পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াতের আমির।

মোঃ সুজা উদ্দিনঃ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রংপুরের পীরগঞ্জে আসেন। সেখানে তিনি পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া করেন।
বুধবার (৭ আগস্ট) বেলা ১১টায় রংপুর নগরী থেকে ৬০ কিলোমিটার দূরে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামে সাঈদের বাড়িতে আসেন জামায়াতের আমির। এরপর বাড়ির পাশেই কবরে শায়িত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। তিনি শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগমসহ স্বজনদের সঙ্গে দেখা করেন। এ সময় শহীদ আবু সাঈদের পরিবারকে নগদ এক লাখ টাকা ও তার পরিবারের পাশে আজীবন থাকার ঘোষণা দেন ডা. শফিকুর রহমান।
জামায়াতের আমির বলেন, ‘শহীদ আবু সাঈদ জাতীয় বীর। তার চরম সাহসিকতার দৃশ্য সারা দেশ এমনকি সারা বিশ্ব দেখেছে। তার আত্মত্যাগ আমাদের নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে।’ তিনি শহীদ আবু সাঈদসহ কোটা সংস্কার আন্দোলনে সকল হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
এর আগে, ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পীরগঞ্জ জাফরপাড়া কামিল মাদ্রাসার মাঠে আসেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি। সমাবেশে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি আহ্বান জানান। এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, সহযোগী অঙ্গসংগঠন ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। গুলির ভিডিও দেশ-বিদেশে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে ভাইরাল হলে আন্দোলন নতুন মাত্রা পায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *