মোঃ সুজা উদ্দিনঃ
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাসাবাড়িতে হামলা ও ভাঙচুরের খবর ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও মন্দির রক্ষার জন্য রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নে রাত জেগে বিভিন্ন মন্দির পাহারা দিয়েছে ছাত্র-জনতা, জামাত-শিবির এবং বিএনপি’র নেতাকর্মীরা । লুটপাট, নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে এই পাহারা দেওয়া হচ্ছে।
ইউনিয়নের আরাজি শিবপুর মাঝি পাড়ার মন্দিরে মোঃ মাহবুবের নেতৃত্বে ৮-১০ জন যুবক, অন্যদিকে ছড়ান হিন্দু পাড়া ও মৌলিগড়ে বাংলাদেশ জামাতে ইসলামীর অন্যতম নেতা মোঃ মামুনুর রশিদ ও বিএনপি নেতা বাবুল মিয়া, ও শাফি মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন পাহারা দিতে দেখা গেছে।
এছাড়াও, ছড়ান হিন্দু পাড়া গ্রামের অধিকাংশ লোকজন লাঠি সোটা নিয়ে পাহারা দেয়।
জামাতে ইসলামীর ইউনিয়ন নেতা মোঃ মামুনুর রশিদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাসাবাড়িতে হামলা ও ভাঙচুরের আশঙ্কায় আমরা এই পাহার ব্যবস্থা করেছি।
দেশের অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত এটা চলমান থাকবে।
বিএনপি নেতা বাবুল মিয়া বলেন, আমাদের ভাইদের কেউ যাতে কোনো ক্ষতি করতে না পারে সে জন্য আমরা পাহারা দিচ্ছি।
বিএনপি নেতা সৌরভ বলেন, আমরা কোন ধর্মীয় স্থাপনায় আঘাত চাই না, শান্তি চাই। আমরা একসাথে বসবাস করতে চাই। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য আমাদের লোকজন সারারাত জেগে পাহারা দিচ্ছে।
এ বিষয় নিয়ে ছড়ান হিন্দু পাড়ার বাসিন্দা শ্রী সুমন চন্দ্র বলেন, আমরা খুব আতঙ্কে রয়েছি,ছাত্র-জনতা ও জামাত-বিএনপির ভাইয়েরা আমাদের হিন্দু পাড়া পাহারা দিচ্ছেন দেখে খুবই ভালো লাগতেছে ।
আমরা চাই, সকলেই মিলেমিশে বসবাস করতে।
Leave a Reply