বদরগঞ্জে মোবাইল ফোন হারিয়ে যাওয়া’কে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে।

মোঃ সুজা উদ্দিনঃ

রংপুরের বদরগঞ্জ উপজেলার  ১৫নং লোহানিপাড়া ইউনিয়নের ঘিরনই, মাল তোলা নামক এলাকায় মোবাইল ফোন হারিয়ে যাওয়া’কে কেন্দ্র করে খু*নের ঘটনা ঘটেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার, (১২ আগস্ট ২০২৪ইং), একটি মোবাইল ফোন হারিয়ে যাওয়া কে কেন্দ্র করে উপজেলার  ১৫নং লোহানিপাড়া ইউনিয়নের ঘিরনই, মাল তোলা নামক এলাকায় মোঃ আয়নাল মিয়ার পরিবারের সাথে মোঃ সামাদ মিয়ার পরিবারের ঝগড়া লেগে যায়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা, ঝগড়া নিষ্পত্তির লক্ষ্যে আলোচনা বসে।
আলোচনার এক পর্যায়ে দুই পক্ষই মারামারিতে জড়িয়ে পড়েন ।
একদিকে সামাদ মিয়ার পরিবারের লোকজন অন্য দিকে নিহত আয়নাল মিয়ায়ার পরিবারের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে যায়।
সংঘর্ষের একপর্যায়ে আয়নাল মিয়া গুরুতর আঘাত প্রাপ্তহন। সেখান থেকে লোকজন তাকে চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি করান।
চিকিৎসাধীন অবস্থায় আয়নাল মিয়ার মৃত্যু হয়। নিহত আয়নাল মিয়ার আনুমানিক বয়স ৬০ বছর।
রাতে আয়নাল মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে, প্রাণভয়ে সামাদ মিয়ার পরিবারের লোকজন নিজ বাড়ি থেকে পালিয়ে যায়।
মৃত্যুর ঘটনা কে কেন্দ্র করে, সামাদ মিয়াদের বাড়িতে বিভিন্ন মালামাল লুটতরাজের ঘটনার খবর পাওয়া গেছে।
সেই সঙ্গে সাথে, সামাদ মিয়ার পরিবার থেকে দাবি করা হচ্ছে নিহত আয়নাল তাদের আঘাতে মৃত্যুবরণ করেনি।
অপরদিকে, নিহত আয়নাল মিয়ার পরিবারের লোকজন আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *