মোঃ সুজা উদ্দিনঃ
রংপুরে আওয়ামিলীগ নেতা তুষার কান্তি মন্ডলের ০৭ দিনের রিমান্ড মন্জুর আদালত।
আজ বৃহস্পতিবার, (১৯ সেপ্টেম্বর, ২০২৪) রংপুর মহানগর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড মন্জুর করেন বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালত, রংপুর। তাকে জিআর ৩৮৬/২৪ (কোতয়ালী), ৩৮৭/২৪ (কোতয়ালী), ৪০১/২৪ (কোতয়ালী), ৪০২/২৪ (কোতয়ালী), ৪০৩/২৪ (কোতয়ালী) মূলে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে হাজির করা হয়। এ সময় জিআর ৩৮৭/২৪ (কোতয়ালী) মূলে ভিকটিম আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উক্ত আসামীর ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে শুনানী শেষে বিজ্ঞ আদালত ৭ দিনের পুলিশ রিমান্ড মন্জুর করেন। তার বিরুদ্ধে অন্যান্য মামলাগুলি তদন্তাধীন আছে।
উল্লেখ্য যে, গত ১৭/০৯/২০২৪ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সাভার এলাকার একটি বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
Leave a Reply