জামায়াতে ইসলামী বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে ল্যাপটপ উপহার দিলেন শেরপুর প্রেসক্লাবে।

নাগরিক কথা ডেস্কঃ

উন্নত জাতি বিনির্মাণে সাংবাদকিরা অগ্রণী ভূমকিা পালন করে। দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অতি গুরুত্বর্পূণ একটি বিষয়। সাংবাদিকরা হলেন জাতির বিবেক। তাঁদের লেখনির মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠে। কিন্তু বিগত পনের বছর সংবাদপত্রের কণ্ঠরোধ করে রাখা হয়েছিল। তাই সাংবাদিকরা সঠিক কথা লিখতে পারেননি। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের পর আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন। হলুদ সাংবাদিকতা বর্জন করে সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস দেখাতে হবে। বস্তুনিষ্ঠ ও নির্ভিক সংবাদিকতার ক্ষেত্রে যে কোনো ধরণের বাধা, হুমকি-ধামকি, হামলা-মামলার বিরুদ্ধে জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা পালন করবে।রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ দবিবুর রহমান এসব কথা বলেন। শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ প্রেসক্লাব কার্যালয়ে ওই মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ। আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল হক, সহকারি সেক্রেটারি আব্দুল্লাহ মোস্তাফিজ নাসিম, প্রচার সেক্রেটারি ইফতেখারুল ইসলাম, সাংবাদিকদের মধ্যে সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত কুমার বসাক, সাপ্তাহিক বিজয় বাংলার সম্পাদক আকরাম হোসাইন, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সবুজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জামায়াত নেতারা সন্ত্রাসী হামলায় বির্ধ্বস্ত শেরপুর প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। সেইসঙ্গে দলটির পক্ষ থেকে প্রেসক্লাবে কার্যনির্বাহী পরিষদের সদস্যদের হাতে একটি ল্যাপটপ তুলে দেন নেতারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *