বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মাদারীপুর জেলা প্রতিনিধিদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

মাসুদ হোসেন খানঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মাদারীপুর জেলা শাখার প্রতিনিধিদের  সঙ্গে  জেলার নবাগত পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান, বিপিএম এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১১.০০ ঘটিকায় জেলা পুলিশের সম্মেলন কক্ষে মাদারীপুর জেলা পুলিশ সুপার এর সভাপতিত্বে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর  প্রতিনিধিগন জেলা পুলিশকে কোন রূপে দেখতে চান তার একটি রূপরেখা পুলিশ সুপার এর নিকট প্রদান করেন। প্রতিনিধিগন পুলিশকে সকল প্রকার রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে পেশাদারিত্ব বজায় রেখে জনগণের পুলিশ হিসেবে কাজ করার আহ্বান জানান সেই সাথে তারা দেশ ও জাতীর বৃহৎ কল্যাণে পুলিশের সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মাদারীপুর জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান,বিপিএম বৈষম্য বিরোধী আন্দোলন মাদারীপুর জেলা প্রতিনিধিদের সাথে একমত পোষণ করে মাদারীপুর জেলা পুলিশ নতুন রূপে জনগণের সেবায় নিয়োজিত থেকে জনকল্যাণে কাজ করবে মর্মে আশ্বাস প্রদান করেন। পুলিশি কার্যক্রমে তিনি ছাত্র জনতাসহ জেলার আপামার জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পুলিশের সকল অফিসার বৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *