মোঃ খোরশেদ আলমঃ
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টার দিক জামালপুর সদর উপজেলা কার্যালয় হলরুমে সভার আয়োজন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ। বাল্য বিয়ে মুক্ত বিষয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অগ্রগতি ও করনীয় শীর্ষক সমন্বয় সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন, জামালপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি। জামালপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতি.দা.) কামরুন্নাহানের সভাপতিত্বে সভায়
বিশেষ অতিথি’র বক্তব্য দেন, জামালপুর ইসলামীক ফাউন্ডেশনের ডিডি মোহাম্মদ আলী জিন্নাহ, জেলার সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, উপজেলা সমাজ সেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে জামালপুর ক্লাস্টারের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশ, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম সঞ্চানালয়ে ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জেন্ডার স্পেশালিস্ট জেসমিন প্রোজেক্ট এর সাদিকা বেগম, আরো উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো: রফিকুল ইসলাম, ব্র্যাক এর জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক, হাফিজা খানম, জেলা ব্যবস্থাপক ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক, শামীমা খান, অপরাজেয় বাংলাদেশ এর ম্যানেজার মো: আশরাফুল ইসলাম, স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক, গনচেতনার প্রতিনিধি ফাতেমা নার্গিস, এফপিএবির কোঅর্ডিনেটর মাহিনুর সিদ্দিকা, দৈনিক প্রতিদিনের সংবাদ এর প্রতিনিধি মন্জুরুল হক প্রমুখ।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন- জিও,এনজিও কাজী, সাংবাদিক, শিক্ষক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সভা পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরের এরিয়া প্রোগ্রাম ব্যবস্থাপক সাগর ডি কস্তা। পরে বাল্য বিয়ে মুক্ত উপজেলা ঘোষনায় করণীয় বিষয়ে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
Leave a Reply