Category: শিক্ষা

  • রংপুরে ১৩ দিনে গ্রেফতার ২৫৮ জন

    রংপুরে ১৩ দিনে গ্রেফতার ২৫৮ জন

    মোঃ সুজা উদ্দিন

    রংপুরে সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগে অভিযোগে ২২ মামলায় আরো নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ১৩ দিনে গ্রেফতার হলো ২৫৮ জন।
    রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রশিদসহ আটজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মহানগরীতে ২০০ জনকে গ্রেফতার করা হলো।
    অন্যদিকে, জেলা ‍পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, একই সময়ে বদরগঞ্জ থেকে একজন বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে জেলায় গ্রেফতার করা হলো ৫৮ জনকে। মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ২৫৮।
    রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান জানান, চিহ্নিত অপরাধীদের ফুটেজ দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে। নিরপরাধ কাউকেই হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না।

  • বিশ্বনাথে মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ২৫  শিক্ষার্থীকে সংবর্ধনা

    বিশ্বনাথে মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ২৫  শিক্ষার্থীকে সংবর্ধনা

    মোঃআব্দুল্লাহ বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

    সিলেটের বিশ্বনাথ উপজেলার ফলাফলে শ্রেষ্ট ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ২৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

    রোববার (১৪ জুলাই) দুপুরে পৌর শহরের মেরিট কেয়ার হলরুমে যুক্তরাজ্য প্রবাসী হাজী রইছ আলীর অর্থায়নে এ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়। এসময় জিপিএ-৫ প্রাপ্ত ২৫ শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেস্ট, বই ও নগদ অর্থ দেয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের ফলাফলে ধারাবাহিক সাফল্য ধরে রাখায় প্রতিষ্ঠানের ১৭ শিক্ষক শিক্ষিকাকেও উপহার হিসেবে নগদ অর্থ দেয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও লেখক, কলামিস্ট এএইচএম ফিরোজ আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রথম হাতিয়ার। এখন থেকেই তোমাদের লক্ষ্য নির্ধারন করে পড়া চালিয়ে যেতে হবে। উচ্চশিক্ষা মানুষের নৈতিকতা ও মূল্যবোধকে জাগ্রত করে। এসময় মেরিট কেয়ার স্কুলের ধারাবাহিক সাফল্যে ভুয়সী প্রসংশা করেন তিনি।

    প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফখর উদ্দিন মাস্টার, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, উপজেলা আওয়ামী লীগের সদস্য নিজাম উদ্দিন।

    অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল কাজল দেব। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

  • কোটা বাতিল আন্দোলনের যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

    কোটা বাতিল আন্দোলনের যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

    পড়াশোনা বাদ দিয়ে উচ্চ আদালতের রায় অমান্য করে কোটাবিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রোববার (৭ জুলাই) গণভবনে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা বাতিল করার আন্দোলন করছে। যারা এর আগে আন্দোলন করেছিল, তার আগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কত পাস করত, এখন কত করছে। এটা সাবজুডিস ম্যাটার, আদালতে বিচারাধীন।

    প্রধানমন্ত্রী আরও বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষার্থীরা সময় নষ্ট করছে। এ আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।

    তিনি বলেন, যুব মহিলা লীগ সবসময় আন্দোলন সংগ্রামে ছিল। যুব মহিলা লীগের নেতা-কর্মীদের অকথ্য নির্যাতন করেছে বিএনপি-জামায়াত।

    সরকারপ্রধান বলেন, ক্ষমতায় আসার পর দেশকে একটি উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ। অপরদিকে ভোট চুরির অপরাধে দুইবার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন খালেদা জিয়া।

    এ সময় যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।