ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (৯ জুলাই) ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। মিউনিখের ফুটবল অ্যারেনায় সাবেক দুই চ্যাম্পিয়নের খেলা শুরু হবে রাত একটায়।
ইউরোর ইতিহাসে টানা ছয় জয়ের কীর্তি নেই কোনো দলের। টানা পাঁচ ম্যাচ জিতে, সে রেকর্ডে নজর দিয়েছে স্পেন। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে হারিয়ে, সে যোগ্যতার প্রমাণও দিয়েছে লা রোজারা।
ফিনিশিং দক্ষতা বাড়াতে বল দখলের ঐতিহ্যকে কুরবানি করেছে, দে লা ফুয়েন্তের স্পেন। টুর্নামেন্টে ১১ গোল তার সফলতার সাক্ষীও দিচ্ছে। রক্ষণভাগেও দৃঢ়তা বেড়েছে লা রোজাদের। ইয়ামাল ও নিকো উইংয়ে যোগ করেছে নতুন ধার। মোরাতার নিষ্প্রভতাকে ঢেকে দিয়েছে, দানি ওলমো ও ফাবিয়ান রুইজের গোল দক্ষতা।
ইনজুরির কারণে এ ম্যাচে মিডফিল্ডার পেদ্রি ও নিষেধাজ্ঞার জন্য ডিফেন্ডার কারভাহালকে পাচ্ছেন না, স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। একাদশে তাই দেখা যাবে বেশ কয়েকটি পরিবর্তন।
ইউরোর ইতিহাসে টানা ছয় জয়ের কীর্তি নেই কোনো দলের। টানা পাঁচ ম্যাচ জিতে, সে রেকর্ডে নজর দিয়েছে স্পেন। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে হারিয়ে, সে যোগ্যতার প্রমাণও দিয়েছে লা রোজারা।
ফিনিশিং দক্ষতা বাড়াতে বল দখলের ঐতিহ্যকে কুরবানি করেছে, দে লা ফুয়েন্তের স্পেন। টুর্নামেন্টে ১১ গোল তার সফলতার সাক্ষীও দিচ্ছে। রক্ষণভাগেও দৃঢ়তা বেড়েছে লা রোজাদের। ইয়ামাল ও নিকো উইংয়ে যোগ করেছে নতুন ধার। মোরাতার নিষ্প্রভতাকে ঢেকে দিয়েছে, দানি ওলমো ও ফাবিয়ান রুইজের গোল দক্ষতা।
ইনজুরির কারণে এ ম্যাচে মিডফিল্ডার পেদ্রি ও নিষেধাজ্ঞার জন্য ডিফেন্ডার কারভাহালকে পাচ্ছেন না, স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। একাদশে তাই দেখা যাবে বেশ কয়েকটি পরিবর্তন।
Leave a Reply