বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ‘নিখোঁজ’ বিএনপির প্রভাবশালী নেতা এম. ইলিয়াস আলীর সহধমির্ণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন,‘আমার স্বামীকে ফেরত দিন। আয়নাঘরের অনেকে ফেরত আসছে। দয়া করে আমার স্বামীকে ফিরিয়ে দিন। আমরা আর কিছুই চাইনা।’ তিনি তার নিজ ফেসবুক আইডিতে ইলিয়াস আলীকে ফেরত চেয়ে আজ এক স্ট্যাটাসে এ কথা বলেন।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর বানানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির তখনকার সাংগঠনিক সম্পাদক, প্রভাবশালী রাজনীতিবীদ এম. ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী। হোটেল রূপসী বাংলায় আড্ডা শেষে বাসায় ফিরছিলেন তারা। মধ্যরাতে কে বা কারা গাড়িচালক আনসারসহ উঠিয়ে নেয় তাকে। পরদিন মহাখালী সাউথ পয়েন্ট স্কুলের সামন থেকে পরিত্যাক্ত অবস্থায় তার ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই শুরু হয় দুই পরিবারের অনন্ত অপেক্ষা। একে একে ভেস্তে যায় উদ্ধার-আন্দোলনের সকল প্রক্রিয়া। থমকে যায় আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্ধার তৎপরতাও। শুরু থেকেই আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী, ও সরকারের শীর্ষ ব্যক্তিদের কাছে ধর্ণা দেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী তার স্বামীকে অবৈধ ভাবে আটকে রেখেছে দাবি করে, হাইকোর্টে রিট পিটিশনও দায়ের করেন তিনি। হাইকোটের আদেশ চান তার স্বামীকে হাজির করার। পরে আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীও জানায়, নিখোঁজ এ দু’জনকে তারা তুলে নেয়নি। এভাবেই অমীমাংসিত থেকে যায় ‘ইলিয়াস অন্তর্ধান রহস্য।
Leave a Reply