মোঃ সুজা উদ্দিন
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নে শুক্রবার, (২ আগস্ট, ২০২৪) দুপুর ০১টার দিকে ইউনিয়নের হাছিয়া অংশে যমুনাশ্বরী নদীর ঘাটে “শ্রী জয়’ নামের এক এইচএসসি পরীক্ষার্থীর পানিতে ডুবে মৃ””ত্যুর ঘটনা ঘটেছে।
জানা যায়, নিহত “শ্রী জয়” এর বাড়ি উপজেলার ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের হাছিয়া গ্রামে। তিনি রংপুর মাহিগঞ্জ কলেজের চলমান এইচএসসি শিক্ষার্থী।
ছড়ান হলি চাইল্ড মডেল স্কুলের এস এস সি-২০২২ ব্যাচের ছাত্র।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply