খোরশেদ আলম
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ৩.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসব মুখর পরিবেশ ও নির্বিঘ্নে উদযাপনের নিমিত্তে জামালপুর জেলার পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সহিত আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত পূর্ব প্রস্তুতিমূলক সভা করেন জামালপুর জেলার নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব সোহেল মাহমুদ পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জামালপুর জেলার প্রত্যেক থানার পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ ও জেলা পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply