জামালপুরে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় এনজিও প্রতিনিধিদের সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ  খোরশেদ আলমঃ

অদ্য ২৭.০৮.২০২৪ ইং তারিখ রোজ   মঙ্গলবার বেলা ১১.০০ ঘটিকায় সময় জামালপুর সদর উপজেলা কনফারেন্স রুমে জামালপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি’র সভাপতিত্বে
সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় এনজিও প্রতিনিধিদের সাথে প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনার শুরুতেই বলেন যে সারাদেশের বন্যা পরিস্থিতির পর্যবেক্ষণ সাপেক্ষে জামালপুর সদর উপজেলার সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় এনজিওদের সহযোগিতার সুযোগ বিষয়ক আলোচনা করেন।
উক্ত সভায় উপস্থিতি এনজিওসমূহের সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করা এক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার যেকোনো দুর্যোগ মোকাবেলায় বিগত দিনে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং সামনের দিনে সকলকেই সাথে কাজ করার আহবান জানান।

উক্ত সভায় উপস্থিত ছিলেন  উপজেলা সমাজ সেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফুর রহমান, ব্র্যাক এর জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক, টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মো: আরিফ হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুর এর এরিয়া প্রোগ্রাম ব্যবস্থাপক, সাগর ডি কস্তা, সুশান্ত কুমার সাহা, প্রোগ্রাম ম্যানেজার, পারি এম ফোর এল প্রকল্প জামালপুর। তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক শামীমা খান, অপরাজেয় বাংলাদেশ এর ম্যানেজার মো: আশরাফুল ইসলাম, সিডিডি অফিসের প্রকল্প সমন্বয়কারী, কৃষ্ণকান্ত রায়, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, ইসলামিক রিলিফ বাংলাদেশ, জামালপুর এর সহকারী প্রকল্প কর্মকর্তা,পরিমল চন্দ্র সরকার প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *