মোঃ সুজা উদ্দিনঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বাজার রংপুর- ঢাকা মহাসড়কের পাশেই অবস্থিত একসময়ের জনপ্রিয় সিনেমা হল সোহাগ। কালের পরিক্রমায় হলটির জৌলুশ হারিয়েছে।শঠিবাড়ী ও মিঠাপুকুর মিলে তিনটি সিনেমা হল ছিলো। এর আগেই দুটো সিনেমা হল ভেঙে ফেলেছেন মালিক পক্ষ।
জানা যায়,নব্বইয়ের দশকে দেশে প্রায় ১ হাজার ২৫০ সিনেমা হল ছিল। সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে একশত এর নিচে।
স্থানীয়রা জানান, সিনেমা হলের পরিবেশ, রুচিসম্মত ছবির অভাব,আর ঘরে ঘরে টেলিভিশন চলে আসায় এ ব্যবসায় ধস নেমে গেছে অনেক আগেই। অথচ এক সময় এ সিনেমা হলটিই ছিলো এ এলাকার কিছু মানুষের আনন্দ-বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র।
কর্তৃপক্ষ সিনেমা হলটি ভেঙে কি তৈরি করবে সেটা স্পষ্ট এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ভেঙ্গে ফেলা সিনেমা হলের এই জায়গাটিতে বহুতল মার্কেট নির্মাণ করা হতে পারে ।
Leave a Reply