Author: nag@admin

  • পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াতের আমির।

    পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াতের আমির।

    মোঃ সুজা উদ্দিনঃ

    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রংপুরের পীরগঞ্জে আসেন। সেখানে তিনি পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া করেন।
    বুধবার (৭ আগস্ট) বেলা ১১টায় রংপুর নগরী থেকে ৬০ কিলোমিটার দূরে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামে সাঈদের বাড়িতে আসেন জামায়াতের আমির। এরপর বাড়ির পাশেই কবরে শায়িত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। তিনি শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগমসহ স্বজনদের সঙ্গে দেখা করেন। এ সময় শহীদ আবু সাঈদের পরিবারকে নগদ এক লাখ টাকা ও তার পরিবারের পাশে আজীবন থাকার ঘোষণা দেন ডা. শফিকুর রহমান।
    জামায়াতের আমির বলেন, ‘শহীদ আবু সাঈদ জাতীয় বীর। তার চরম সাহসিকতার দৃশ্য সারা দেশ এমনকি সারা বিশ্ব দেখেছে। তার আত্মত্যাগ আমাদের নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে।’ তিনি শহীদ আবু সাঈদসহ কোটা সংস্কার আন্দোলনে সকল হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
    এর আগে, ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পীরগঞ্জ জাফরপাড়া কামিল মাদ্রাসার মাঠে আসেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি। সমাবেশে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি আহ্বান জানান। এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, সহযোগী অঙ্গসংগঠন ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। গুলির ভিডিও দেশ-বিদেশে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে ভাইরাল হলে আন্দোলন নতুন মাত্রা পায়।

  • মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে রাতভর মন্দির পাহারা দিয়েছে ছাত্র-জনতা ও জামাত-বিএনপির নেতাকর্মীরা।

    মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে রাতভর মন্দির পাহারা দিয়েছে ছাত্র-জনতা ও জামাত-বিএনপির নেতাকর্মীরা।

    মোঃ সুজা উদ্দিনঃ

    শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাসাবাড়িতে হামলা ও ভাঙচুরের খবর ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও মন্দির রক্ষার জন্য রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নে রাত জেগে বিভিন্ন মন্দির পাহারা দিয়েছে ছাত্র-জনতা, জামাত-শিবির এবং বিএনপি’র নেতাকর্মীরা । লুটপাট, নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে এই পাহারা দেওয়া হচ্ছে।
    ইউনিয়নের আরাজি শিবপুর মাঝি পাড়ার মন্দিরে মোঃ মাহবুবের নেতৃত্বে ৮-১০ জন যুবক, অন্যদিকে ছড়ান হিন্দু পাড়া ও মৌলিগড়ে  বাংলাদেশ জামাতে ইসলামীর অন্যতম নেতা মোঃ মামুনুর রশিদ ও বিএনপি নেতা বাবুল মিয়া, ও শাফি মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন পাহারা দিতে দেখা গেছে।
    এছাড়াও, ছড়ান হিন্দু পাড়া গ্রামের  অধিকাংশ লোকজন  লাঠি সোটা নিয়ে পাহারা দেয়।
    জামাতে ইসলামীর ইউনিয়ন নেতা মোঃ মামুনুর রশিদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাসাবাড়িতে হামলা ও ভাঙচুরের আশঙ্কায় আমরা এই পাহার ব্যবস্থা করেছি।
    দেশের অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত এটা চলমান থাকবে।
    বিএনপি নেতা বাবুল মিয়া বলেন, আমাদের ভাইদের কেউ যাতে কোনো ক্ষতি করতে না পারে সে জন্য আমরা পাহারা দিচ্ছি।
    বিএনপি নেতা সৌরভ বলেন, আমরা কোন ধর্মীয় স্থাপনায় আঘাত চাই না, শান্তি চাই। আমরা একসাথে বসবাস করতে চাই। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য আমাদের লোকজন  সারারাত জেগে পাহারা দিচ্ছে।
    এ বিষয় নিয়ে ছড়ান হিন্দু পাড়ার বাসিন্দা শ্রী সুমন চন্দ্র   বলেন, আমরা খুব আতঙ্কে রয়েছি,ছাত্র-জনতা ও জামাত-বিএনপির ভাইয়েরা আমাদের হিন্দু পাড়া পাহারা দিচ্ছেন দেখে খুবই ভালো লাগতেছে ।
    আমরা চাই, সকলেই মিলেমিশে বসবাস করতে।

  • আসুন সবাই মিলে সকল সহিংসতা ভুলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাই।

    আসুন সবাই মিলে সকল সহিংসতা ভুলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাই।

    আলহামদুলিল্লাহ , সকল প্রসংশা একমাত্র  মহান আল্লাহ তালার যিনি আমাদের পুরো জাতিকে খু*নি সৈরাচার শাসক থেকে মুক্তি দিয়েছেন। প্রিয় জন্মভূমি বাংলাদেশ আরো একবার স্বাধীন হলো।

    যারা আমাদের এই ২০২৪ এর স্বাধীনতা আদায় করতে গিয়ে রক্তপিপাসু বন্দুকের নলের সামনে বুক টান করে দাঁড়িয়েছিল আমরা তাদের ভুলতে পারি না। তারা আমাদের শ্রদ্ধার পাত্র। তারা আমাদের গর্ব। তারা আমাদের অহংকার। তাদের ত্যাগের কথা, তাদের অবদানের কথা, তাদের ঋণের কথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, তাদের স্মরণীয় করে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ২০২৪ এর এই আন্দোলনে সকল শহীদের মহান আল্লাহতালা জান্নাতুল ফেরদৌস দান করুন। সেই সাথে ১৯৭১ সালের প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্মরণীয় করে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহর নিকট দোয়া করি সকলেই যেন জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হন।
    এখন এই দেশের স্বাধীনতা রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আসুন সবাই মিলে সকল সহিংসতা ভুলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাই।
    সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
    মোঃ সুজা উদ্দিন (সাংবাদিক)

  • মিঠাপুকুরে যমুনাশ্বরী নদীতে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

    মিঠাপুকুরে যমুনাশ্বরী নদীতে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

    মোঃ সুজা উদ্দিন

    রংপুরের মিঠাপুকুর উপজেলার ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নে শুক্রবার, (২ আগস্ট, ২০২৪) দুপুর ০১টার দিকে ইউনিয়নের হাছিয়া অংশে যমুনাশ্বরী নদীর ঘাটে “শ্রী জয়’ নামের এক এইচএসসি পরীক্ষার্থীর পানিতে ডুবে মৃ””ত্যুর ঘটনা ঘটেছে।
    জানা যায়, নিহত “শ্রী জয়” এর বাড়ি উপজেলার ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের হাছিয়া গ্রামে। তিনি রংপুর মাহিগঞ্জ কলেজের চলমান এইচএসসি শিক্ষার্থী।
    ছড়ান হলি চাইল্ড মডেল স্কুলের এস এস সি-২০২২ ব্যাচের ছাত্র।
    তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • রংপুরে ১৩ দিনে গ্রেফতার ২৫৮ জন

    রংপুরে ১৩ দিনে গ্রেফতার ২৫৮ জন

    মোঃ সুজা উদ্দিন

    রংপুরে সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগে অভিযোগে ২২ মামলায় আরো নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ১৩ দিনে গ্রেফতার হলো ২৫৮ জন।
    রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রশিদসহ আটজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মহানগরীতে ২০০ জনকে গ্রেফতার করা হলো।
    অন্যদিকে, জেলা ‍পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, একই সময়ে বদরগঞ্জ থেকে একজন বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে জেলায় গ্রেফতার করা হলো ৫৮ জনকে। মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ২৫৮।
    রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান জানান, চিহ্নিত অপরাধীদের ফুটেজ দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে। নিরপরাধ কাউকেই হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না।

  • মিঠাপুকুরে সাপের কামড়ে মসজিদের মোয়াজ্জিনের মৃত্যু।

    মিঠাপুকুরে সাপের কামড়ে মসজিদের মোয়াজ্জিনের মৃত্যু।

    মোঃ সুজা উদ্দিন

    রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নে সাপের কামড়ে এক মসজিদের মোয়াজ্জিনের  মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি ১১নং বড়বালা ইউনিয়নের “ছড়ান শালিকাদহ জামে মসজিদের” মোয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।
    নিহত মোয়াজ্জিনের নাম হাফেজ মোঃ হাসিবুল ইসলাম (৩০)। তিনি ১১নং বড়বালা ইউনিয়নের শালিকাদহ (ডাঙ্গরির পাড়া) গ্রামের বাসিন্দা মোঃ রইচ উদ্দিনের ছোট ছেলে।
    স্থানীয় বাসিন্দা মোঃ ফারুক হোসেন জানান, মঙ্গলবার (৩০ জুলাই, ২০২৪), রাত আনুমানিক ১১ ঘটিকার দিকে হাফেজ মোঃ হাসিবুল ইসলাম তার বাড়ির নিজ ঘরে শুয়ে ছিলেন। হঠাৎ একটি বিষধর সাপ তার হাতে ছোবল মারে। সাপটি দেখতে কালো রঙের ছিল, কিন্তু কি সাপ সেটি কেউ চিনতে পারেনি।
    হাফেজ মোঃ হাসিবুল ইসলাম ব্যাথা অনুভব করলে, স্থানীয় কবিরাজ দ্বারা ঝাড়-ফুকের মাধ্যমে সাপের বিষ নামানোর চেষ্টা  করেন পরিবারের লোকজন।
    কিন্তু শরীর থেকে সাপের বিষ না মেমে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন ।
    পরে পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা তাকে নিয়ে মিঠাপুকুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে মৃত্যু বরন করেন।
    তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য সম্ভাব্য চাকুরীদাতা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা

    জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য সম্ভাব্য চাকুরীদাতা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা

    খোরশেদ আলমঃ

    জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য সম্ভাব্য চাকরীদাতা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় জামালপুর শহরের চালাপাড়াস্থ সুইট প্রতিবন্ধী সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
    উক্ত   আলোচনা সভায় সিডিডি অফিসের প্রকল্পের একাউন্টস অফিসার এস এম এজাজুল হকের সঞ্চানালয়ে প্রকল্প সমন্বয়কারী, কৃষ্ণকান্ত রায় এর সভাপতিত্বে উম্মুক্ত আলোচনায়      উপস্থিত থেকে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের পরিচালক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, ব্র্যাক এর জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক, শামীমা খান, অপরাজেয় বাংলাদেশ এর ম্যানেজার মো: আশরাফুল ইসলাম,  স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক, সূর্য তোরন সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত অর্ক হস্তশিল্পের পরিচালক মাসুমা আক্তার, সমাজ সেবা যুব উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক ডা: মো: আমিনুল ইসলাম, গনচেতনার প্রতিনিধি ফাতেমা নার্গিস প্রমুখ।
    আলোচনা সভায় উন্নয়ন সংঘের সুযোগ্য পরিচালক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম সভায় বলেন যে সমাজ সেবা অধিদপ্তর, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আমাদের উন্নয়ন সংঘ তাদের কর্মসংস্হানের সহযোগীতা করে দিবে বলে জানান।
    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলার প্রতিবন্ধী চাকুরী প্রত্যাশীগন প্রমুখ।
    উক্ত আলোচনা সভায় ব্র্যাক এর জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক সভায় বলেন প্রতিবন্ধিদের সর্বস্তরের বিপদগামী ব্যাক্তিদের চাকুরী দেওয়ার ক্ষেত্রে সুযোগ তৈরিতে আশ্বাস প্রদান করেন।

  • বিশ্বনাথে মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ২৫  শিক্ষার্থীকে সংবর্ধনা

    বিশ্বনাথে মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ২৫  শিক্ষার্থীকে সংবর্ধনা

    মোঃআব্দুল্লাহ বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

    সিলেটের বিশ্বনাথ উপজেলার ফলাফলে শ্রেষ্ট ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ২৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

    রোববার (১৪ জুলাই) দুপুরে পৌর শহরের মেরিট কেয়ার হলরুমে যুক্তরাজ্য প্রবাসী হাজী রইছ আলীর অর্থায়নে এ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়। এসময় জিপিএ-৫ প্রাপ্ত ২৫ শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেস্ট, বই ও নগদ অর্থ দেয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের ফলাফলে ধারাবাহিক সাফল্য ধরে রাখায় প্রতিষ্ঠানের ১৭ শিক্ষক শিক্ষিকাকেও উপহার হিসেবে নগদ অর্থ দেয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও লেখক, কলামিস্ট এএইচএম ফিরোজ আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রথম হাতিয়ার। এখন থেকেই তোমাদের লক্ষ্য নির্ধারন করে পড়া চালিয়ে যেতে হবে। উচ্চশিক্ষা মানুষের নৈতিকতা ও মূল্যবোধকে জাগ্রত করে। এসময় মেরিট কেয়ার স্কুলের ধারাবাহিক সাফল্যে ভুয়সী প্রসংশা করেন তিনি।

    প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফখর উদ্দিন মাস্টার, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, উপজেলা আওয়ামী লীগের সদস্য নিজাম উদ্দিন।

    অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল কাজল দেব। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

  • জামালপুরে প্রতিবন্ধীব্যক্তিদের আইনী সহায়তা নিয়ে সভা।

    জামালপুরে প্রতিবন্ধীব্যক্তিদের আইনী সহায়তা নিয়ে সভা।

    খোরশেদ আলমঃ

    জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আইনগত সহায়তা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা দুইটার দিকে শহরের চালাপাড়াস্থ সুইট প্রতিবন্ধি সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা লিগ্যাল এইডের অফিসার সিনিয়র সহকারি জজ মোহাম্মদ আল মামুন। আলোচনা সভায় জামালপুর সদর উপজেলার সুযোগ্য সমাজ সেবা অফিসার মো: শাহাদৎ হোসেনের সভাপতিত্বে উম্মুক্ত আলোচনায় অন লাইনের মাধ্যমে অংশ নেন বাংলাদেশ বেসরকারি সংস্থা সিডিডি’র নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান। প্রকল্পের একাউন্টস অফিসার এস এম এজাজুল হকের সঞ্চানালয়ে আলোচনা সভায় উপস্থিত থেকে সিডিডি অফিসের প্রকল্প সমন্বয়কারী, কৃষ্ণকান্ত রায় উক্ত প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিষদ ভাবে আলোচনা করেন।

    আলোচনা সভায় জামালপুর সদর উপজেলার সুযোগ্য সমাজ সেবা অফিসার মো: শাহাদৎ হোসেন বলেন আমরা আমাদের সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে সুবর্ণ নাগরিকদের কার্ড, আইনী পরামর্শ ও তাদের ভাতা কার্ড এর বিষয় এ সবসময়ই সহযোগিতা করে আসতেছি এবং তাদের সহযোগিতা চলমান আছে।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: উত্তম কুমার সরকার, উপজেলা কৃষিকর্মকর্তা এমদাদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইসরাকী ফাতেমা, সূর্য তোরন সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, গণমাধ্যম কর্মী মো: মঞ্জুরুল হক, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক, শামীমা খান প্রমুখ।

    উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামালপুর জেলা লিগ্যাল এইড এর সিনিয়র সহকারি জজ মোহাম্মদ আল মামুন প্রতিবন্ধিদের পাশাপাশি সর্বস্তরের বিপদগামী ব্যাক্তিদের লিগ্যালী কাজে আইনী সহায়তা দেয়ার জন্য সবসময় তার দরজা খোলা আছে এবং থাকবে বলে তিনি জানান।
    এ ছাড়াও তিনি বিগত দুই বছরে অসহায় বিচার প্রার্থিদের লিগ্যাল এইডের মাধ্যমে চার কোটি টাকা আদায় করে দিয়েছেন বলেও জানান।

  • ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময়ের দাবি চীনা চিকিৎসকদের

    ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময়ের দাবি চীনা চিকিৎসকদের

    বিশ্বে প্রথমবারের মতো অভিনব কোষ থেরাপির মাধ্যমে চীনা বিজ্ঞানীরা একজন ডায়াবেটিক রোগীকে সম্পূর্ণ সুস্থ করেছেন। এই ঘটনাকে চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    চীনের সাংহাই চাংঝেং হাসপাতাল ও চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের অধীনে সেন্টার ফর এক্সেলেন্স ইন মলিকিউলার সেল সায়েন্সের একদল বিজ্ঞানী নতুন এ পদ্ধতি আবিষ্কার করেন। এর বিস্তারিত গত ৩০ এপ্রিল সেল ডিসকভারি জার্নালে প্রকাশিত হয়েছে।

    এ বিষয়ে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেলুলার এবং শারীরবৃত্তীয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক টিমোথি কিফার বলেন, আমি মনে করি এই গবেষণাটি ডায়াবেটিসের জন্য সেল থেরাপির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির প্রতিনিধিত্ব করে।

    ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতা, যা সারাজীবন বয়ে বেড়াতে হয়। এ রোগে বিশ্বে প্রতিবছর ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। শরীর যখন রক্তের সব গ্লুকোজকে ভাঙতে ব্যর্থ হয়, তখনই ডায়াবেটিস হয়। এই রোগ জটিল অবস্থায় পৌঁছালে মানুষের হার্ট অ্যাটাক, স্ট্রোক পর্যন্ত হতে পারে। এ ছাড়া ডায়াবেটিসের কারণে মানুষ অন্ধ হয়ে যেতে পারে এবং বিকল হয়ে যেতে পারে কিডনিও। নতুন এই গবেষণা বলা হচ্ছে, ওষুধ এবং ইনসুলিন ছাড়াই টাইপ টু ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। যদিও এটি নিয়ে আরো বিস্তর গবেষণার প্রয়োজন।

    ১৯৮০ থেকে ২০১৪ সালের মধ্যে বিশ্বব্যাপী ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ১১ কোটি থেকে বেড়ে ৪২ কোটি ছাড়িয়ে যায়। এর মধ্যে ৯০ শতাংশ মানুষ টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসকে মহামারি হিসেবে উল্লেখ করা হলেও এ রোগ থেকে পরিত্রাণের কার্যক্রম খুব সীমিত। এতদিন নিরাময় অযোগ্য এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের ওপর নির্ভরশীল ছিলেন বিশেষজ্ঞরা।

    ৫৯ বছর বয়সী এক ব্যক্তি ২৫ বছর ধরে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তিনি এই রোগের কারণে জটিলতার গুরুতর ঝুঁকিতে ছিলেন। ২০১৭ সালে তার একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। কিন্তু তিনি তার বেশিরভাগ অগ্ন্যাশয়ের আইলেটের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছিলেন যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। প্রতিদিন একাধিক ইনসুলিন ইনজেকশনের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন তিনি।

    সাংহাই চাংজেং হাসপাতালের একজন শীর্ষস্থানীয় গবেষক ইয়িন হাও চলতি মাসের শুরুর দিকে সাংহাইভিত্তিক নিউজ আউটলেট দ্য পেপারকে বলেন, ওই ব্যক্তি গুরুতর ডায়াবেটিস জটিলতার ঝুঁকিতে ছিলেন।

    তিনি আরও বলেন, এই রোগী ২০২১ সালের জুলাই মাসে ‘উদ্ভাবনী কোষ প্রতিস্থাপন’ (ইনোভেটিভ সেল ট্রান্সপ্ল্যান্ট) সেবা পেয়েছিলেন। প্রতিস্থাপনের ১১ সপ্তাহ পর ওই ব্যক্তি বাহ্যিকভাবে নেওয়া ইনসুলিন ইঞ্জেকশনের প্রয়োজন থেকে মুক্তি পান। এ সময় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য মুখে খাওয়ার ওষুধের ডোজও ধীরে ধীরে কমিয়ে আনা হয়েছিল। এবং এক বছর পরে ওরাল ওষুধও সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়। ফলো-আপ পরীক্ষায় দেখা গেছে যে, ওই রোগীর অগ্ন্যাশয় আইলেটের কার্যক্ষমতা পুরোপুরি ফিরে পেয়েছেন তিনি। ওই রোগী ৩৩ মাসের জন্য সম্পূর্ণরূপে ইনসুলিন নেওয়া বন্ধ রেখেছেন।

    অধ্যাপক টিমোথি কিয়েফারের মতে, এই কোষ থেরাপি পদ্ধতি বৃহত্তর গবেষণায় কার্যকর প্রমাণিত হলে এটি রোগীদের দীর্ঘস্থায়ী ওষুধের বোঝা থেকে মুক্ত করতে পারে। এর ফলে মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নত হবে এবং চিকিৎসা ব্যয় কমবে।

    সূত্র: খবর সাউথ চায়না মর্নিং পোস্ট, টাইমস অব ইন্ডিয়া