Category: খেলা-ধুলা

  • ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণশক্তির দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

    ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণশক্তির দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

    আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ঘোষিত এই দলে নতুন মুখ ম্যাথু ব্রিটস্কি।

    ঘরোয়া সিএ টি-টোয়েন্টি লিগের কারণে গত ফেব্রুয়ারিতে মূল খেলোয়াড়দের ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল প্রোটিয়ারা। ২-০ ব্যবধানে পরাজয়ের স্বাদ পাওয়া ওই সিরিজ থেকে ডেভিড বেডিংহ্যাম, ডেন প্যাটারসন ও ডেন পিটকে স্কোয়াডে ধরে রেখেছে তারা।

    বেডিংহ্যামকে ব্যাটিংয়ের ভবিষ্যৎ তারকা হিসেবে দলে রাখা হয়েছে। অন্যদিকে দুই অভিজ্ঞ পেসার মার্কো জানসেন ও এনরিখ নরকিয়ার অনুপস্থিতিতে ৩৫ বছর বয়সী পেসার প্যাটারসনকে রেখে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোয় নরকিয়াকে বিবেচনা করা হয়নি।

    প্রথম শ্রেণির ক্রিকেটে পারফরম্যান্সে জাতীয় দলে জায়গা পেয়েছেন ২৫ বছর বয়সী ব্রিটস্কি। ৫২টি প্রথম শ্রেণির ম্যাচে ৭ সেঞ্চুরি ও ১৪ হাফসেঞ্চুরিতে ৩৭ দশমিক ১৬ গড়ে ৩ হাজার ১২২ রান করেছেন তিনি। টি-টোয়েন্টি দিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তার। কিন্তু ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ৬ ম্যাচে ৬১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার।

    বর্তমানে কাউন্টি ক্রিকেটে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলছেন ব্রিটস্কি। গত বছর ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফর করেছেন তিনি। ২০২৩ সালের মার্চে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর দল থেকে বাদ পড়েন উইকেটরক্ষক-ব্যাটার রায়ান রিকেলটন। ১৬ মাস পর আবারও দলে ফিরেছেন তিনি। একাদশে জায়গা পেতে দলে থাকা আরেক উইকেটরক্ষক কাইল ভেরেইনার সঙ্গে লড়াই করতে হবে তাকে।

    দলে একমাত্র পেস বোলিং অলরাউন্ডার ওয়াইন মুল্ডার। রিকেলটনের মতো ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। কেশব মহারাজের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে দলে আছেন পিট।

    পোর্ট অব স্পেনে আগামী ৭ তারিখ থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট এবং গায়ানায় ১৫ তারিখ থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দল দুটি। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৪টি করে ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজ ৩৬ দশমিক ৩৩ এবং দক্ষিণ আফ্রিকা ২৫ শতাংশ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের ষষ্ঠ ও সপ্তমস্থানে আছে।

    দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ওয়াইন মুল্ডার, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, ডেন পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনি।

     

  • ইউরোর সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা

    ইউরোর সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা

    ইউরোর প্রথম সেমিফাইনালে আজ (৯ জুলাই) স্পেনের মুখোমুখি ফ্রান্স। অন্যদিকে কোপার সেমিফাইনালে বুধবার কানাডার মুখোমুখি আর্জেন্টিনা। এ ছাড়াও আছে বেশ কিছু খেলা।

    লঙ্কা প্রিমিয়ার লিগ
    ক্যান্ডি-জাফনা
    বেলা ৩টা ৩০ মিনিট, টি স্পোর্টস

    ডাম্বুলা-গল
    রাত ৮টা, টি স্পোর্টস

    উইম্বলডন
    কোয়ার্টার ফাইনাল
    সন্ধ্যা ৬টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১, ২

    ইউরো : সেমিফাইনাল
    স্পেন-ফ্রান্স
    রাত ১টা, টি স্পোর্টস

    কোপা আমেরিকা : সেমিফাইনাল
    আর্জেন্টিনা-কানাডা
    আগামীকাল সকাল ৬টা, টি স্পোর্টস

     

  • আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানালেন টনি ক্রুস

    আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানালেন টনি ক্রুস

    ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টর ফাইনালে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জার্মানি। সেই সঙ্গে শেষ হয়েছে টনি ক্রুসের ফুটবল ক্যারিয়ার। আগেই জানিয়েছিলেন ইউরোর পর বুটজোড়া তুলে রাখবেন তিনি। এবার আনুষ্ঠানিকতাও সেরে ফেললেন এই তারকা ফুটবলার।

    নিজের ভেরিভায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্ট দিয়ে ফুটবলকে বিদায় জানিয়েছেন ক্রুস। পোস্টে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ ফুটবল! তুমি সুন্দর এক খেলা এবং…তোমাকে স্বাগত। বিদায়।’

    গত মাসে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব ফুটবলের ইতি টানেন ৩৪ বছর বয়সী ক্রুস। এবার শেষ হলো আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার। স্পেনের বিপক্ষে ক্যারিয়ারে শেষ ম্যাচ খেলার দুই দিন পর ইনস্টাগ্রামে সবাইকে ধন্যবাদ জানিয়ে নতুন জীবনে পা রাখলেন তিনি।

    তিনি জানান, তো, এই পর্যন্তই। তবে বিরতি নেওয়ার এবং গত ১৭ বছরে কী হয়েছে তা অনুধাবন করার আগে, আমাকে আমার মতো করে গ্রহণ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানানোর এই সুযোগ হারাতে চাই না।

    ক্যারিয়ারে অনেক ট্রফি জিতলেও, কখনও ইউরোয় শিরোপার স্বাদ পাননি তিনি। আসরের শুরুতে দারুণ পারফরম্যান্সে আশা জাগালেও শেষ পর্যন্ত সেই অপেক্ষা আর কাটেনি ক্রুসের; স্পেনের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে হেরে বিদায় নিয়েছে জার্মানি।

    ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং ইতিহাসের সেরা মিডফিল্ডারদের একজন ক্রুস ধন্যবাদ জানিয়েছেন তার সাফল্যের সঙ্গে জুড়ে থাকা সবাইকে। কৃতজ্ঞতা জানিয়েছেন সমর্থক, ক্লাব, কোচ, বন্ধু এবং পরিবারের সবাইকে।

    ক্লাব ক্যারিয়ারে অসংখ্য ট্রফি জিতেছেন ক্রুস। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছেন তিনি মোট ছয়বার- বায়ার্ন মিউনিখের হয়ে একবার, রিয়ালের জার্সিতে পাঁচবার। বায়ার্নের হয়ে ওই একটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি বুন্ডেসলিগা ছাড়াও আরও অনেক শিরোপা জিতেছেন তিনি।

    এরপর রিয়ালের হয়ে লিগ শিরোপা জিতেছেন চারবার, সঙ্গে আছে আরও অনেক ট্রফি। তার সাফল্যে ভরপুর ক্যারিয়ারের শেষটা হলো জাতীয় দলের হয়ে ১১৪ ম্যাচ খেলার মধ্য দিয়ে।

     

  • নাবালক ফুটবলারকে নিয়ে বিধিনিষেধের বেড়াজালে স্পেন

    নাবালক ফুটবলারকে নিয়ে বিধিনিষেধের বেড়াজালে স্পেন

    চলমান ইউরোতে স্পেনের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে সবাইকে মুগ্ধ করেছেন লামিনে ইয়ামাল। মাত্র ১৬ বছর বয়সে ইউরোর এক আসরে চতুর্থ স্প্যানিশ ফুটবলার হিসেবে সর্বোচ্চ তিনটি অ্যাসিস্টের কীর্তি গড়ে নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। এর আগে ২০২১ সালে দানি ওলমো, ২০১২ সালে ডেভিড সিলভা ও ২০০৮ সালে সেস ফাব্রেগাস গড়েছিলেন এই কীর্তি।

    ১৯৯৬ সালের পর ইউরো বা বিশ্বকাপের এক আসরে তিন বা তার বেশি গোলে সহায়তা করা প্রথম টিনএজার ইয়ামাল। ২০০৪ সালের ইউরোতে টিনএজার হিসেবে দুই গোলে সহায়তাকারী রোনালদোকেও ছাড়িয়ে গেছেন স্প্যানিশ এই স্ট্রাইকার।

    রেকর্ড ভাঙা–গড়ায় ব্যস্ত স্পেনের এই ক্ষুদে ফুটবল জাদুকর এবারের ইউরোতে অভিষেকের পর থেকেই কোনো ম্যাচে পুরো সময় মাঠে খেলতে পারেননি। তার এই না খেলতে পারার পেছনের কারণটা একটু অদ্ভুতই বটে। জার্মানির শিশুশ্রম আইনে পুরো সময় দলকে সার্ভিস দিতে পারছেন না এই তরুণতুর্কী।

    জার্মানির শিশুশ্রম আইন অনুযায়ী, নাবালকদের স্থানীয় সময় রাত ৮টার পরে কাজ করানো বেআইনি। তবে খেলোয়াড়দের ক্ষেত্রে সময়সীমা রাত ১১টা পর্যন্ত।

    জার্মানিতে ইউরোর খেলা শুরু হচ্ছে স্থানীয় সময় রাত ৯টায়। যা শেষ হতে ১১টা পেরিয়ে যাচ্ছে। আইন অনুযায়ী, তাই ইয়ামালকে প্রতিটি ম্যাচেই তুলে নিতে বাধ্য হয়েছেন স্প্যানিশ কোচ ফুয়েন্তে। কেননা, শিশুশ্রম আইন অমান্য করলে এক ম্যাচের জন্য ৩০ হাজার পাউন্ড ফাইন দিতে হবে স্পেনের ফুটবল সংস্থাকে।

    তবে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ে আইনের কথা না ভেবে ইয়ামালকে পুরোটা সময় মাঠে রাখতে চান স্প্যানিশ কোচ লা ফুয়েন্তে।

     

  • এবার দুই চ্যাম্পিয়নের ফাইনালে ওঠার লড়াই!

    এবার দুই চ্যাম্পিয়নের ফাইনালে ওঠার লড়াই!

    ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (৯ জুলাই) ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। মিউনিখের ফুটবল অ্যারেনায় সাবেক দুই চ্যাম্পিয়নের খেলা শুরু হবে রাত একটায়।

    ইউরোর ইতিহাসে টানা ছয় জয়ের কীর্তি নেই কোনো দলের। টানা পাঁচ ম্যাচ জিতে, সে রেকর্ডে নজর দিয়েছে স্পেন। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে হারিয়ে, সে যোগ্যতার প্রমাণও দিয়েছে লা রোজারা।

    ফিনিশিং দক্ষতা বাড়াতে বল দখলের ঐতিহ্যকে কুরবানি করেছে, দে লা ফুয়েন্তের স্পেন। টুর্নামেন্টে ১১ গোল তার সফলতার সাক্ষীও দিচ্ছে। রক্ষণভাগেও দৃঢ়তা বেড়েছে লা রোজাদের। ইয়ামাল ও নিকো উইংয়ে যোগ করেছে নতুন ধার। মোরাতার নিষ্প্রভতাকে ঢেকে দিয়েছে, দানি ওলমো ও ফাবিয়ান রুইজের গোল দক্ষতা।

    ইনজুরির কারণে এ ম্যাচে মিডফিল্ডার পেদ্রি ও নিষেধাজ্ঞার জন্য ডিফেন্ডার কারভাহালকে পাচ্ছেন না, স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। একাদশে তাই দেখা যাবে বেশ কয়েকটি পরিবর্তন।

    ইউরোর ইতিহাসে টানা ছয় জয়ের কীর্তি নেই কোনো দলের। টানা পাঁচ ম্যাচ জিতে, সে রেকর্ডে নজর দিয়েছে স্পেন। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে হারিয়ে, সে যোগ্যতার প্রমাণও দিয়েছে লা রোজারা।

    ফিনিশিং দক্ষতা বাড়াতে বল দখলের ঐতিহ্যকে কুরবানি করেছে, দে লা ফুয়েন্তের স্পেন। টুর্নামেন্টে ১১ গোল তার সফলতার সাক্ষীও দিচ্ছে। রক্ষণভাগেও দৃঢ়তা বেড়েছে লা রোজাদের। ইয়ামাল ও নিকো উইংয়ে যোগ করেছে নতুন ধার। মোরাতার নিষ্প্রভতাকে ঢেকে দিয়েছে, দানি ওলমো ও ফাবিয়ান রুইজের গোল দক্ষতা।

    ইনজুরির কারণে এ ম্যাচে মিডফিল্ডার পেদ্রি ও নিষেধাজ্ঞার জন্য ডিফেন্ডার কারভাহালকে পাচ্ছেন না, স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। একাদশে তাই দেখা যাবে বেশ কয়েকটি পরিবর্তন।

  • কোটা বাতিল আন্দোলনের যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

    কোটা বাতিল আন্দোলনের যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

    পড়াশোনা বাদ দিয়ে উচ্চ আদালতের রায় অমান্য করে কোটাবিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রোববার (৭ জুলাই) গণভবনে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা বাতিল করার আন্দোলন করছে। যারা এর আগে আন্দোলন করেছিল, তার আগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কত পাস করত, এখন কত করছে। এটা সাবজুডিস ম্যাটার, আদালতে বিচারাধীন।

    প্রধানমন্ত্রী আরও বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষার্থীরা সময় নষ্ট করছে। এ আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।

    তিনি বলেন, যুব মহিলা লীগ সবসময় আন্দোলন সংগ্রামে ছিল। যুব মহিলা লীগের নেতা-কর্মীদের অকথ্য নির্যাতন করেছে বিএনপি-জামায়াত।

    সরকারপ্রধান বলেন, ক্ষমতায় আসার পর দেশকে একটি উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ। অপরদিকে ভোট চুরির অপরাধে দুইবার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন খালেদা জিয়া।

    এ সময় যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।