Category: রাজনীতি

  • মিঠাপুকুরে দীর্ঘ ১৪ বছর পর জামায়াতে ইসলামীর কার্যালয়ে নেতাকর্মীদের মিলনমেলা

    মিঠাপুকুরে দীর্ঘ ১৪ বছর পর জামায়াতে ইসলামীর কার্যালয়ে নেতাকর্মীদের মিলনমেলা

    মোঃ সুজা উদ্দিনঃ

    রংপুরের মিঠাপুকুর উপজেলায় দীর্ঘ ১৩-১৪ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে জামাত নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের উপস্থিতিতে মনমুগ্ধকর এক পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘসময় অপেক্ষার পর এ যেন  দায়িত্বশীলদের মিলনমেলা।  নেতাকর্মীদের মাঝে বাঁধ ভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
    বৃহস্পতিবার (১৫ আগষ্ট) উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর মিঠাপুকুর উপজেলা কার্যালয়ে সমবেত হয়।
    এ সময় উপস্থিত ছিলেন, রংপুর  জেলা জামায়াতে ইসলামীর সম্মানীত আমীর মোঃ গোলাম রাব্বানী।
    এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারী মাওলানা মোঃ এনামুল হক।
    মিঠাপুকুর উপজেলা জামায়াতের সম্মানিত আমীর মোঃ জয়নাল আবেদীন মাষ্টার, মিঠাপুকুর উপজেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারী মোঃ আসাদুজ্জামান শিমুল সহ উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

  • জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইট ইউনিয়ন বিএনপি’র অবস্থান কর্মসূচি

    জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইট ইউনিয়ন বিএনপি’র অবস্থান কর্মসূচি

    খোরশেদ আলমঃ

    ১৫ আগস্ট ২০২৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার ১৪ নং দিগপাইত ইউনিয়ন আদর্শ বটতলায় বিএনপির অবস্থান কর্মসূচিতে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম মাস্টার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ১৪ নং দিগপাইত ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, জেলা ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ালিউল্লাহ অলি, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোহেল রানা, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রঞ্জু মিয়া, সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন আরো উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ সাত্তার মিয়া, সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলামিন প্রমুখ।

  • শেখ হাসিনার বিচারের দাবিতে মিঠাপুকুরে বিএনপির বিক্ষোভ মিছিল

    শেখ হাসিনার বিচারের দাবিতে মিঠাপুকুরে বিএনপির বিক্ষোভ মিছিল

    মোঃ সুজা উদ্দিনঃ

    আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে রংপুরের মিঠাপুকুরে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
    বুধবার, (১৪ আগস্ট), সকালে উপজেলার সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির, আহ্বায়ক একে আজাদ শফিকুলের আয়োজনে, একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
    এ সময় বক্তব্য দিতে গিয়ে বিএনপির নেতা-কর্মীরা বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকান্ডের বিচারের দাবি জানাই।
    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপজেলার নেতা-কর্মীরা।

  • আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ১ম শাহাদাত বার্ষিকী আজ।

    আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ১ম শাহাদাত বার্ষিকী আজ।

    মোঃ সুজা উদ্দিনঃ

    বিশ্ব বরেণ্য আলেম, লক্ষ আলেমের ওস্তাদ,  জালিমের আতঙ্ক মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী (রহঃ) এর আজ ১ম শাহাদাত বার্ষিকী আজ।
    দীর্ঘদিন তাঁকে অন্যায় ভাবে কারাগারে রাখা হয়েছিলো।গত বছরের আজকের দিনে হৃদরোগে আক্রান্ত দেখিয়ে ৮৩ বছর বয়সে তাঁকে মেডিকেলে ভর্তি করান।
    মেডিকেলে তাঁকে বিনা চিকিৎসায় নির্মম ভাবে শহীদ করা হয়েছে । মহান আল্লাহপাক হুজুরের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করুন । প্রিয় রাহবর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদি আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাক্বাম দান করুক। আমিন।

  • সম্প্রীতির আলোয় উদ্ভাসিত হোক প্রিয় বাংলাদেশ

    সম্প্রীতির আলোয় উদ্ভাসিত হোক প্রিয় বাংলাদেশ

    মোঃ সুজা উদ্দিনঃ

    সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। আবহমানকাল থেকেই এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। এ দেশের প্রাকৃতিক দৃশ্য যেমন সৌন্দর্যময় তেমনি এর অধিবাসীদের ধর্মীয় বিশ্বাসও বৈচিত্রময়। আমাদের দেশের জনগণ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-মুসলমানসহ বিভিন্ন ধর্মে বিশ্বাসী। এ দেশের অধিবাসীরা বাঙালি, মণিপুরি, চাকমা, মারমা প্রভৃতি নৃগোষ্ঠীতে বিভক্ত হলেও একক পরিচয়ে আমারা বাংলাদেশী।
    যে দেশে হিন্দু ভাইয়ের দোকান থেকে জিলাপি বা মিষ্টি কিনে মসজিদে মিলাদ পড়ানো হয়।
    কোন মুসল্লি এটা নিয়ে চিন্তা না করে নিশ্চিন্তে মিলাদ শেষে জিলাপি খেতে খেতে বাড়ি যায়।
    যে দেশে চা এর দোকানে একই কাপে হিন্দু-মুসলিম চা খেয়ে যুগের পর যুগ বসবাস করছি আমরা। কারো মাথায় এটা নিয়ে ব্যাথা-বেদনা নেই।
    যে দেশে হিন্দুদের দাওয়াতে অধিকাংশ লোক থাকে মুসলিম এলাকাবাসী, বন্ধুবান্ধব মুসলিমদের দাওয়াতেও খুব স্বাভাবিকভাবে হিন্দুরা অংশ নেয়। এতে কেউই কিছু মনে করে না।
    যে দেশে সামাজিক কোন অনুষ্ঠানে একই টেবিলে একই প্লেটে হিন্দু-মুসলিম পাশাপাশি বসে খাবার খাই আমরা।
    যে দেশে পাবলিক বাসে, রিক্সায়, ক্লাসের বেঞ্চে পাশাপাশি বসে দিব্যি চলাফেরা করে হিন্দু-মুসলিম। কারো কোন সমস্যা নেই।
    যে দেশে মসজিদ আর মন্দির একই এলাকায় আছে অনেক জায়গায়। দুই পক্ষই ইবাদত করছে। কারোরই কোন অসুবিধা হয়না যুগ যুগ ধরে।
    অনেকেই আছে যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে। অনেকেই হিন্দু মুসলিম একসঙ্গে এক বেডে থাকে।
    যে দেশে পূজার ছুটিতে বাড়িতে গেলে বন্ধুর জন্য তার পূজার নাড়ু নিয়ে আসে, মুসলিম বন্ধু ঈদে বাড়িতে গেলে কোরবানি ঈদের খাসির মাংস নিয়ে যায় হিন্দু বন্ধুর জন্য।
    যে দেশে হিন্দু বন্ধু মুসলিম বন্ধুূের সঙ্গে মিলেমিশে ইফতার পর্যন্ত করে।
    সে দেশে হুট করে স্বৈরাচারী সরকার পালানোর পরে কোন ধরনের গুজব শুরু হলো..???
    বিশ্বের আর কোন দেশে এরকম সুন্দর দৃষ্টান্ত দেখাতে পারবেন??
    এত সুন্দর সম্প্রীতি আমার জানামতে আর কোথাও নেই। ভারতে সেটা কল্পনাও করা যায়না। তবুও এত কথা কেন? এত মিথ্যা প্রোপাগান্ডা কেন ছড়ানো হচ্ছে? কিছু মানুষ এর জন্য দায়ী। এরা গভীর ষড়যন্ত্র করছে বছরের পর বছর, যুগের পর যুগ । কিন্তু এরা সফল হয়নি, সফল হতে পারবেনা ইনশা-আল্লাহ। কারন আমাদের দেশের মানুষ সত্যিকার অসাম্প্রদায়িক, আমরা হিন্দু-মুসলিম বিভেদ করিনা। আমাদের ভিতরে ঘষেটি বেগম কারা তা সবারই যানা।
    প্রতিটি ধর্মে কিছু খারাপ মানুষ আছে। তাদের জন্য সবাইকে দোষ দেওয়া কি ন্যায় সম্মত?
    একটা দল বা গোষ্ঠী দেখাতে চাচ্ছে আমরা বাংলাদেশ থেকে সরে আসার পরে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে গেছে। এখুনি সময় সেটা রুখে দিতে হবে।।

    মোঃ সুজা উদ্দিন। সাংবাদিক।
    রংপুর,বাংলাদেশ।

  • পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াতের আমির।

    পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াতের আমির।

    মোঃ সুজা উদ্দিনঃ

    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রংপুরের পীরগঞ্জে আসেন। সেখানে তিনি পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া করেন।
    বুধবার (৭ আগস্ট) বেলা ১১টায় রংপুর নগরী থেকে ৬০ কিলোমিটার দূরে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামে সাঈদের বাড়িতে আসেন জামায়াতের আমির। এরপর বাড়ির পাশেই কবরে শায়িত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। তিনি শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগমসহ স্বজনদের সঙ্গে দেখা করেন। এ সময় শহীদ আবু সাঈদের পরিবারকে নগদ এক লাখ টাকা ও তার পরিবারের পাশে আজীবন থাকার ঘোষণা দেন ডা. শফিকুর রহমান।
    জামায়াতের আমির বলেন, ‘শহীদ আবু সাঈদ জাতীয় বীর। তার চরম সাহসিকতার দৃশ্য সারা দেশ এমনকি সারা বিশ্ব দেখেছে। তার আত্মত্যাগ আমাদের নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে।’ তিনি শহীদ আবু সাঈদসহ কোটা সংস্কার আন্দোলনে সকল হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
    এর আগে, ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পীরগঞ্জ জাফরপাড়া কামিল মাদ্রাসার মাঠে আসেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি। সমাবেশে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি আহ্বান জানান। এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, সহযোগী অঙ্গসংগঠন ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। গুলির ভিডিও দেশ-বিদেশে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে ভাইরাল হলে আন্দোলন নতুন মাত্রা পায়।

  • মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে রাতভর মন্দির পাহারা দিয়েছে ছাত্র-জনতা ও জামাত-বিএনপির নেতাকর্মীরা।

    মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে রাতভর মন্দির পাহারা দিয়েছে ছাত্র-জনতা ও জামাত-বিএনপির নেতাকর্মীরা।

    মোঃ সুজা উদ্দিনঃ

    শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাসাবাড়িতে হামলা ও ভাঙচুরের খবর ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও মন্দির রক্ষার জন্য রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নে রাত জেগে বিভিন্ন মন্দির পাহারা দিয়েছে ছাত্র-জনতা, জামাত-শিবির এবং বিএনপি’র নেতাকর্মীরা । লুটপাট, নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে এই পাহারা দেওয়া হচ্ছে।
    ইউনিয়নের আরাজি শিবপুর মাঝি পাড়ার মন্দিরে মোঃ মাহবুবের নেতৃত্বে ৮-১০ জন যুবক, অন্যদিকে ছড়ান হিন্দু পাড়া ও মৌলিগড়ে  বাংলাদেশ জামাতে ইসলামীর অন্যতম নেতা মোঃ মামুনুর রশিদ ও বিএনপি নেতা বাবুল মিয়া, ও শাফি মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন পাহারা দিতে দেখা গেছে।
    এছাড়াও, ছড়ান হিন্দু পাড়া গ্রামের  অধিকাংশ লোকজন  লাঠি সোটা নিয়ে পাহারা দেয়।
    জামাতে ইসলামীর ইউনিয়ন নেতা মোঃ মামুনুর রশিদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাসাবাড়িতে হামলা ও ভাঙচুরের আশঙ্কায় আমরা এই পাহার ব্যবস্থা করেছি।
    দেশের অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত এটা চলমান থাকবে।
    বিএনপি নেতা বাবুল মিয়া বলেন, আমাদের ভাইদের কেউ যাতে কোনো ক্ষতি করতে না পারে সে জন্য আমরা পাহারা দিচ্ছি।
    বিএনপি নেতা সৌরভ বলেন, আমরা কোন ধর্মীয় স্থাপনায় আঘাত চাই না, শান্তি চাই। আমরা একসাথে বসবাস করতে চাই। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য আমাদের লোকজন  সারারাত জেগে পাহারা দিচ্ছে।
    এ বিষয় নিয়ে ছড়ান হিন্দু পাড়ার বাসিন্দা শ্রী সুমন চন্দ্র   বলেন, আমরা খুব আতঙ্কে রয়েছি,ছাত্র-জনতা ও জামাত-বিএনপির ভাইয়েরা আমাদের হিন্দু পাড়া পাহারা দিচ্ছেন দেখে খুবই ভালো লাগতেছে ।
    আমরা চাই, সকলেই মিলেমিশে বসবাস করতে।

  • আসুন সবাই মিলে সকল সহিংসতা ভুলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাই।

    আসুন সবাই মিলে সকল সহিংসতা ভুলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাই।

    আলহামদুলিল্লাহ , সকল প্রসংশা একমাত্র  মহান আল্লাহ তালার যিনি আমাদের পুরো জাতিকে খু*নি সৈরাচার শাসক থেকে মুক্তি দিয়েছেন। প্রিয় জন্মভূমি বাংলাদেশ আরো একবার স্বাধীন হলো।

    যারা আমাদের এই ২০২৪ এর স্বাধীনতা আদায় করতে গিয়ে রক্তপিপাসু বন্দুকের নলের সামনে বুক টান করে দাঁড়িয়েছিল আমরা তাদের ভুলতে পারি না। তারা আমাদের শ্রদ্ধার পাত্র। তারা আমাদের গর্ব। তারা আমাদের অহংকার। তাদের ত্যাগের কথা, তাদের অবদানের কথা, তাদের ঋণের কথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, তাদের স্মরণীয় করে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ২০২৪ এর এই আন্দোলনে সকল শহীদের মহান আল্লাহতালা জান্নাতুল ফেরদৌস দান করুন। সেই সাথে ১৯৭১ সালের প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্মরণীয় করে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহর নিকট দোয়া করি সকলেই যেন জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হন।
    এখন এই দেশের স্বাধীনতা রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আসুন সবাই মিলে সকল সহিংসতা ভুলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাই।
    সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
    মোঃ সুজা উদ্দিন (সাংবাদিক)

  • রংপুরে ১৩ দিনে গ্রেফতার ২৫৮ জন

    রংপুরে ১৩ দিনে গ্রেফতার ২৫৮ জন

    মোঃ সুজা উদ্দিন

    রংপুরে সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগে অভিযোগে ২২ মামলায় আরো নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ১৩ দিনে গ্রেফতার হলো ২৫৮ জন।
    রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রশিদসহ আটজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মহানগরীতে ২০০ জনকে গ্রেফতার করা হলো।
    অন্যদিকে, জেলা ‍পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, একই সময়ে বদরগঞ্জ থেকে একজন বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে জেলায় গ্রেফতার করা হলো ৫৮ জনকে। মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ২৫৮।
    রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান জানান, চিহ্নিত অপরাধীদের ফুটেজ দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে। নিরপরাধ কাউকেই হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না।

  • কোটা প্রথা সম্পূর্ণ সংবিধানবিরোধী: জি এম কাদের

    কোটা প্রথা সম্পূর্ণ সংবিধানবিরোধী: জি এম কাদের

    সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে চলমান কোটা প্রথা সম্পূর্ণ সংবিধানবিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের।

    শনিবার (৬ জুলাই) বিকেলে গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় সাগর-সৈকত কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন তিনি।

    জি এম কাদের বলেন, ‘আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করি। কিন্তু তাদের ছেলেপেলে, তাদের পরের প্রজন্ম কোটা প্রথার বিষয়ে খুব একটা নীতির মধ্যে আসে না। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এটা বাধা হতে পারে। কোটা প্রথা সম্পূর্ণ সংবিধানবিরোধী। সংবিধান অনুযায়ী, এ কোটা প্রথা বৈধ করার কোনো উপায় নেই।’

    নেতাকর্মীদের জি এম কাদের বলেন, ‘দেশের বর্তমান অবস্থা ভালো নয়, সাধারণ মানুষ অনেক কষ্টে জীবন যাপন করছেন। জিনিসপত্রের দাম বাড়ছে, অথচ মানুষের আয় বাড়ছে না। জিনিসপত্রের দাম বাড়ছে, মজুরির দাম কমছে। ডলারের সঙ্গে আমাদেরও টাকার মানের অবমূল্যায়ন হচ্ছে। খালি কর্মিবাহিনী জোগালেই সংগঠন শক্তিশালী হবে না। সংগঠনকে শক্তিশালী করতে হলে আমাদের রাজনীতি দিতে হবে। জনগণ যে রাজনীতি চায়, তাদের সেই রাজনীতি দিতে হবে। রাজনীতি করতে হলে কষ্ট করতে হয়, কষ্টের জন্য প্রস্তুত থাকতে হয়। যেকোনো সময় যেকোনো বিপদে দাঁড়াতে হবে। তাহলেই সংগঠন এগিয়ে যাবে।’

    জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক।

    সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সিনিয়র যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ, ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম, গাজীপুর মহানগর কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমুখ। সভাটি পরিচালনা করেন গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্যসচিব কামরুজ্জামান মণ্ডল।

    সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়াকে জেলা জাপার সভাপতি এবং মো. কামরুজ্জামান মণ্ডলকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তাদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রতিবেদন জমা দিতে বলেন দলের চেয়ারম্যান কাদের।