জামালপুরের জেলা প্রশাসক এর সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

 

নিজস্ব প্রতিবেদকঃ

রবিবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে জামালপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম মহোদয় এঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জামালপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার সৈয়দ রফিফুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।

সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক মহোদয় জামালপুর জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।

এসময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *