আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন রংপুরের হাফেজ হুজাইফা।

মোঃ সুজা উদ্দিনঃ

আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেছেন রংপুরের গংগাচড়া উপজেলার “হাফেজ মুহাম্মাদ হুজাইফা। বিশ্বজয়ী এই হাফেজ ক্বারী “নাজমুল হাসান পরিচালিত তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার ছাত্র।

জানা গেছে গত ২০ আগস্ট থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি শেষ হয় ৩০ আগস্টে। এতে অংশ নেয় বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের হাফেজ প্রতিযোগীরা।
প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন নাইজেরিয়ার সুমাইয়া মুদ্দাসসির, তৃতীয় হয়েছেন সেনেগালের বিদারা ও চতুর্থস্থান অধিকার করেছেন পাকিস্তানের মুহাম্মাদ বাশার।

আলজেরিয়ার আশ-শারুক্ব টিভিতে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি প্রচারিত হবে।

হাফেজ মুহাম্মাদ হুজাইফার বয়স ১০ বছর। সে রংপুরের গংগাচড়া উপজেলার মনিরুজ্জামানের ছেলে।
এর আগে এ বছরেই অনুষ্ঠিত তানজানিয়ায় অনুষ্ঠিত আরেকটি আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলো হুজাইফা। কয়েক মাসের ব্যবধানে আবারও বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার গৌরব অর্জন করলো।

হুজাইফা এবং তার ওস্তাদের জন্য শুভ কামনা রইলো। আল্লাহ তাআলা যেন হুজাইফা কে বিশ্ববরেণ্য আলেম হিসেবে কবুল করেন। আমিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *