মোঃ সুজা উদ্দিনঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার “মিঠাপুকুর মডেল মসজিদের পেশ ইমাম মো:আখেরুজ্জামান আজাদীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অর্থ আত্মসাৎের অভিযোগ এসেছে।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে মিঠাপুকুর মডেল মসজিদ পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার,(০৫ সেপ্টেম্বর ২০২৪), মোঃ আখিরুজ্জামান, পেশ ইমাম, মিঠাপুকুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিঠাপুকুরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এ প্রেক্ষিতে তার বিরুদ্ধে আনীত সূত্রস্থ অভিযোগে তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হবে না, আগামী ৭ (সাত) কার্য দিবসের মধ্যে এ মর্মে কারন দর্শানোর জন্য বলা হয়েছে।
উল্লেখ্য তার অনুপস্থিতিতে মুয়াজ্জিন, মিঠাপুকুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমামের রুটিন দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, এর আগে মিঠাপুকুর উপজেলা মডেল মসজিদের এই ইমামের নামে ভূয়া এতিমখানা ও মাদ্রাসা দেখিয়ে (ছয়-টন) এতিমদের জন্য বরাদ্দ দেয়া চাল আত্মসাৎ করার অভিযোগ উঠেছিলো।
তবে, ইমাম আখিরুজ্জামানের সঙ্গে গণমাধ্যমের কথা হলে তিনি জানিয়েছিলেন, আমি পরিস্থিতির স্বীকার। আমাকে ব্যবহার করা হয়েছে। কে ব্যবহার করেছে, জানতে চাইলে তিনি জানান, মানুষ ভুলের উর্ধ্বে নয়! সময় হলে সব জানতে পারবেন। এই বলে তিনি সংবাদ প্রকাশে বিরত থাকার অনুরোধ জানান সে সময়।
Leave a Reply