ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরিফুর রহমান বিপিএম এর জামালপুর জেলা সফর

খোরশেদ আলমঃ

জামালপুর জেলায় কর্মরত পুলিশ সদস্যদের দৃঢ় মনোবল, কর্মক্ষেত্রে কর্মস্পৃহা বৃদ্ধি’র লক্ষ্যে বিশেষ রোলকল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৪ আগস্ট,২০২৪ বেলা ১২ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ শরিফুর রহমান বিপিএম জামালপুর অফিসার্স মেসে পৌঁছালে ফুলেল শুভেচছা জানান জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।
পরবর্তীতে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এবং জামালপুর সদর থানা কম্পাউন্ডে আয়োজিত বিশেষ রোলকলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরিফুর রহমান বিপিএম।
পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এসএএফ শাখায় কর্মরত উপস্থিত অফিসার-ফোর্সের সাথে কুশল বিনিময় করে অতিরিক্ত ডিআইজি মহোদয় জনগণের জানমালের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় নতুন উদ্যমে জেলা পুলিশের সকল সদস্য কাজ শুরু করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে সূদৃঢ় মনোবল ও কর্মস্পৃহা বৃদ্ধি’র লক্ষ্যে বিভিন্ন বিষয়ে ব্রিফিং প্রদান করে উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এসময় অতিরিক্ত ডিআইজি মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের সাথে কুশল বিনিময় করে রাষ্ট্রের বর্তমান অবস্থায় জনগণের জানমালের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় নতুন উদ্যমে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে অতিরিক্ত ডিআইজি মহোদয় জামালপুর অফিসার্স মেসে পৌঁছালে জেলা পুলিশের একটু চৌকস দল গার্ড অব অনার প্রধান করেন।
এসময় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসেন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *