জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টারের মালিক সমিতির নতুন কমিটি

মোঃ খোরশেদ আলমঃ

জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টারের মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। জামালপুর শহরের এশিয়ান ফুড ভিলেজ নামের একটি প্রতিষ্ঠানে ২৬ আগষ্ট রাতে উপস্থিত ডেলিগেট সকলের সর্বসম্মতি ক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় ডা: আহম্মদ আলী আকন্দকে ও সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে, হযরত শাহজামাল (রঃ) জেনারেল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এম ডি) বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলবুলকে।

নতুন কমিটি গঠন করার সময় জেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা উপস্থিত ছিলেন। পরে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বুলবুল বলেন, এখন থেকে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির কমিটি সঠিক নিয়মে পরিচালিত হবে। সঠিক সময় সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকলকে সাথে নিয়ে সংগঠনটিকে আরো সামনের দিকে এগিয়ে নেয়ার আশ্বাস প্রদান করেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *