মোঃ সুজা উদ্দিনঃ
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে রংপুরের মিঠাপুকুরে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার, (১৪ আগস্ট), সকালে উপজেলার সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির, আহ্বায়ক একে আজাদ শফিকুলের আয়োজনে, একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় বক্তব্য দিতে গিয়ে বিএনপির নেতা-কর্মীরা বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকান্ডের বিচারের দাবি জানাই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপজেলার নেতা-কর্মীরা।
Leave a Reply