ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণশক্তির দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ঘোষিত এই দলে নতুন মুখ ম্যাথু ব্রিটস্কি।

ঘরোয়া সিএ টি-টোয়েন্টি লিগের কারণে গত ফেব্রুয়ারিতে মূল খেলোয়াড়দের ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল প্রোটিয়ারা। ২-০ ব্যবধানে পরাজয়ের স্বাদ পাওয়া ওই সিরিজ থেকে ডেভিড বেডিংহ্যাম, ডেন প্যাটারসন ও ডেন পিটকে স্কোয়াডে ধরে রেখেছে তারা।

বেডিংহ্যামকে ব্যাটিংয়ের ভবিষ্যৎ তারকা হিসেবে দলে রাখা হয়েছে। অন্যদিকে দুই অভিজ্ঞ পেসার মার্কো জানসেন ও এনরিখ নরকিয়ার অনুপস্থিতিতে ৩৫ বছর বয়সী পেসার প্যাটারসনকে রেখে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোয় নরকিয়াকে বিবেচনা করা হয়নি।

প্রথম শ্রেণির ক্রিকেটে পারফরম্যান্সে জাতীয় দলে জায়গা পেয়েছেন ২৫ বছর বয়সী ব্রিটস্কি। ৫২টি প্রথম শ্রেণির ম্যাচে ৭ সেঞ্চুরি ও ১৪ হাফসেঞ্চুরিতে ৩৭ দশমিক ১৬ গড়ে ৩ হাজার ১২২ রান করেছেন তিনি। টি-টোয়েন্টি দিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তার। কিন্তু ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ৬ ম্যাচে ৬১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার।

বর্তমানে কাউন্টি ক্রিকেটে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলছেন ব্রিটস্কি। গত বছর ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফর করেছেন তিনি। ২০২৩ সালের মার্চে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর দল থেকে বাদ পড়েন উইকেটরক্ষক-ব্যাটার রায়ান রিকেলটন। ১৬ মাস পর আবারও দলে ফিরেছেন তিনি। একাদশে জায়গা পেতে দলে থাকা আরেক উইকেটরক্ষক কাইল ভেরেইনার সঙ্গে লড়াই করতে হবে তাকে।

দলে একমাত্র পেস বোলিং অলরাউন্ডার ওয়াইন মুল্ডার। রিকেলটনের মতো ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। কেশব মহারাজের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে দলে আছেন পিট।

পোর্ট অব স্পেনে আগামী ৭ তারিখ থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট এবং গায়ানায় ১৫ তারিখ থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দল দুটি। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৪টি করে ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজ ৩৬ দশমিক ৩৩ এবং দক্ষিণ আফ্রিকা ২৫ শতাংশ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের ষষ্ঠ ও সপ্তমস্থানে আছে।

দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ওয়াইন মুল্ডার, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, ডেন পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনি।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *