জামালপুরে মুক্তিযোদ্ধাদের সাধারন সভা অনুষ্ঠিত

 

খোরশেদ আলম

স্বাধীনতার অতন্দ্র প্রহরী জামালপুরে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা আড়ায়টার দিকে শহরের মাতৃ সদন রোডস্থ মুক্তিযোদ্ধা সংসদের  জেলা কার্যালয়ে এক সাধারণ  সভার আয়োজন করা হয়।

সভায় সাবেক সাস্থ্য উপমন্ত্রী ও বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হকের সভাপতিত্ব বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি মোখলেসুর রহমান হিরু, বীর মুক্তিযোদ্ধা মো: জালাল উদ্দিন, আবুল হোসেন,হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম,আলাল উদ্দিন, নাজিম উদ্দিন ও বীরমুক্তিযোদ্ধা সন্তান ওয়ারেছ আহম্মেদসহ অনেকে।

সভায় বীর মুক্তিযোদ্ধারা ও সাবেক উপমন্ত্রী সিরাজুল হক বলেন,দেশে ৮০ হাজার প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছে। এর বাইরে যারা মুক্তিযোদ্ধের খাতায় নাম লিখে, বছরের পর বছর ভাতার অন্তর্ভুক্ত হয়ে বিভিন্ন সুবিধা নিয়ে আসছেন, তাদের বাছাই করার এখনই সময়। সাবেক উপমন্ত্রী আরো বলেন, এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্য আজ প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান হানি হয়েছে,তাই ভুয়া মুক্তিযেদ্ধাদের বাছাই করে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি ও দীর্ঘদিনের জামালপুরের একাংশের প্রকৃত মুক্তিযোদ্ধারা ঝিমিয়ে পড়া থেকে চাঙ্গা করতেই আজকের সাধারণ সভার আয়োজন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *