  মাদারীপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি: তানিয়া সুলতানা লাইজু,সহ-সভাপতি: ইয়াসমিন আক্তার মনি,যুগ্ম সাধারণ সম্পাদক: হাসিনা বেগম,সাংগঠনিক সম্পাদক: লাইজু আক্তার,এবং আরো উপস্থিত ছিলেন  মাদারীপুর জেলা যুবদলের আহবায়ক: ফারুক বেপারি, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক: মিজান শিকদার সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।