মোঃ সুজা উদ্দিনঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা “শ্রী অনিল চন্দ্র মহন্তের মৃত্যু হয়েছে।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা “শ্রী অনিল চন্দ্র মহন্ত দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থাকা কালে আজ শনিবার, (১৪ সেপ্টেম্বর,২০২৪) সকাল ০৯ ঘটিকার সময় মৃত্যু বরন করেছেন।
রাষ্ট্রীয় অর্থায়নে “বীর মুক্তিযোদ্ধা “শ্রী অনিল চন্দ্র মহন্তকে উপজেলার ১১নং ইউনিয়নের ছড়ান হিন্দু পাড়ায় “পাকা বিল্ডিং বাড়ি” করে দেওয়া হয়েছে । জীবনের শেষ কালে তিনি এই বাড়িতেই কাটিয়েছেন।
তাঁর এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে।
ওনার কিছু তথ্য নিন্মে তুলে ধরা হলো:
নামঃ শ্রী অনিল চন্দ্র মহন্ত।
মুক্তিযোদ্ধার নম্বরঃ ০১৮৫০০০০৯৩০
পিতার নামঃ যতিন চন্দ্র মহন্ত।
মাতার নামঃ কুনজ বালা।
গ্রামঃ ছড়ান। ডাকঘরঃ ছড়ান। উপজেলাঃ মিঠাপুকুর।
জেলাঃ রংপুর।
Leave a Reply