Category: জাতীয়

  • রংপুরে ১৩ দিনে গ্রেফতার ২৫৮ জন

    রংপুরে ১৩ দিনে গ্রেফতার ২৫৮ জন

    মোঃ সুজা উদ্দিন

    রংপুরে সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগে অভিযোগে ২২ মামলায় আরো নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ১৩ দিনে গ্রেফতার হলো ২৫৮ জন।
    রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রশিদসহ আটজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মহানগরীতে ২০০ জনকে গ্রেফতার করা হলো।
    অন্যদিকে, জেলা ‍পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, একই সময়ে বদরগঞ্জ থেকে একজন বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে জেলায় গ্রেফতার করা হলো ৫৮ জনকে। মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ২৫৮।
    রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান জানান, চিহ্নিত অপরাধীদের ফুটেজ দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে। নিরপরাধ কাউকেই হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না।

  • জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য সম্ভাব্য চাকুরীদাতা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা

    জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য সম্ভাব্য চাকুরীদাতা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা

    খোরশেদ আলমঃ

    জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য সম্ভাব্য চাকরীদাতা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় জামালপুর শহরের চালাপাড়াস্থ সুইট প্রতিবন্ধী সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
    উক্ত   আলোচনা সভায় সিডিডি অফিসের প্রকল্পের একাউন্টস অফিসার এস এম এজাজুল হকের সঞ্চানালয়ে প্রকল্প সমন্বয়কারী, কৃষ্ণকান্ত রায় এর সভাপতিত্বে উম্মুক্ত আলোচনায়      উপস্থিত থেকে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের পরিচালক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, ব্র্যাক এর জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক, শামীমা খান, অপরাজেয় বাংলাদেশ এর ম্যানেজার মো: আশরাফুল ইসলাম,  স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক, সূর্য তোরন সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত অর্ক হস্তশিল্পের পরিচালক মাসুমা আক্তার, সমাজ সেবা যুব উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক ডা: মো: আমিনুল ইসলাম, গনচেতনার প্রতিনিধি ফাতেমা নার্গিস প্রমুখ।
    আলোচনা সভায় উন্নয়ন সংঘের সুযোগ্য পরিচালক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম সভায় বলেন যে সমাজ সেবা অধিদপ্তর, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আমাদের উন্নয়ন সংঘ তাদের কর্মসংস্হানের সহযোগীতা করে দিবে বলে জানান।
    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলার প্রতিবন্ধী চাকুরী প্রত্যাশীগন প্রমুখ।
    উক্ত আলোচনা সভায় ব্র্যাক এর জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক সভায় বলেন প্রতিবন্ধিদের সর্বস্তরের বিপদগামী ব্যাক্তিদের চাকুরী দেওয়ার ক্ষেত্রে সুযোগ তৈরিতে আশ্বাস প্রদান করেন।

  • রংপুরে দেশের প্রথম চালু হতে যাচ্ছে রোবটিক সার্জারি

    রংপুরে দেশের প্রথম চালু হতে যাচ্ছে রোবটিক সার্জারি

    নিউজ ডেস্কঃ

    রংপুরে দেশের প্রথম চালু হতে যাচ্ছে রোবটিক সার্জারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এ অপারেশন করা হবে। সার্বিক প্রস্তুতি নিতে আগামী ৫ জুলাই নগরের আরডিআরএস ভবনে এ-সংক্রান্ত প্রথম সেমিনার হবে, যেখানে রোবটিক সার্জন ডা. সুধীর শ্রীবাস্তব উপস্থিত থাকবেন।

    গতকাল রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ও সার্জন ডা. জাবেদ আক্তার।তিনি জানান, রোবোটিক সার্জারি বিশ্বে শুরু হয়েছিল ২০০০ সালে।

    বাংলাদেশের একমাত্র রোবোটিক সার্জারিতে ইউনিভার্সিটি ফেলোশিপ করা সার্জন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপানে প্রায় ৯৩ শতাংশ রোবটিক সার্জারি হয়। ভারতেও এ পদ্ধতিতে সার্জারি হয় মাত্র ১ শতাংশ, নেপালেও শুরু হয়েছে। তবে বাংলাদেশে এখনো শুরু হয়নি। সাধারণ অপারেশন ছাড়া আরেকটি পদ্ধতি হলো ছিদ্র বা ফুটা করা। যাকে বলা হয় ল্যাপারোস্কোপি, যা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হয়েছে। এর মাধ্যমে বেশিরভাগ অপারেশন করা হলেও বড় বড় সার্জারির ক্ষেত্রে এটিতে সম্ভব হয় না।

    এর মাধ্যমে সার্জনদের নানা সমস্যা হয়। তবে রোবটিক সার্জারিতে সেই সীমাবদ্ধতা আর থাকে না। কারণ এর মাধ্যমে হাতের মতো ইনস্ট্রুমেন্ট ৭ ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়। পাশাপাশি অপারেশনের স্থান ভালো ও স্পষ্ট করে দেখার জন্য উচ্চক্ষমতা সম্পন্ন থ্রিডি ক্যামেরা ব্যবহার করা হয়।তিনি বলেন, জটিল ও সংকীর্ণ স্থানে ওপেন এবং ল্যাপারোস্কোপি সার্জারি করা সমস্যাজনক হলেও সেখানে রোবটিক অপারেশন সুবিধাজনক। এতে জটিলতা ও সংক্রমণের হার কম। দেশে এই অপারেশন শুরু হলে অনেকটা স্বস্তি পাবে রোগীরা।

    এতে কম রক্তপাত হয়। যাতে সার্জন দূরে বসে অপারেশনও করতে পারে। আগামী ছয় মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম চালু হবে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে।ডা. জাবেদ আক্তার বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতে অনেক উন্নতি হয়েছে। তবে দেশে এখন পর্যন্ত মেডিকেল রোবট নেই। এ ক্ষেত্রে সরকারের বিশেষভাবে সহযোগিতা প্রয়োজন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক হৃদয় রঞ্জন রায়, আয়েশা নাসরিন সুরভী, ডা. আহসানুর রহমান, মিজানুর রহমান প্রমুখ।

     

  • রাজধানী জুড়ে যানজট থাকবে: ডিএমপি

    রাজধানী জুড়ে যানজট থাকবে: ডিএমপি

    রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

    রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, ট্রাফিক মুভমেন্টের আগাম বার্তা আমরা বিভিন্ন সময় দেওয়ার চেষ্টা করি। ঢাকা মহানগরীতে বিভিন্ন প্রোগ্রামকে কেন্দ্র করে ট্রাফিকের অবস্থা কিন্তু উঠানামা করে। এছাড়া সপ্তাহের বিভিন্ন দিনে ট্রাফিকের অবস্থা উঠানামা করে।

    রোববার সপ্তাহের প্রথম কর্ম দিবস। রোববারে অন্যান্য দিনের তুলনায় ট্রাফিক মুভমেন্ট বেশি থাকে। সনাতন ধর্মালম্বীদের একটি প্রোগ্রাম আছে সেটি হল পবিত্র রথযাত্রা। এটি স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে লালবাগে গিয়ে শেষ হবে। রথযাত্রা কে কেন্দ্র করে সনাতন ধর্মালম্বীরা ঢাকার বিভিন্ন এলাকা থেকে পুরান ঢাকায় যাতায়াত করবেন।

    আরেকটি বিষয় হচ্ছে বেশ কিছুদিন ধরে শিক্ষার্থীদের একটি মুভমেন্ট চলছে। এসব মিলিয়ে বিকেল থেকে পুরান ঢাকা, রমনা, মতিঝিল, শাহবাগ, ধানমন্ডি, গুলিস্তান, লালবাগ ও ওয়ারী এলাকার বিভিন্ন স্থানে অন্যান্য দিনের তুলনায় যানজট বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ যারা এসব এলাকায় যাতায়াত করবেন তাদের অনুরোধ জানাবো তারা যেন হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হন।

    কোটাবিরোধী আন্দোলন চলমান রয়েছে, এমতাবস্থায় ট্রাফিক পরিকল্পনা কি জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ট্রাফিক মুভমেন্ট এর উপরে কাজ করি। সড়কে যেন জনসাধারণের দুর্ভোগ কম হয় সেজন্য আমরা কাজ করি। বেশ কিছুদিন ধরে কোটা বিরোধী আন্দোলন চলমান রয়েছে। বেশ কিছুদিন ধরে বিকেলের দিকে শাহবাগ মোড় বন্ধ থাকে। তারপরেও আমরা আমাদের সীমিত জনবল দিয়ে চেষ্টা করে যাচ্ছি সাধারণ মানুষের যাতায়াত যেন সহজ হয়।

    কিছু কিছু এলাকায় স্থায়ী যানজটের সৃষ্টি হচ্ছে এর প্রতিকার কি জানতে চাইলে তিনি বলেন, স্থায়ী যানজট নিরসনেও আমরা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি। দুই মাস আগে মহাখালী বাস টার্মিনালের চিত্র আর এখন এর চিত্র কিছুটা পরিবর্তন হয়েছে। আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা মোটরসাইকেল, প্রাইভেটকার কিংবা বাস আমরা এই ধরনের ক্লাসিফিকেশন করি না। যারা আইন ভঙ্গ করে তাদের বিরুদ্ধে আমরা আইন প্রয়োগ করে থাকি। তবে শুধুমাত্র আইন প্রয়োগ করে এই সমস্যার সমাধান সম্ভব না। আমরা আইন প্রয়োগ করি কতজন মানুষ আনুমানিক ৩০০০ জন। এই তিন হাজার জন আইন প্রয়োগ করছে দুই কোটি মানুষের উপর। এই দুই কোটি সড়ক ব্যবহারকারীর একটা সচেতনতার বিষয় আছে। তারা সচেতন থাকলে আমাদের কার্যক্রম সহজ হয়।

     

     

  • কোটা বাতিল আন্দোলনের যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

    কোটা বাতিল আন্দোলনের যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

    পড়াশোনা বাদ দিয়ে উচ্চ আদালতের রায় অমান্য করে কোটাবিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রোববার (৭ জুলাই) গণভবনে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা বাতিল করার আন্দোলন করছে। যারা এর আগে আন্দোলন করেছিল, তার আগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কত পাস করত, এখন কত করছে। এটা সাবজুডিস ম্যাটার, আদালতে বিচারাধীন।

    প্রধানমন্ত্রী আরও বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষার্থীরা সময় নষ্ট করছে। এ আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।

    তিনি বলেন, যুব মহিলা লীগ সবসময় আন্দোলন সংগ্রামে ছিল। যুব মহিলা লীগের নেতা-কর্মীদের অকথ্য নির্যাতন করেছে বিএনপি-জামায়াত।

    সরকারপ্রধান বলেন, ক্ষমতায় আসার পর দেশকে একটি উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ। অপরদিকে ভোট চুরির অপরাধে দুইবার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন খালেদা জিয়া।

    এ সময় যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।