নিজস্ব প্রতিনিধিঃ
নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে রংপুরের বদরগন্জ উপজেলার ১৫নং লোহানিপাড়া ইউনিয়নের “পানারহাট ঘিরনই উচ্চ বিদ্যালয়” এর প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ এর পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২৫আগস্ট, ২০২৪),বেলা ১১টার দিকে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা।
এ সময় কমপক্ষে ৩ শতাধিক শিক্ষার্থীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রধান শিক্ষক ব্যতীত সকল শিক্ষক বিক্ষোভে অংশ নেন। প্রধান শিক্ষক মোস্তাক আহমেদের বিরুদ্ধে অনেক গুলো অভিযোগ এনেছেন শিক্ষার্থী ও কর্মরত শিক্ষকরা।
শিক্ষার্থীদের মধ্য থেকে বলা হয়েছে, প্রধান শিক্ষক আমাদের রেজিস্ট্রেশন, ভর্তি ও পরীক্ষার ফি নেওয়ার সময় বাড়তি টাকা নিয়েছেন। এমন প্রধান শিক্ষক আমরা চাই না।
বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। তাই তার পদত্যাগ ও তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা ইতিমধ্যে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। প্রধান শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply