জামালপুর জেলার ৩০ টি শিশু ও তিনটি যুব ফোরামের স্বপ্নপূরণ অনুষ্ঠান

খোরশেদ আলম

জামালপুর জেলার ৩০টি শিশু সংগঠন ও তিনটি যুব সংগঠনের সাড়ে চারশো শিশু নিয়ে “আমার জীবন আমার স্বপ্ন” নামক বাৎসরিক স্বপ্নপূরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। জেলা শিশু ফোরামের সভাপতি অর্পিতার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার শহীদ জিন্নাত পিংকি ও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোরশেদ ইকবাল, প্রোগ্রাম ডাইরেক্টর উন্নয়ন সংঘ, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামিমা খান, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, মিনারা পারভীন প্রোগ্রাম ম্যানেজার উন্নয়ন সংঘ, উজ্জ্বল প্যাটিক কোরাইয়া – স্পন্সরশিপ অফিসার – ওয়ার্ল্ড ভিশন, সাগর ডি কস্তা- এপি ম্যানেজার ওয়াল্ড ভিশন। অনুষ্ঠান উদ্বোধন ও উদ্দেশ্য আলোচনা  করেন সেবাস্টিয়ান পিউরিফিকেশন  সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন  বাংলাদেশ।

উক্ত অনুষ্ঠানে শিশুদের জীবনের স্বপ্ন পূরণে সম্মানিত অতিথিগণ বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে ৩০ টি শিশু ফোরামের সদস্যরা দুই হাজারের অধিক তালের বীজ  নিয়ে আসেন। সর্বাধিক তাল বীজ সংগ্রহকারী শিশুকে পুরস্কৃত করা হয়।

উক্ত অনুষ্ঠানের মাধ্যমে আড়াইহাজার শিশুদের একটি করে স্কুলের ব্যাগ ব্রাশ, সাবান প্রধান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ইউএনও মহোদয় শিশুদের বীজ  সংগ্রহ ও  দিয়ালিকা প্রদর্শন, আমার জীবন আমার স্বপ্ন বই পরিদর্শন, শিশুদের বাৎসরিক কার্যক্রমের ফটো গ্যালারী পরিদর্শন করেন। চাইল্ড ফোরামের বাৎসরিক  কার্যক্রমের ছবি গ্যালারি প্রদর্শন করেন এবং অনুষ্ঠান শেষে ইউএনও মহোদয় শিশুদের প্রতিভা বিকাশ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও তালের বীজ সংরক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন।

এ আয়োজনের জন্য উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড  ভিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরে  দেয়ালিকা তৈরীতে শ্রেষ্ঠ দলকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠান শেষে ইউএনও মহোদয় সকল শিশুদের মধ্যে একটি করে জ্যামিতি বক্স, বই, ছাতা  ও দেয়ালিকা তৈরীতে শ্রেষ্ঠ দলকে পুরস্কৃত করা হয় বিতরণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *