শ্রদ্ধা ও ভালোবাসায় জামালপুর জেলার এসপি মোঃ কামরুজ্জামান বিপিএম ও পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

খোরশেদ আলমঃ

‘দীপ চলে যায়, শিখা রয়ে যায়’
সততা, নিষ্ঠা ও কর্মতৎপরতার কারণে জামালপুর জেলার সব মহলে সমাদৃত জনবান্ধব পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের কর্মজীবনের বিভিন্ন কর্মকাণ্ড ও  ব্যক্তিগত জীবনের ভূয়সী প্রশংসা করে স্মৃতিচারণ করেন।

স্মৃতিচারণ বক্তব্যে জামালপুর জেলায় কর্মকালীন সময়ে পুলিশ সুপার মহোদয়ের বিভিন্ন জনকল্যাণমূলক কাজ পুলিশি সেবার মান উন্নয়ন ও পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেন এবং পুলিশ সুপার মহোদয় একজন দক্ষ সৎ, কর্মোদ্যমী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে সকলের বক্তব্যে আলোচিত হন। উপস্থিত সকলে বিদায়ী অতিথি ও তার পরিবারের সদস্যদের উত্তরোত্তর সার্বিক সাফল্য কামনা করেন।

পরে জামালপুর জেলা পুলিশের পক্ষে বিদায়ী সম্মানিত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম ও পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক, উপহার সামগ্রী প্রদান করা হয়।

পুলিশ সুপার মহোদয় জামালপুর জেলায় তাঁর কর্মকালীন সময়ের স্মৃতি চারণ ও সুশৃঙ্খল পুলিশ বাহিনীর সদস্য হিসেবে জনগণের সেবায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান-সহ বিভিন্ন বিষয়ে উপস্থিত অফিসার ও ফোর্সদের দিকনির্দেশনা প্রদান করে কর্মজীবনে সকলের সুখ-সমৃদ্ধি কামনা করেন।

এর আগে বিদায় উপলক্ষে জামালপুর জেলা পুলিশের চৌকস পুলিশ দল বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে পুলিশ লাইন্সে গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় সকল সহকর্মীর সাথে কুশল বিনিময় করেন।

এসময় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহরাব হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সুমন কান্তি চৌধুরী; সহকারি পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) অভিজিৎ দাস সহ সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *